শারমিন কচি
প্রশ্ন: লিপস্টিক ব্যবহারের বেশ কিছুক্ষণ পরই ঠোঁট খুব শুষ্ক দেখায়। কী করব?
মেরি ডি কস্তা, নাটোর
যাঁদের ঠোঁট শুষ্ক, তাঁরা লিপস্টিক লাগানোর আগে লিপবাম বা লিপক্রিম লাগিয়ে একটু অপেক্ষা করে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁট কোমল ও মসৃণ দেখাবে। মোটা ঠোঁটের ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁটের বাইরের কিছুটা অংশ এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগালে সুন্দরভাবে বসবে এবং ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। আবার ঠোঁট যাঁদের পাতলা, তাঁরা যদি ঠোঁটের কিনার ঘেঁষে লিপস্টিক পরেন, তাহলে ভালো লাগবে।
প্রশ্ন: ত্বকের পানিশূন্যতা রোধে কী করণীয়?
আফরোজা পারভীন, ফরিদপুর
পানিশূন্য ত্বকে নিয়মিত কাঠবাদামের বাটা, ঠান্ডা দুধ ও গোলাপজল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এটি শুষ্ক ও পানিশূন্য ত্বকের জন্য খুবই উপকারী। পানিশূন্যতায় অনেকের ঠোঁট ফাটে। তাঁরা রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভালো করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগাবেন।
প্রশ্ন: গরমে ঘাম হলে ত্বকের যত্ন কীভাবে নেব? সহজ কোনো টোটকা আছে, যা ত্বক পরিষ্কার রাখবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
এক চা-চামচ গ্রিন টি গুঁড়া নিয়ে তার সঙ্গে এক চা-চামচ টক দই মিশিয়ে পুরো মুখে ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। টক দই না থাকলে দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে আপেল সিডার ভিনেগার ২ থেকে ৩ ফোঁটা অথবা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: লিপস্টিক ব্যবহারের বেশ কিছুক্ষণ পরই ঠোঁট খুব শুষ্ক দেখায়। কী করব?
মেরি ডি কস্তা, নাটোর
যাঁদের ঠোঁট শুষ্ক, তাঁরা লিপস্টিক লাগানোর আগে লিপবাম বা লিপক্রিম লাগিয়ে একটু অপেক্ষা করে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁট কোমল ও মসৃণ দেখাবে। মোটা ঠোঁটের ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁটের বাইরের কিছুটা অংশ এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগালে সুন্দরভাবে বসবে এবং ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। আবার ঠোঁট যাঁদের পাতলা, তাঁরা যদি ঠোঁটের কিনার ঘেঁষে লিপস্টিক পরেন, তাহলে ভালো লাগবে।
প্রশ্ন: ত্বকের পানিশূন্যতা রোধে কী করণীয়?
আফরোজা পারভীন, ফরিদপুর
পানিশূন্য ত্বকে নিয়মিত কাঠবাদামের বাটা, ঠান্ডা দুধ ও গোলাপজল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এটি শুষ্ক ও পানিশূন্য ত্বকের জন্য খুবই উপকারী। পানিশূন্যতায় অনেকের ঠোঁট ফাটে। তাঁরা রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভালো করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগাবেন।
প্রশ্ন: গরমে ঘাম হলে ত্বকের যত্ন কীভাবে নেব? সহজ কোনো টোটকা আছে, যা ত্বক পরিষ্কার রাখবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
এক চা-চামচ গ্রিন টি গুঁড়া নিয়ে তার সঙ্গে এক চা-চামচ টক দই মিশিয়ে পুরো মুখে ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। টক দই না থাকলে দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে আপেল সিডার ভিনেগার ২ থেকে ৩ ফোঁটা অথবা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে