সানজিদা সামরিন, ঢাকা
সম্প্রতি বলিউডের যেসব তারকার জীবনযাপন নিয়ে চর্চা হচ্ছে, তাঁদের মধ্যে ক্যাটরিনা কাইফ রয়েছেন প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা তাঁর স্বচ্ছ, মসৃণ ত্বকের রহস্য জানতে উদ্গ্রীব।
সম্প্রতি ভোগ ম্যাগাজিনের বরাতে জানা গেল এই তারকা রূপ রুটিনে যে প্যাক ব্যবহার করেন তা নিতান্তই ঘরোয়া। ওটমিল ও মধুর মিশ্রণে তৈরি এ প্যাক সপ্তাহে একদিন ত্বকে মাখেন তিনি।
ক্যাটরিনা জানান, ঘরোয়া রূপচর্চাতেই তিনি ভরসা পান বেশি। কড়া রোদে শুটিংয়ের পর ত্বক ঠান্ডা রাখতে ও ত্বককে আরাম দিতে তিনি ওটমিল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন। ব্যথানাশক এই প্যাক তাঁর ত্বক কোমল রাখতেও সহায়তা করে।
ক্যাটরিনা যে উপায়ে ওটমিলের প্যাক তৈরি করেন তা মূলত শুষ্ক ত্বকে ব্যবহারের উপযোগী। এক টেবিল চামচ ওটমিল গুঁড়ের সঙ্গে এক টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নেন তিনি। মুখ পরিষ্কার করে এই প্যাক লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন। ফেসপ্যাকের মধ্যকার এই উপাদানগুলো ত্বক আর্দ্র রাখে ও ত্বকের মরা কোষ ঝরাতে সাহায্য করে।
সূত্র: ভোগ ম্যাগাজিন
সম্প্রতি বলিউডের যেসব তারকার জীবনযাপন নিয়ে চর্চা হচ্ছে, তাঁদের মধ্যে ক্যাটরিনা কাইফ রয়েছেন প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা তাঁর স্বচ্ছ, মসৃণ ত্বকের রহস্য জানতে উদ্গ্রীব।
সম্প্রতি ভোগ ম্যাগাজিনের বরাতে জানা গেল এই তারকা রূপ রুটিনে যে প্যাক ব্যবহার করেন তা নিতান্তই ঘরোয়া। ওটমিল ও মধুর মিশ্রণে তৈরি এ প্যাক সপ্তাহে একদিন ত্বকে মাখেন তিনি।
ক্যাটরিনা জানান, ঘরোয়া রূপচর্চাতেই তিনি ভরসা পান বেশি। কড়া রোদে শুটিংয়ের পর ত্বক ঠান্ডা রাখতে ও ত্বককে আরাম দিতে তিনি ওটমিল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন। ব্যথানাশক এই প্যাক তাঁর ত্বক কোমল রাখতেও সহায়তা করে।
ক্যাটরিনা যে উপায়ে ওটমিলের প্যাক তৈরি করেন তা মূলত শুষ্ক ত্বকে ব্যবহারের উপযোগী। এক টেবিল চামচ ওটমিল গুঁড়ের সঙ্গে এক টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নেন তিনি। মুখ পরিষ্কার করে এই প্যাক লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন। ফেসপ্যাকের মধ্যকার এই উপাদানগুলো ত্বক আর্দ্র রাখে ও ত্বকের মরা কোষ ঝরাতে সাহায্য করে।
সূত্র: ভোগ ম্যাগাজিন
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে