বিভাবরী রায়, ঢাকা
বছরের অন্য দিনের তুলনায় উৎসবের দিনগুলো একেবারেই আলাদা। উৎসবের এ কটি দিনে রোজকার ধরাবাঁধা নিয়ম থেকে খানিকটা রেহাই মেলে। দেখা হয়, কথা হয় আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে। গল্প, আড্ডা, ঘুরে বেড়ানো, জম্পেশ খাওয়া-দাওয়া আর সাজগোজ—সবটাই চলে দারুণভাবে। আর শহুরে জীবনে উৎসব মানে যেন আনন্দের ফুরসত।
উৎসবের শপিংটা হয় খুব বুঝে-শুনে। আজকাল নারীদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু নিজেদের সাজ-পোশাক নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। উৎসবের দিনগুলোয় যাতে দেখতে ভালো লাগে আর ছবিতে অনন্য দেখায়, সেদিকে নজর রয়েছে তাঁদেরও। সামনেই শারদীয় দুর্গাপূজা। পূজায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরুষের সাজ-পোশাক কেমন হতে পারে, তা নিয়েই এবারের আয়োজন।
সপ্তমীতে স্বতঃস্ফূর্ত: সপ্তমীর সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সমাগমে একটু হালকা-পাতলা পোশাকই পরা ভালো। এলাকাভিত্তিক মণ্ডপগুলো এক চক্কর দেওয়ার জন্য প্যান্টের ওপর ডিজিটাল প্রিন্টের মাল্টিকালার হাফশার্ট পরেই রওনা দিতে পারেন। একটু সাহস করে সন্ধ্য়ায় চোখে পরে নিতে পারেন স্টাইলিশ সানগ্লাসও!
অষ্টমীর শুভ্রসাজে: অষ্টমীতে লাল-সাদা বা ঘিয়ে-লাল রঙের কম্বিনেশনে সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরতে পারেন। ধুতির সঙ্গে চটি জুতা বা নাগরা বেশ মানিয়ে যাবে। এদিন বিকেলে একটু রংচঙা পোশাক পরলেও মন্দ হয় না। একটু এক্সপেরিমেন্টাল বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও দিব্য়ি মানিয়ে যাবে। ডেনিমের সঙ্গে আঙ্গারাখা কাটিংয়ের পাঞ্জাবি পরে আড্ডার মধ্য়মণি হয়ে উঠতে পারেন।
নবমীতে এথনিক লুক: ডেনিমের ওপর গরদের পাঞ্জাবি ও ডিজিটাল প্রিন্টের রঙিন কোনো কোট চাপিয়ে প্যান্ডেল ঘুরে দেখতে পারেন। একরঙা যেকোনো পাঞ্জাবির ওপরও এ ধরনের কোট বা কটি বেশ ভালো লাগে। সে ক্ষেত্রে কটির নকশা যেন একটু জাঁকজমক হয়, সেদিকে নজর দেওয়া চাই।
দশমীতে সিঁদুররঙা: দশমীর দিন যেহেতু সিঁদুর খেলার আয়োজন থাকে, তাই পোশাকে লাল রংটা একটু প্রাধান্য দিতে পারেন। লাল রঙের ধুতির ওপর ফোক ডিজাইনের পাঞ্জাবি পরলে দারুণ লাগবে।
বছরের অন্য দিনের তুলনায় উৎসবের দিনগুলো একেবারেই আলাদা। উৎসবের এ কটি দিনে রোজকার ধরাবাঁধা নিয়ম থেকে খানিকটা রেহাই মেলে। দেখা হয়, কথা হয় আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে। গল্প, আড্ডা, ঘুরে বেড়ানো, জম্পেশ খাওয়া-দাওয়া আর সাজগোজ—সবটাই চলে দারুণভাবে। আর শহুরে জীবনে উৎসব মানে যেন আনন্দের ফুরসত।
উৎসবের শপিংটা হয় খুব বুঝে-শুনে। আজকাল নারীদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু নিজেদের সাজ-পোশাক নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। উৎসবের দিনগুলোয় যাতে দেখতে ভালো লাগে আর ছবিতে অনন্য দেখায়, সেদিকে নজর রয়েছে তাঁদেরও। সামনেই শারদীয় দুর্গাপূজা। পূজায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরুষের সাজ-পোশাক কেমন হতে পারে, তা নিয়েই এবারের আয়োজন।
সপ্তমীতে স্বতঃস্ফূর্ত: সপ্তমীর সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সমাগমে একটু হালকা-পাতলা পোশাকই পরা ভালো। এলাকাভিত্তিক মণ্ডপগুলো এক চক্কর দেওয়ার জন্য প্যান্টের ওপর ডিজিটাল প্রিন্টের মাল্টিকালার হাফশার্ট পরেই রওনা দিতে পারেন। একটু সাহস করে সন্ধ্য়ায় চোখে পরে নিতে পারেন স্টাইলিশ সানগ্লাসও!
অষ্টমীর শুভ্রসাজে: অষ্টমীতে লাল-সাদা বা ঘিয়ে-লাল রঙের কম্বিনেশনে সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরতে পারেন। ধুতির সঙ্গে চটি জুতা বা নাগরা বেশ মানিয়ে যাবে। এদিন বিকেলে একটু রংচঙা পোশাক পরলেও মন্দ হয় না। একটু এক্সপেরিমেন্টাল বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও দিব্য়ি মানিয়ে যাবে। ডেনিমের সঙ্গে আঙ্গারাখা কাটিংয়ের পাঞ্জাবি পরে আড্ডার মধ্য়মণি হয়ে উঠতে পারেন।
নবমীতে এথনিক লুক: ডেনিমের ওপর গরদের পাঞ্জাবি ও ডিজিটাল প্রিন্টের রঙিন কোনো কোট চাপিয়ে প্যান্ডেল ঘুরে দেখতে পারেন। একরঙা যেকোনো পাঞ্জাবির ওপরও এ ধরনের কোট বা কটি বেশ ভালো লাগে। সে ক্ষেত্রে কটির নকশা যেন একটু জাঁকজমক হয়, সেদিকে নজর দেওয়া চাই।
দশমীতে সিঁদুররঙা: দশমীর দিন যেহেতু সিঁদুর খেলার আয়োজন থাকে, তাই পোশাকে লাল রংটা একটু প্রাধান্য দিতে পারেন। লাল রঙের ধুতির ওপর ফোক ডিজাইনের পাঞ্জাবি পরলে দারুণ লাগবে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে