নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন নতুন নকশা আর বিভিন্ন রঙের পোশাকে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য আর আরামের কথা বিবেচনায় রেখে এসব পোশাক তৈরি করা হয়েছে। পোশাকের পাশাপাশি এবার ঈদে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস উদ্বোধন করল তাদের একটি নতুন আউটলেট। এটি চালু করা হয়েছে যমুনা ফিউচার পার্কে। উদ্বোধনী দিন ঈদের নতুন কালেকশন নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করে কিউরিয়াস।
আউটলেটটির এক ছাদের নিচে একটি পরিবারের বেশ কিছু পণ্যের চাহিদা একবারে মিটে যাবে। এখানে থাকবে নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, লেদারের ব্যাগ ও জুতা। নারীদের পোশাকের মধ্যে হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, কুর্তা, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাঞ্জাবির মধ্যে ওয়াজেদ আলী শাহ কালেকশন থ্রি ও আডামো নামে দুটি বিশেষ কালেকশন রাখা হয়েছে। এ ছাড়া আছে ইসলামিক ও টার্কিশ ডিজাইনের কিছু পাঞ্জাবির কালেকশন। এগুলো কিউরিয়াসের অন্যান্য আউটলেটেও পাওয়া যাবে।
শিশুদের জন্য স্বাচ্ছন্দ্য ও ভিন্ন ডিজাইনের পোশাক রাখা হয়েছে এখানে। ছেলেশিশুদের জন্য শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে নতুন এই আউটলেটে। আর মেয়েশিশুদের জন্য আছে ফ্রক, টপ, স্কার্ট, প্যান্ট। ঘর সাজানোর জিনিসের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের ফটোফ্রেম, মোমবাতি, পেইন্টিং, দেয়ালঘড়ি, সিরামিক ও কাঠের কিছু শোপিস। লেদারের পণ্যের মধ্যে রয়েছে জুতা ও ব্যাগ। এখানে পাওয়া যাবে মেয়েদের জন্য ভ্যানিটি ব্যাগ এবং নারী-পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন এমন ল্যাপটপ ব্যাগ। নারী, পুরুষ ও শিশুদের জন্য আছে বিভিন্ন ডিজাইনের লেদারের জুতার কালেকশন।
ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন নতুন নকশা আর বিভিন্ন রঙের পোশাকে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য আর আরামের কথা বিবেচনায় রেখে এসব পোশাক তৈরি করা হয়েছে। পোশাকের পাশাপাশি এবার ঈদে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস উদ্বোধন করল তাদের একটি নতুন আউটলেট। এটি চালু করা হয়েছে যমুনা ফিউচার পার্কে। উদ্বোধনী দিন ঈদের নতুন কালেকশন নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করে কিউরিয়াস।
আউটলেটটির এক ছাদের নিচে একটি পরিবারের বেশ কিছু পণ্যের চাহিদা একবারে মিটে যাবে। এখানে থাকবে নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, লেদারের ব্যাগ ও জুতা। নারীদের পোশাকের মধ্যে হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, কুর্তা, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাঞ্জাবির মধ্যে ওয়াজেদ আলী শাহ কালেকশন থ্রি ও আডামো নামে দুটি বিশেষ কালেকশন রাখা হয়েছে। এ ছাড়া আছে ইসলামিক ও টার্কিশ ডিজাইনের কিছু পাঞ্জাবির কালেকশন। এগুলো কিউরিয়াসের অন্যান্য আউটলেটেও পাওয়া যাবে।
শিশুদের জন্য স্বাচ্ছন্দ্য ও ভিন্ন ডিজাইনের পোশাক রাখা হয়েছে এখানে। ছেলেশিশুদের জন্য শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে নতুন এই আউটলেটে। আর মেয়েশিশুদের জন্য আছে ফ্রক, টপ, স্কার্ট, প্যান্ট। ঘর সাজানোর জিনিসের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের ফটোফ্রেম, মোমবাতি, পেইন্টিং, দেয়ালঘড়ি, সিরামিক ও কাঠের কিছু শোপিস। লেদারের পণ্যের মধ্যে রয়েছে জুতা ও ব্যাগ। এখানে পাওয়া যাবে মেয়েদের জন্য ভ্যানিটি ব্যাগ এবং নারী-পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন এমন ল্যাপটপ ব্যাগ। নারী, পুরুষ ও শিশুদের জন্য আছে বিভিন্ন ডিজাইনের লেদারের জুতার কালেকশন।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে