জীবনধারা ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমন্ত্রিত হয়েছেন ফারনাজ আলম। তিনি একাধারে আন্তর্জাতিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার, সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উইমেন্স ওয়ার্ল্ডের পরিচালক। ২২ মে ফারনাজ আলম তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা ফ্লোরাল একটি গাউন পরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছেন তিনি।
ফারনাজ আলম তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে লিখেছেন, ‘স্বপ্ন যেন সত্য়ি হলো। আমি একটু হলেও জানতাম, উইমেন্স ওয়ার্ল্ড ও কণা কসমেটিকসের উদ্য়োগ লাল গালিচায় পা রাখতে আমার পথ তৈরি করে দেবে। এত দিনের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও তীব্র ইচ্ছে আজ আমাকে এই প্রতিদান দিয়েছে। ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি। এই মুহূর্তের কথা কখনোই ভুলব না। আমার মতো নারী উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশি হিসেবে ও বাংলাদেশের জন্য আমি গর্ববোধ করছি।’
বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসবের সপ্তম দিনে তিনি পরেন ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘আমেলিয়া ক্যাসাব্লাঙ্কা’র গাউন। পায়ে গলিয়েছেন স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ‘মানোলো ব্লানিকে’র জুতা। কানে পরেছেন ফরাসি ব্র্যান্ড কার্তিয়েরের দুল। মেকআপ করেছেন তাঁর সিগনেচার কণা কসমেটিকস দিয়েই।
২০২২ সালের ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব ‘মিডল ইস্ট ফ্যাশন উইক’-এ বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন ফারনাজ আলম। সে বছরের মার্চে অনুষ্ঠিত মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রথম আসর অটাম-উইন্টার কালেকশনেও অংশ নিয়েছিলেন তিনি।
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম
কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমন্ত্রিত হয়েছেন ফারনাজ আলম। তিনি একাধারে আন্তর্জাতিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার, সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উইমেন্স ওয়ার্ল্ডের পরিচালক। ২২ মে ফারনাজ আলম তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা ফ্লোরাল একটি গাউন পরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছেন তিনি।
ফারনাজ আলম তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে লিখেছেন, ‘স্বপ্ন যেন সত্য়ি হলো। আমি একটু হলেও জানতাম, উইমেন্স ওয়ার্ল্ড ও কণা কসমেটিকসের উদ্য়োগ লাল গালিচায় পা রাখতে আমার পথ তৈরি করে দেবে। এত দিনের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও তীব্র ইচ্ছে আজ আমাকে এই প্রতিদান দিয়েছে। ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি। এই মুহূর্তের কথা কখনোই ভুলব না। আমার মতো নারী উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশি হিসেবে ও বাংলাদেশের জন্য আমি গর্ববোধ করছি।’
বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসবের সপ্তম দিনে তিনি পরেন ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘আমেলিয়া ক্যাসাব্লাঙ্কা’র গাউন। পায়ে গলিয়েছেন স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ‘মানোলো ব্লানিকে’র জুতা। কানে পরেছেন ফরাসি ব্র্যান্ড কার্তিয়েরের দুল। মেকআপ করেছেন তাঁর সিগনেচার কণা কসমেটিকস দিয়েই।
২০২২ সালের ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব ‘মিডল ইস্ট ফ্যাশন উইক’-এ বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন ফারনাজ আলম। সে বছরের মার্চে অনুষ্ঠিত মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রথম আসর অটাম-উইন্টার কালেকশনেও অংশ নিয়েছিলেন তিনি।
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে