লাইফস্টাইল ডেস্ক
জামাকাপড় থেকে রান্নাঘরের বাজার সদাই—ঈদের কেনাকাটার পর্ব বিশাল। তবে মনের ভুলে প্রয়োজনীয় দু্একটি জিনিস তালিকা থেকে যেন বাদ না পড়ে তাই শেষ মুহূর্তের কেনাকাটার আগে একটি তালিকা তৈরি করুন।
পোশাকের সঙ্গে ম্যাচিং ওড়না, পায়জামা, সেমিজ, টিপ, গয়না ইত্যাদি যদি না কেনা হয়ে থাকে, এর মধ্য়েই কিনে ফেলুন। চাঁদরাতের জন্য রেখে দেবেন না। পাঞ্জাবির সঙ্গে স্যান্ডো গেঞ্জি, প্যান্টের জন্য বেল্ট, মোজা ইত্যাদি সময় বের করে কিনে নিন।
ঈদের আগে কিনব কিনব করে অনেকেরই স্যান্ডেল কিংবা জুতা কেনা বাকি থাকে। তাই এটি তালিকার ওপরের দিকে রাখুন।
রান্নাঘরের সব কেনাকাটা হয়ে যাওয়ার পর আরেকবার তালিকা মিলিয়ে দেখুন গুরুত্বপূর্ণ কোনো উপকরণ বা গরমমসলা বাদ পড়েছে কি না।
ঈদের আগেই বেভারেজ, দুধ, চিনি, লবণ, লেবু ও অন্যান্য সালাদ আইটেম কিনে ফ্রিজে রেখে দিন। কারণ শেষ মুহূর্তে এগুলো কিনতে না পারলে অতিথি আপ্যায়ন পরিপূর্ণ হবে না।
ঈদের অন্যতম একটি প্রয়োজনীয় জিনিস হলো আতর বা সুগন্ধি। তাই ঈদের আগে মনে করে কিনে ফেলুন আতর। টুপি, তসবি, জায়নামাজ ইত্যাদি সবার জন্য আছে কি না, মিলিয়ে নিন।
জামাকাপড় থেকে রান্নাঘরের বাজার সদাই—ঈদের কেনাকাটার পর্ব বিশাল। তবে মনের ভুলে প্রয়োজনীয় দু্একটি জিনিস তালিকা থেকে যেন বাদ না পড়ে তাই শেষ মুহূর্তের কেনাকাটার আগে একটি তালিকা তৈরি করুন।
পোশাকের সঙ্গে ম্যাচিং ওড়না, পায়জামা, সেমিজ, টিপ, গয়না ইত্যাদি যদি না কেনা হয়ে থাকে, এর মধ্য়েই কিনে ফেলুন। চাঁদরাতের জন্য রেখে দেবেন না। পাঞ্জাবির সঙ্গে স্যান্ডো গেঞ্জি, প্যান্টের জন্য বেল্ট, মোজা ইত্যাদি সময় বের করে কিনে নিন।
ঈদের আগে কিনব কিনব করে অনেকেরই স্যান্ডেল কিংবা জুতা কেনা বাকি থাকে। তাই এটি তালিকার ওপরের দিকে রাখুন।
রান্নাঘরের সব কেনাকাটা হয়ে যাওয়ার পর আরেকবার তালিকা মিলিয়ে দেখুন গুরুত্বপূর্ণ কোনো উপকরণ বা গরমমসলা বাদ পড়েছে কি না।
ঈদের আগেই বেভারেজ, দুধ, চিনি, লবণ, লেবু ও অন্যান্য সালাদ আইটেম কিনে ফ্রিজে রেখে দিন। কারণ শেষ মুহূর্তে এগুলো কিনতে না পারলে অতিথি আপ্যায়ন পরিপূর্ণ হবে না।
ঈদের অন্যতম একটি প্রয়োজনীয় জিনিস হলো আতর বা সুগন্ধি। তাই ঈদের আগে মনে করে কিনে ফেলুন আতর। টুপি, তসবি, জায়নামাজ ইত্যাদি সবার জন্য আছে কি না, মিলিয়ে নিন।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে