জীবনধারা ডেস্ক
সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন ‘আম্বানি ঝড়’। ফেসবুক রিলে একের পর এক ভেসে আসছেন মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। আসছে সালমান, শাহরুখ ও আমির খানের একসঙ্গে নাচের ছবি, সংবাদ ও ভিডিও। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে শুধু খানেরাই আসেননি, এসেছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো মানুষও। ছিলেন পৃথিবীর আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আর ছিলেন প্যান ইন্ডিয়ান মুভি তারকারা। তাঁদের পোশাকের ঝলকানি নিয়ে এই আয়োজন।
নিজেকে আইকনিক নারী হিসেবে বরাবরই প্রমাণ করেছেন বেবো। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি। তিন দিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন তিনি হাজির হয়েছিলেন বাদামি রঙের শিমারি সিকুইন করা শাড়ি পরে। শাড়ির নকশা করেছিলেন মনিষ মলহোত্রা। কপালের মাঝখানে সিঁথি কেটে টানটান করে বাঁধা খোঁপা ও মিনিমাল মেকআপেই দ্য়ুতি ছড়াচ্ছিলেন তিনি।
রানি মুখার্জি হাজির হয়েছিলেন একরঙা লাল সিল্কের শাড়িতে। সঙ্গে ছিল একই রঙের একই কাপড়ের লো কাট ব্লাউজ। ব্লো ডাই করা খোলা চুল ও গলায় সবুজ পাথরের নেকলেসে জ্বলজ্বল করছিল তাঁর স্নিগ্ধ রূপ।
হবু বাবা-মা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং পরেছিলেন একে অন্য়ের বিপরীত রং। দীপিকার পরনে ছিল বেইজরঙা লেহেঙ্গা। আর রণবীর পরেছিলেন কালো রঙের এথনিক পোশাক।
রণলিয়াও হাজির হয়েছিলেন কনট্রাস্ট লুকে। বেইজ ও সোনালিরঙা লেহেঙ্গায় আলিয়া ও নেভি ব্লু এথনিক লুকে ধরা দিয়েছিলেন রণবীর।
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল জাহ্নবী কাপুর ও শিকর পাহাড়িয়া প্রেম করে বেড়াচ্ছেন। অনন্ত আম্বানির এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তাঁরা। সঙ্গে ছিলেন ভাই অর্জুন কাপুর। জাহ্নবীর পরনে ছিল বেগুনিরঙা ভারতীয় পোশাক। সাদামাটা মেকআপ ও হেয়ারাস্টাইলে বরাবরের মতোই নজর কেড়েছিলেন তিনি।
সোনম কাপুর মানেই ডিজাইনার ড্রেস। বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন তারকা তিনি। কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। এই বিয়েতে তাঁর সর্বশেষ লুকটি ছিল মনে রাখার মতো। পেস্তা সবুজ ও রানি গোলাপি রঙের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে হাজির হয়েছিলেন তিনি। জমকালো পোশাক, এথনিক জুয়েলারি ও বেণীঘেরা হেয়ারস্টাইলে অনবদ্য ছিল তাঁর রূপ।
প্রি ওয়েডিং ফেস্টিভ্যালের তৃতীয় দিন শাহরুখকন্যা সুহানা পরেছিলেন বেইজরঙা অর্নামেন্টেড শাড়ি। অফ শোল্ডার ব্লাউজ আর মিনিমাল মেকআপে উঠতি এই নায়িকা জানান দিচ্ছিলেন, তিনি আর সেই ছোট্টটি নেই! সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া ও ফিল্মফেয়ার
সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন ‘আম্বানি ঝড়’। ফেসবুক রিলে একের পর এক ভেসে আসছেন মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। আসছে সালমান, শাহরুখ ও আমির খানের একসঙ্গে নাচের ছবি, সংবাদ ও ভিডিও। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে শুধু খানেরাই আসেননি, এসেছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো মানুষও। ছিলেন পৃথিবীর আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আর ছিলেন প্যান ইন্ডিয়ান মুভি তারকারা। তাঁদের পোশাকের ঝলকানি নিয়ে এই আয়োজন।
নিজেকে আইকনিক নারী হিসেবে বরাবরই প্রমাণ করেছেন বেবো। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি। তিন দিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন তিনি হাজির হয়েছিলেন বাদামি রঙের শিমারি সিকুইন করা শাড়ি পরে। শাড়ির নকশা করেছিলেন মনিষ মলহোত্রা। কপালের মাঝখানে সিঁথি কেটে টানটান করে বাঁধা খোঁপা ও মিনিমাল মেকআপেই দ্য়ুতি ছড়াচ্ছিলেন তিনি।
রানি মুখার্জি হাজির হয়েছিলেন একরঙা লাল সিল্কের শাড়িতে। সঙ্গে ছিল একই রঙের একই কাপড়ের লো কাট ব্লাউজ। ব্লো ডাই করা খোলা চুল ও গলায় সবুজ পাথরের নেকলেসে জ্বলজ্বল করছিল তাঁর স্নিগ্ধ রূপ।
হবু বাবা-মা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং পরেছিলেন একে অন্য়ের বিপরীত রং। দীপিকার পরনে ছিল বেইজরঙা লেহেঙ্গা। আর রণবীর পরেছিলেন কালো রঙের এথনিক পোশাক।
রণলিয়াও হাজির হয়েছিলেন কনট্রাস্ট লুকে। বেইজ ও সোনালিরঙা লেহেঙ্গায় আলিয়া ও নেভি ব্লু এথনিক লুকে ধরা দিয়েছিলেন রণবীর।
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল জাহ্নবী কাপুর ও শিকর পাহাড়িয়া প্রেম করে বেড়াচ্ছেন। অনন্ত আম্বানির এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তাঁরা। সঙ্গে ছিলেন ভাই অর্জুন কাপুর। জাহ্নবীর পরনে ছিল বেগুনিরঙা ভারতীয় পোশাক। সাদামাটা মেকআপ ও হেয়ারাস্টাইলে বরাবরের মতোই নজর কেড়েছিলেন তিনি।
সোনম কাপুর মানেই ডিজাইনার ড্রেস। বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন তারকা তিনি। কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। এই বিয়েতে তাঁর সর্বশেষ লুকটি ছিল মনে রাখার মতো। পেস্তা সবুজ ও রানি গোলাপি রঙের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে হাজির হয়েছিলেন তিনি। জমকালো পোশাক, এথনিক জুয়েলারি ও বেণীঘেরা হেয়ারস্টাইলে অনবদ্য ছিল তাঁর রূপ।
প্রি ওয়েডিং ফেস্টিভ্যালের তৃতীয় দিন শাহরুখকন্যা সুহানা পরেছিলেন বেইজরঙা অর্নামেন্টেড শাড়ি। অফ শোল্ডার ব্লাউজ আর মিনিমাল মেকআপে উঠতি এই নায়িকা জানান দিচ্ছিলেন, তিনি আর সেই ছোট্টটি নেই! সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া ও ফিল্মফেয়ার
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে