শুদ্ধ সত্ত্ব দে
বিন্নি ধানের খই একটি চমৎকার বই। এ বইটি সম্পর্কে কি তোমরা জানো? এতে সুন্দর সুন্দর কয়েকটি গল্প আছে। প্রথম গল্পের নাম ‘রাসেলের বন্ধুদের অপেক্ষা’।
রাসেলের খুব ভালো বন্ধু দুলাল। সে স্কুলের বাইরে বাদাম বিক্রি করে। রাসেল প্রতিদিন টিফিনের সময় দুলালের জন্য দুটি শিঙাড়া নিয়ে আসে আর গল্প করে। এভাবে গল্প করতে করতে একদিন তারা রমনাপার্কে ঘুড়ি ওড়াতে যাওয়ার পরিকল্পনা করে। আমি আর কিছু বলব না। বাকি কাহিনি জানতে হলে দারুণ এ গল্পটি পড়তে হবে।
আরেকটি গল্পের নাম ‘সোনার হাঁস’। গল্পটি এক কাঠুরেকে নিয়ে। তার ছিল এক বউ ও তিন ছেলে। ছোট ছেলে একটু বোকা কিন্তু ভালো। কাঠুরের একদিন অসুখ হলে সে তার বড় ছেলেকে কাঠ কাটতে পাঠাল। খাওয়ার জন্য সঙ্গে দিল রুটি আর দুধ। পথে তার সঙ্গে এক লোকের দেখা হলো। লোকটা বলল, আমাকে কিছু খেতে দেবে? সে দিল না। সে যখন কাঠ কাটা শুরু করল, তখন তার হাত কেটে গেল। পরদিন মেজো ছেলে গেল। তার সঙ্গেও একই লোকের দেখা হলো। খাবার সঙ্গে থাকলেও সে দিতে অস্বীকৃতি জানাল। এরপর কাঠ কাটার সময় তার পা কেটে গেল। পরদিন ছোট ছেলে গেল কাঠ কাটতে। তার সঙ্গে ছিল পোড়া রুটি ও জল। তার কাছেও লোকটা খাবার চাইল, সে দিয়ে দিল। লোকটা খেয়ে বলল, তুমি প্রথম যে গাছটা কাটবে, সেখানে একটা ভালো জিনিস পাবে। কথা অনুযায়ী, সে একটা সোনার হাঁস পেল।
তারপর? আবার বলছি, আমি আর বলতে পারব না। তুমি পড়ে নাও। পড়লেই জানতে পারবে। আর এতগুলো গল্প তো একবারে বলা যায় না। বইটি সম্পাদনা করেছেন আরিফ নজরুল ও শেখ সাদী। দাম ৩০০ টাকা।
বিন্নি ধানের খই একটি চমৎকার বই। এ বইটি সম্পর্কে কি তোমরা জানো? এতে সুন্দর সুন্দর কয়েকটি গল্প আছে। প্রথম গল্পের নাম ‘রাসেলের বন্ধুদের অপেক্ষা’।
রাসেলের খুব ভালো বন্ধু দুলাল। সে স্কুলের বাইরে বাদাম বিক্রি করে। রাসেল প্রতিদিন টিফিনের সময় দুলালের জন্য দুটি শিঙাড়া নিয়ে আসে আর গল্প করে। এভাবে গল্প করতে করতে একদিন তারা রমনাপার্কে ঘুড়ি ওড়াতে যাওয়ার পরিকল্পনা করে। আমি আর কিছু বলব না। বাকি কাহিনি জানতে হলে দারুণ এ গল্পটি পড়তে হবে।
আরেকটি গল্পের নাম ‘সোনার হাঁস’। গল্পটি এক কাঠুরেকে নিয়ে। তার ছিল এক বউ ও তিন ছেলে। ছোট ছেলে একটু বোকা কিন্তু ভালো। কাঠুরের একদিন অসুখ হলে সে তার বড় ছেলেকে কাঠ কাটতে পাঠাল। খাওয়ার জন্য সঙ্গে দিল রুটি আর দুধ। পথে তার সঙ্গে এক লোকের দেখা হলো। লোকটা বলল, আমাকে কিছু খেতে দেবে? সে দিল না। সে যখন কাঠ কাটা শুরু করল, তখন তার হাত কেটে গেল। পরদিন মেজো ছেলে গেল। তার সঙ্গেও একই লোকের দেখা হলো। খাবার সঙ্গে থাকলেও সে দিতে অস্বীকৃতি জানাল। এরপর কাঠ কাটার সময় তার পা কেটে গেল। পরদিন ছোট ছেলে গেল কাঠ কাটতে। তার সঙ্গে ছিল পোড়া রুটি ও জল। তার কাছেও লোকটা খাবার চাইল, সে দিয়ে দিল। লোকটা খেয়ে বলল, তুমি প্রথম যে গাছটা কাটবে, সেখানে একটা ভালো জিনিস পাবে। কথা অনুযায়ী, সে একটা সোনার হাঁস পেল।
তারপর? আবার বলছি, আমি আর বলতে পারব না। তুমি পড়ে নাও। পড়লেই জানতে পারবে। আর এতগুলো গল্প তো একবারে বলা যায় না। বইটি সম্পাদনা করেছেন আরিফ নজরুল ও শেখ সাদী। দাম ৩০০ টাকা।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে