ফারিয়া রহমান খান
বাড়িতে যাঁদের অ্যাকুরিয়াম রয়েছে তাঁদের একটু ভেবে তবেই ছুটিতে যেতে হয়। অ্যাকুরিয়ামে থাকা ছোট্ট জীবনগুলোর সঠিক পরিচর্যা ও নিরাপত্তার ব্যবস্থা করে নিশ্চিন্তে ঘুরতে যাওয়া যাবে। এ জন্য যা করতে পারেন:
কাউকে দায়িত্ব দেওয়া বেড়াতে যাওয়ার আগে পরিচিত কাউকে মাছের দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। যাঁকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন, তাঁকে মাছের খাবার দেওয়াসহ যত্ন নেওয়ার বিভিন্ন দিক ভালো করে বুঝিয়ে দিন। ছোট ফিশ বল হলে মাছসহ বলটাকে পরিচিত কারও বাড়িতে রেখে আসতে পারেন সঙ্গে প্রয়োজনীয় খাবার দিয়ে।
স্বয়ংক্রিয় ফিশ ফিডার স্বয়ংক্রিয় ফিশ ফিডার ব্যবহার ভালো বিকল্প উপায়। তবে সস্তা না কিনে ভালো মানের ফিশ ফিডার কেনার চেষ্টা করবেন। এতে আপনি নিজেও বেড়াতে গিয়ে চিন্তামুক্ত থাকবেন।
যাওয়ার আগে করণীয়
বেড়াতে যাওয়ার দুই-তিন দিন আগে অবশ্যই অ্যাকুরিয়াম পরিষ্কার করবেন। পানির তাপমাত্রা মেপে ঠিক করবেন। অ্যাকুরিয়ামের লাইটগুলোতে ৬ থেকে ৮ ঘণ্টার টাইমার দেবেন। প্রতিদিনের প্রতিবেলার খাবার ছোট্ট জিপলক ব্যাগে করে রাখবেন, যাতে আপনার বন্ধু বা আত্মীয় খাবারের পরিমাণ বেশি বা কম না করে ফেলেন।
ফিরে এসে করণীয়
বাসায় ফিরে সবার আগে আপনার ছোট্ট বন্ধুগুলোকে দেখুন যে ওরা ঠিক আছে কি না। অ্যাকুরিয়ামের ভেতরটা ভালোভাবে দেখুন। একটা সম্পূর্ণ মূল্যায়ন করুন।
সূত্র: রেট মাই ফিশ ট্যাংক
বাড়িতে যাঁদের অ্যাকুরিয়াম রয়েছে তাঁদের একটু ভেবে তবেই ছুটিতে যেতে হয়। অ্যাকুরিয়ামে থাকা ছোট্ট জীবনগুলোর সঠিক পরিচর্যা ও নিরাপত্তার ব্যবস্থা করে নিশ্চিন্তে ঘুরতে যাওয়া যাবে। এ জন্য যা করতে পারেন:
কাউকে দায়িত্ব দেওয়া বেড়াতে যাওয়ার আগে পরিচিত কাউকে মাছের দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। যাঁকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন, তাঁকে মাছের খাবার দেওয়াসহ যত্ন নেওয়ার বিভিন্ন দিক ভালো করে বুঝিয়ে দিন। ছোট ফিশ বল হলে মাছসহ বলটাকে পরিচিত কারও বাড়িতে রেখে আসতে পারেন সঙ্গে প্রয়োজনীয় খাবার দিয়ে।
স্বয়ংক্রিয় ফিশ ফিডার স্বয়ংক্রিয় ফিশ ফিডার ব্যবহার ভালো বিকল্প উপায়। তবে সস্তা না কিনে ভালো মানের ফিশ ফিডার কেনার চেষ্টা করবেন। এতে আপনি নিজেও বেড়াতে গিয়ে চিন্তামুক্ত থাকবেন।
যাওয়ার আগে করণীয়
বেড়াতে যাওয়ার দুই-তিন দিন আগে অবশ্যই অ্যাকুরিয়াম পরিষ্কার করবেন। পানির তাপমাত্রা মেপে ঠিক করবেন। অ্যাকুরিয়ামের লাইটগুলোতে ৬ থেকে ৮ ঘণ্টার টাইমার দেবেন। প্রতিদিনের প্রতিবেলার খাবার ছোট্ট জিপলক ব্যাগে করে রাখবেন, যাতে আপনার বন্ধু বা আত্মীয় খাবারের পরিমাণ বেশি বা কম না করে ফেলেন।
ফিরে এসে করণীয়
বাসায় ফিরে সবার আগে আপনার ছোট্ট বন্ধুগুলোকে দেখুন যে ওরা ঠিক আছে কি না। অ্যাকুরিয়ামের ভেতরটা ভালোভাবে দেখুন। একটা সম্পূর্ণ মূল্যায়ন করুন।
সূত্র: রেট মাই ফিশ ট্যাংক
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে