অনলাইন ডেস্ক
দিন হোক বা রাত, রোদ কিংবা বৃষ্টি, কর্তব্যে অবিচল থাকতে হয় ট্রাফিক পুলিশকে। তাঁদের দায়িত্বপালনের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিয়েছে ভারত। সম্প্রতি দেশটির আহমেদাবাদ শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘এসি হেলমেট’র ব্যবহার। এরই মধ্যে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট। এটি যেমন তাদের মাথা ঠান্ডা রাখছে, তেমনি ধুলাবালি থেকেও রক্ষা করছে।
ভারতের ডেক্কান হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, আধুনিক প্রযুক্তিতে তৈরি এসি হেলমেটের ওজন সাধারণ পুলিশ হেলমেটের চেয়ে প্রায় ৫০০ গ্রাম বেশি। চলে ব্যাটারিতে। একবার চার্জ দিলে আট ঘণ্টা পর্যন্ত কাজ করে।
নয়ডাভিত্তিক সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই এসি হেলমেট। তাদের দাবি, ওজন তুলনামূলক বেশি হলেও এসি হেলমেট অনেক বেশি টেকসই।
নির্মাতারা জানিয়েছে, বাইরের বাতাস টেনে পরিশুদ্ধ করে হেলমেটের ভেতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্য কাজ করে একটি মোটর। ট্রাফিক পুলিশ সদস্যদের কোমরের কাছাকাছি লাগানো থাকে এর ব্যাটারি। প্লাস্টিকের তৈরি এই হেলমেট মাথা ঠান্ডা রাখার পাশাপাশি রোদ-বৃষ্টি থেকেও বাঁচাবে।
আহমেদাবাদ সিটি ট্রাফিক পুলিশ জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে এই হেলমেটের ব্যবহার শুরু করেছেন শহরের ট্রাফিক কনস্টেবলরা। পরীক্ষামূলকভাবে আপাতত ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন।
দিব্যরাজ সিং রানা নামে এক ট্রাফিক কনস্টেবল বলেছেন, এসি হেলমেট দারুণ। এটি পরে দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।
দিন হোক বা রাত, রোদ কিংবা বৃষ্টি, কর্তব্যে অবিচল থাকতে হয় ট্রাফিক পুলিশকে। তাঁদের দায়িত্বপালনের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিয়েছে ভারত। সম্প্রতি দেশটির আহমেদাবাদ শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘এসি হেলমেট’র ব্যবহার। এরই মধ্যে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট। এটি যেমন তাদের মাথা ঠান্ডা রাখছে, তেমনি ধুলাবালি থেকেও রক্ষা করছে।
ভারতের ডেক্কান হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, আধুনিক প্রযুক্তিতে তৈরি এসি হেলমেটের ওজন সাধারণ পুলিশ হেলমেটের চেয়ে প্রায় ৫০০ গ্রাম বেশি। চলে ব্যাটারিতে। একবার চার্জ দিলে আট ঘণ্টা পর্যন্ত কাজ করে।
নয়ডাভিত্তিক সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই এসি হেলমেট। তাদের দাবি, ওজন তুলনামূলক বেশি হলেও এসি হেলমেট অনেক বেশি টেকসই।
নির্মাতারা জানিয়েছে, বাইরের বাতাস টেনে পরিশুদ্ধ করে হেলমেটের ভেতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্য কাজ করে একটি মোটর। ট্রাফিক পুলিশ সদস্যদের কোমরের কাছাকাছি লাগানো থাকে এর ব্যাটারি। প্লাস্টিকের তৈরি এই হেলমেট মাথা ঠান্ডা রাখার পাশাপাশি রোদ-বৃষ্টি থেকেও বাঁচাবে।
আহমেদাবাদ সিটি ট্রাফিক পুলিশ জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে এই হেলমেটের ব্যবহার শুরু করেছেন শহরের ট্রাফিক কনস্টেবলরা। পরীক্ষামূলকভাবে আপাতত ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন।
দিব্যরাজ সিং রানা নামে এক ট্রাফিক কনস্টেবল বলেছেন, এসি হেলমেট দারুণ। এটি পরে দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে