এ সপ্তাহের রাশিফল

কাজী সারওয়ার হোসেন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ২০

মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)
এ সপ্তাহে সহজেই আপনার পাওনা আদায় হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

বৃষ(২১ এপ্রিল-২১ মে)
শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। এ সপ্তাহে লটারি কিংবা ওই জাতীয় কোনো কিছু থেকে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

মিথুন(২২ মে-২১ জুন)
কর্মস্থলে আপনার সাফল্যে অন্য কেউ ভাগ বসানোর চেষ্টা করতে পারে। এ বিষয়ে সতর্ক থাকুন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লা ভারী করতে সক্ষম হবেন। চাকরিপ্রত্যাশীদের কেউ কেউ ভালো চাকরি পেতে পারেন। হঠাৎ করেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

কর্কট(২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়ে থাকলে এখন তা মিটমাট করে নেওয়ার সময় এসেছে। চাকরির জন্য বিদেশ থেকে ইতিবাচক সাড়া পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। লেখকদের প্রতিভার বিচ্ছুরণ ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।

সিংহ(২৩ জুলাই-২৩ আগস্ট)
নতুন ব্যবসায়ে হাত দিতে চাইলে এ সপ্তাহেই শুরু করুন। চাকরিতে কারও কারও পদোন্নতির বিষয়টি নিষ্পত্তি হতে পারে। আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে তৃতীয় কারও আবির্ভাব ঘটলেও সাফল্যের পালক আপনার টুপিতেই শোভা পাবে। রাজনীতিতে গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।

কন্যা(২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন। শিল্পোদ্যোক্তাদের সহজেই ব্যাংকঋণ পাওয়ার সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। এ সপ্তাহে মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ঝোড়ো হাওয়া এখন কারও কারও মনকে নাড়া দিতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

তুলা(২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে সাফল্যের দেখা পাবেন। চাকরিপ্রত্যাশীদের অনেকেরই ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পরিবারে বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। হতাশ হওয়ার কিছু নেই, এ সপ্তাহ প্রেমের নতুন ফুল ফুটতে চলেছে আপনার জীবনে। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর আসতে চলেছে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতিতে আপনার জনপ্রিয়তা দেখে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।

ধনু(২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার সার্বিক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য এখন সুসময়। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য এখন সুসময়। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার স্বস্তি ফিরবে। বিদেশে পাড়ি জমানোর প্রচেষ্টা সফল হতে পারে। রাজনৈতিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। আপনার মনের বাগানে প্রেমের ফুল ফুটতে চলেছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

কুম্ভ(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষার্থীদের বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লা ভারী করতে সক্ষম হবেন। জমি কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে আগ্রহী হলে এ সপ্তাহেই উদ্যোগ নিতে পারেন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের মধ্য দিয়ে বিশেষ সুবিধা অর্জনের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার ভুল-বোঝাবুঝির অবসান হবে।

­­­­মীন(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। উপার্জন বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও ঝুঁকিপূর্ণ  বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। শিগগির আপনার মনের বাগানে প্রেমের ফুল ফুটতে চলেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত