দিতি আহমেদ, ঢাকা
ঈদে নতুন রঙিন পোশাক শিশুদের আনন্দ বাড়িয়ে দেয়। সে জন্য ঈদ এলেই ফ্যাশন হাউসগুলো শিশুদের পোশাকের প্রতি বাড়তি যত্ন নিয়ে থাকে। শিশুদের পোশাকে সাধারণত প্রাধান্য পায় উজ্জ্বল রং আর শিশুতোষ নকশা। আবহাওয়ার কথা বিবেচনায় রেখে নির্বাচন করা হয় কাপড়।
এবার ঈদে বৃষ্টি, প্রচণ্ড রোদ কিংবা মেঘলা আকাশের লুকোচুরি খেলা থাকতে পারে। তাই মিশ্র আবহাওয়ার কথা মাথায় রেখে বাসার ছোট সোনামণির জন্য নির্বাচন করতে হবে আরামদায়ক পোশাক। গত বছরের মতো এ বছরের ঈদও ঘরে কাটাতে হবে। তাই শিশুদের পোশাক কেনার সময় কাপড়টা যেন আরামদায়ক হয় সেদিকে প্রথমে লক্ষ রাখতে হবে। তারপর পোশাকের নকশার দিকে নজর দিতে হবে। আবার শিশুদের পছন্দের কথা মাথায় রেখেও পোশাক পছন্দ করা জরুরি।
পোশাক হবে স্বস্তির
বিশ্ব রঙের স্বত্বাধিকারী ও হাউসের ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, বিশ্ব রঙ সব সময় শিশুদের আরামের কথা মাথায় রেখে পোশাক তৈরি করে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। এবার ঈদ আয়োজনে থাকছে কটন, বিসকস, লিনেনের পোশাক। এ ছাড়া আছে কিছু এক্সক্লুসিভ কালেকশন।
যেহেতু শিশুরা এখন নিজেরাই পোশাক পছন্দ করে নেয়; অনেকে আবার বাবা-মায়ের মতো পোশাক চায়। তাই ফ্যাশন হাউসগুলো বাবা-ছেলের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি, পাজামা কিংবা কাবলি সেট এবং মা ও মেয়ের জন্যও একই রকম পোশাকের ব্যবস্থা রাখে। এ ছাড়া পরিবারের সবার জন্য আছে একই রঙের পোশাক। একেবারে নবজাতকদের জন্য পাওয়া যাবে আরামদায়ক নিমা, গেঞ্জি সেট, ছোট শার্ট-প্যান্টের সেট, রম্পার বা ডঙ্গেরি ও সিঙ্গেল টি-শার্ট।
মেয়েশিশুদের পোশাক
ঋতুর কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো মেয়েদের জন্য তৈরি করছে সুতি কাপড়ে ব্লক, লেস, ফিতা ও বিভিন্ন ধরনের টারসেলের কারুকাজ করা পোশাক। এ ছাড়া পালাজো, ওয়ান পিস কুর্তা, ওপেন শোল্ডার কুর্তি ও জেগিন্স রয়েছে ঈদের কালেকশনে। এ ছাড়া সুতি কাপড়ের ঘাগরা, স্কার্ট, ফ্রকেও আছে বৈচিত্র্য। এ সময় বেছে নিতে পারেন হাতাকাটা বা হাফহাতা পোশাক। গরমের জন্য পার্টি ড্রেস এই সময়ে না পরাই ভালো। ছেলেশিশুদের পোশাক এ সময় গোল গলার টি-শার্ট বা পাতলা ব্লকের ফতুয়া বেশ আরামদায়ক। তা ছাড়া পাঞ্জাবি, কাবলি সেট, ফুলপ্যান্ট, থ্রি-কোয়ার্টার প্যান্টও বেশ আরামদায়ক। পাঞ্জাবি হতে পারে হালকা এমব্রয়ডারি ও স্ক্রিন প্রিন্ট, সঙ্গে নরম কাপড়ের পাজামা। একদম ছোট শিশুদের জন্য নিতে পারেন সুতি কাপড়ের সেট। পোলো শার্ট একদিকে যেমন স্টাইলের, অন্যদিকে আরামদায়কও বটে।
কোথায় পাবেন
ঢাকাসহ দেশের বিভিন্ন শপিং মল বা সুপারমার্কেটে শিশুদের পোশাক কিনতে পারবেন। এ ছাড়া প্রায় প্রতিটি বড় শহরে রয়েছে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের শো রুম। সেগুলোতেও পাওয়া যাবে ঈদ কালেকশন। আর পছন্দের পোশাক অর্ডার করা যাবে বড় ফ্যাশন হাউসগুলোর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে। এই হাউসগুলো হোম ডেলিভারির সুবিধা দিয়ে থাকে।
দরদাম
শিশুদের পোশাকের দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে। ব্র্যান্ডভেদে ৫০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকার মধ্যে শিশুদের পোশাক পাওয়া যায়। বিদেশি ব্র্যান্ডের ক্ষেত্রে শিশুদের পোশাকের দাম বাড়তে পারে।
পোশাক নির্বাচনে পরামর্শ
ঈদে নতুন রঙিন পোশাক শিশুদের আনন্দ বাড়িয়ে দেয়। সে জন্য ঈদ এলেই ফ্যাশন হাউসগুলো শিশুদের পোশাকের প্রতি বাড়তি যত্ন নিয়ে থাকে। শিশুদের পোশাকে সাধারণত প্রাধান্য পায় উজ্জ্বল রং আর শিশুতোষ নকশা। আবহাওয়ার কথা বিবেচনায় রেখে নির্বাচন করা হয় কাপড়।
এবার ঈদে বৃষ্টি, প্রচণ্ড রোদ কিংবা মেঘলা আকাশের লুকোচুরি খেলা থাকতে পারে। তাই মিশ্র আবহাওয়ার কথা মাথায় রেখে বাসার ছোট সোনামণির জন্য নির্বাচন করতে হবে আরামদায়ক পোশাক। গত বছরের মতো এ বছরের ঈদও ঘরে কাটাতে হবে। তাই শিশুদের পোশাক কেনার সময় কাপড়টা যেন আরামদায়ক হয় সেদিকে প্রথমে লক্ষ রাখতে হবে। তারপর পোশাকের নকশার দিকে নজর দিতে হবে। আবার শিশুদের পছন্দের কথা মাথায় রেখেও পোশাক পছন্দ করা জরুরি।
পোশাক হবে স্বস্তির
বিশ্ব রঙের স্বত্বাধিকারী ও হাউসের ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, বিশ্ব রঙ সব সময় শিশুদের আরামের কথা মাথায় রেখে পোশাক তৈরি করে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। এবার ঈদ আয়োজনে থাকছে কটন, বিসকস, লিনেনের পোশাক। এ ছাড়া আছে কিছু এক্সক্লুসিভ কালেকশন।
যেহেতু শিশুরা এখন নিজেরাই পোশাক পছন্দ করে নেয়; অনেকে আবার বাবা-মায়ের মতো পোশাক চায়। তাই ফ্যাশন হাউসগুলো বাবা-ছেলের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি, পাজামা কিংবা কাবলি সেট এবং মা ও মেয়ের জন্যও একই রকম পোশাকের ব্যবস্থা রাখে। এ ছাড়া পরিবারের সবার জন্য আছে একই রঙের পোশাক। একেবারে নবজাতকদের জন্য পাওয়া যাবে আরামদায়ক নিমা, গেঞ্জি সেট, ছোট শার্ট-প্যান্টের সেট, রম্পার বা ডঙ্গেরি ও সিঙ্গেল টি-শার্ট।
মেয়েশিশুদের পোশাক
ঋতুর কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো মেয়েদের জন্য তৈরি করছে সুতি কাপড়ে ব্লক, লেস, ফিতা ও বিভিন্ন ধরনের টারসেলের কারুকাজ করা পোশাক। এ ছাড়া পালাজো, ওয়ান পিস কুর্তা, ওপেন শোল্ডার কুর্তি ও জেগিন্স রয়েছে ঈদের কালেকশনে। এ ছাড়া সুতি কাপড়ের ঘাগরা, স্কার্ট, ফ্রকেও আছে বৈচিত্র্য। এ সময় বেছে নিতে পারেন হাতাকাটা বা হাফহাতা পোশাক। গরমের জন্য পার্টি ড্রেস এই সময়ে না পরাই ভালো। ছেলেশিশুদের পোশাক এ সময় গোল গলার টি-শার্ট বা পাতলা ব্লকের ফতুয়া বেশ আরামদায়ক। তা ছাড়া পাঞ্জাবি, কাবলি সেট, ফুলপ্যান্ট, থ্রি-কোয়ার্টার প্যান্টও বেশ আরামদায়ক। পাঞ্জাবি হতে পারে হালকা এমব্রয়ডারি ও স্ক্রিন প্রিন্ট, সঙ্গে নরম কাপড়ের পাজামা। একদম ছোট শিশুদের জন্য নিতে পারেন সুতি কাপড়ের সেট। পোলো শার্ট একদিকে যেমন স্টাইলের, অন্যদিকে আরামদায়কও বটে।
কোথায় পাবেন
ঢাকাসহ দেশের বিভিন্ন শপিং মল বা সুপারমার্কেটে শিশুদের পোশাক কিনতে পারবেন। এ ছাড়া প্রায় প্রতিটি বড় শহরে রয়েছে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের শো রুম। সেগুলোতেও পাওয়া যাবে ঈদ কালেকশন। আর পছন্দের পোশাক অর্ডার করা যাবে বড় ফ্যাশন হাউসগুলোর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে। এই হাউসগুলো হোম ডেলিভারির সুবিধা দিয়ে থাকে।
দরদাম
শিশুদের পোশাকের দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে। ব্র্যান্ডভেদে ৫০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকার মধ্যে শিশুদের পোশাক পাওয়া যায়। বিদেশি ব্র্যান্ডের ক্ষেত্রে শিশুদের পোশাকের দাম বাড়তে পারে।
পোশাক নির্বাচনে পরামর্শ
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে