শারমিন কচি
যাঁরা নিয়মিত সাজেন, তাঁদের জন্য ঈদের দিনের সাজগোজ করা কোনো সমস্যা নয়। কিন্তু যাঁদের সাজার অভ্যাস নেই, তাঁদের একটু চিন্তা আছে বৈকি। যত ব্যস্তই থাকুন না কেন দিনশেষে নিজেকে সাজাতে কার না ভালো লাগে! ঘরে বসে ঈদের সাজের যে বিষয়গুলো মাথায় রাখবেন–
মেকআপ হবে ঘামমুক্ত
গরমে হালকা সাজলেও অতিরিক্ত ঘামের কারণে পুরো মেকআপ নষ্ট হওয়ার একটা আশঙ্খা থেকে যায়। এ জন্য সাজ হওয়া চাই সুয়েটিংপ্রুফ বা ঘামমুক্ত।
প্রথমেই ভালো মানের
ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর মুখে এক টুকরো বরফ সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করুন। বরফ ব্যবহারের ফলে ত্বক ঠান্ডা হবে এবং অতিরিক্ত ঘাম হবে না। ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন পুরো মুখে। এতে ত্বক আর্দ্র থাকবে।
সানস্ক্রিন ব্যবহার করুন
এসপিএফ ৩০-৫০–এর মধ্যে যেকোনো ভালো মানের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে পারেন।
ব্যবহার করুন প্রাইমার
প্রাইমার ব্যবহারের ফলে মেকআপের বেইজটা ভালোভাবে বসে। ত্বক তৈলাক্ত হলে ম্যাট প্রাইমার ব্যবহার
করতে হবে।
ত্বকের শেড অনুযায়ী ফাউন্ডেশন ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রে ত্বকের রঙের চেয়ে এক শেড উজ্জ্বল রং বেছে নিন। অতিরিক্ত সাদা বা গাঢ় রঙের ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। ভারী ক্রিমযুক্ত ফাউন্ডেশন ব্যবহার করবেন না। একটি ভেজা বিউটি স্পঞ্জের সাহায্যে পাতলা ফুল কাভারেজ ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন । এরপর মুখে, নাকে ও ডাবল চিনে কন্টোরিং করে নিতে পারেন। এরপর গালে ব্লাশ ব্যবহার করুন।
এ ক্ষেত্রে হালকা রঙের ব্লাশঅন ব্যবহার করতে পারেন। চিক বোনে হাইলাইটার ব্যবহার করুন। নাকে ও ঠোঁটের ওপরেও হালকা হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না।
চোখের সাজ
আইব্রো পমেড দিয়ে ভ্রু এঁকে নিন। তারপর আইশ্যাডো ব্যবহার করুন। আইশ্যাডো ব্রাশ ভিজিয়ে নিয়ে ব্যবহার করুন। এতে আইশ্যাডো দীর্ঘস্থায়ী হবে। ঘামলেও নষ্ট হবে না
চোখের সাজ।
লিপস্টিক
গরমে অবশ্যই ম্যাট ফিনিশিং দেয় এমন লিপস্টিক ব্যবহার করবেন। এ ক্ষেত্রে একটু হালকা বা ন্যুড রং বেছে নিতে পারেন। এতে মেকআপ লুকে স্নিগ্ধ ও ফ্রেশ ভাব আসবে। রাতের মেকআপের ক্ষেত্রে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে লুক পুরো পাল্টে যাবে আর সৌন্দর্যও বাড়বে অনেক।
চুলের সাজ
যেহেতু গরম তাই চুলের সাজও হবে হালকা। দিনের বেলায় চুল বেঁধে রাখাই ভালো। এ ক্ষেত্রে শাড়ি পরলে চুল খোঁপা করতে পারেন। রাতে স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করে নিতে পারেন। আবার চাইলে চুলটা হালকা কার্ল করে নিতে পারেন।
পোশাক
ঋতুর কথা মাথায় রেখে পোশাক নির্বাচন করুন। এ সময় জর্জেটের কাপড় কিংবা শরীরে অ্যালার্জি হয় এমন পোশাক ব্যবহার না করাই ভালো। শাড়ি কিংবা সালোয়ার–কামিজ যে পোশাকই পরুন না কেন, আরামের কথা বিবেচনা করে নির্বাচন করুন।
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ
যাঁরা নিয়মিত সাজেন, তাঁদের জন্য ঈদের দিনের সাজগোজ করা কোনো সমস্যা নয়। কিন্তু যাঁদের সাজার অভ্যাস নেই, তাঁদের একটু চিন্তা আছে বৈকি। যত ব্যস্তই থাকুন না কেন দিনশেষে নিজেকে সাজাতে কার না ভালো লাগে! ঘরে বসে ঈদের সাজের যে বিষয়গুলো মাথায় রাখবেন–
মেকআপ হবে ঘামমুক্ত
গরমে হালকা সাজলেও অতিরিক্ত ঘামের কারণে পুরো মেকআপ নষ্ট হওয়ার একটা আশঙ্খা থেকে যায়। এ জন্য সাজ হওয়া চাই সুয়েটিংপ্রুফ বা ঘামমুক্ত।
প্রথমেই ভালো মানের
ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর মুখে এক টুকরো বরফ সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করুন। বরফ ব্যবহারের ফলে ত্বক ঠান্ডা হবে এবং অতিরিক্ত ঘাম হবে না। ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন পুরো মুখে। এতে ত্বক আর্দ্র থাকবে।
সানস্ক্রিন ব্যবহার করুন
এসপিএফ ৩০-৫০–এর মধ্যে যেকোনো ভালো মানের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে পারেন।
ব্যবহার করুন প্রাইমার
প্রাইমার ব্যবহারের ফলে মেকআপের বেইজটা ভালোভাবে বসে। ত্বক তৈলাক্ত হলে ম্যাট প্রাইমার ব্যবহার
করতে হবে।
ত্বকের শেড অনুযায়ী ফাউন্ডেশন ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রে ত্বকের রঙের চেয়ে এক শেড উজ্জ্বল রং বেছে নিন। অতিরিক্ত সাদা বা গাঢ় রঙের ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। ভারী ক্রিমযুক্ত ফাউন্ডেশন ব্যবহার করবেন না। একটি ভেজা বিউটি স্পঞ্জের সাহায্যে পাতলা ফুল কাভারেজ ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন । এরপর মুখে, নাকে ও ডাবল চিনে কন্টোরিং করে নিতে পারেন। এরপর গালে ব্লাশ ব্যবহার করুন।
এ ক্ষেত্রে হালকা রঙের ব্লাশঅন ব্যবহার করতে পারেন। চিক বোনে হাইলাইটার ব্যবহার করুন। নাকে ও ঠোঁটের ওপরেও হালকা হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না।
চোখের সাজ
আইব্রো পমেড দিয়ে ভ্রু এঁকে নিন। তারপর আইশ্যাডো ব্যবহার করুন। আইশ্যাডো ব্রাশ ভিজিয়ে নিয়ে ব্যবহার করুন। এতে আইশ্যাডো দীর্ঘস্থায়ী হবে। ঘামলেও নষ্ট হবে না
চোখের সাজ।
লিপস্টিক
গরমে অবশ্যই ম্যাট ফিনিশিং দেয় এমন লিপস্টিক ব্যবহার করবেন। এ ক্ষেত্রে একটু হালকা বা ন্যুড রং বেছে নিতে পারেন। এতে মেকআপ লুকে স্নিগ্ধ ও ফ্রেশ ভাব আসবে। রাতের মেকআপের ক্ষেত্রে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে লুক পুরো পাল্টে যাবে আর সৌন্দর্যও বাড়বে অনেক।
চুলের সাজ
যেহেতু গরম তাই চুলের সাজও হবে হালকা। দিনের বেলায় চুল বেঁধে রাখাই ভালো। এ ক্ষেত্রে শাড়ি পরলে চুল খোঁপা করতে পারেন। রাতে স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করে নিতে পারেন। আবার চাইলে চুলটা হালকা কার্ল করে নিতে পারেন।
পোশাক
ঋতুর কথা মাথায় রেখে পোশাক নির্বাচন করুন। এ সময় জর্জেটের কাপড় কিংবা শরীরে অ্যালার্জি হয় এমন পোশাক ব্যবহার না করাই ভালো। শাড়ি কিংবা সালোয়ার–কামিজ যে পোশাকই পরুন না কেন, আরামের কথা বিবেচনা করে নির্বাচন করুন।
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে