রিক্তা রিচি, ঢাকা
বাড়ছে করোনার সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে হোম অফিসের প্রবণতা। বিভিন্ন উপসর্গ নিয়ে অনেকেই হোম অফিস শুরু করেছেন ইতিমধ্যে। বাসায় বসে অফিসের কাজ সামলানো আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও, বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। অফিসের কাজ সামলানোর পাশাপাশি বাসার সব কাজ সামলানোটা অনেক ঝামেলাপূর্ণ। প্রাতিষ্ঠানিক জীবনের সঙ্গে ব্যক্তিজীবনের পার্থক্য রাখা জরুরি, হোম অফিসে সে বিষয়টি খুব একটা মনে থাকে না। ফলে তৈরি হয় মানসিক চাপ ও বিষণ্নতা।
মানসিকভাবে চনমনে থাকতে হলে হোম অফিসের পরিবেশ কেমন হবে তা নিয়ে পরামর্শ দিয়েছেন উইমেন সাপোর্ট ইনিশিয়েটিভ ফোরামের সাইকোলজিস্ট ও টেরে দেস হোমসের ট্রেইনার নাঈমা ইসলাম অন্তরা।
বিশেষজ্ঞ পরামর্শ
হোম অফিসের খাওয়াদাওয়া
হোম অফিসের সময় খাওয়াদাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। ঘরে থাকার কারণে এ সময় বেশি নড়াচড়া করা হয় না বলে ক্যালরি বার্ন হয় না। হোম অফিসের খাওয়াদাওয়া কেমন হবে, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ইতি খন্দকার।
ঘরে বসে অফিসের কাজ করছেন মানে আপনি বাসাতেই আছেন। আপনার নড়াচড়া কমে গেছে। তাই ক্যালরি আপনার শরীরে জমা হতে থাকবে। এমন খাবার খেতে হবে যাতে ক্যালরি খুব বেশি জমা না হয় এবং ক্যালরি বার্ন করার চেষ্টা করতে হবে।
আরও পড়ুন:
বাড়ছে করোনার সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে হোম অফিসের প্রবণতা। বিভিন্ন উপসর্গ নিয়ে অনেকেই হোম অফিস শুরু করেছেন ইতিমধ্যে। বাসায় বসে অফিসের কাজ সামলানো আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও, বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। অফিসের কাজ সামলানোর পাশাপাশি বাসার সব কাজ সামলানোটা অনেক ঝামেলাপূর্ণ। প্রাতিষ্ঠানিক জীবনের সঙ্গে ব্যক্তিজীবনের পার্থক্য রাখা জরুরি, হোম অফিসে সে বিষয়টি খুব একটা মনে থাকে না। ফলে তৈরি হয় মানসিক চাপ ও বিষণ্নতা।
মানসিকভাবে চনমনে থাকতে হলে হোম অফিসের পরিবেশ কেমন হবে তা নিয়ে পরামর্শ দিয়েছেন উইমেন সাপোর্ট ইনিশিয়েটিভ ফোরামের সাইকোলজিস্ট ও টেরে দেস হোমসের ট্রেইনার নাঈমা ইসলাম অন্তরা।
বিশেষজ্ঞ পরামর্শ
হোম অফিসের খাওয়াদাওয়া
হোম অফিসের সময় খাওয়াদাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। ঘরে থাকার কারণে এ সময় বেশি নড়াচড়া করা হয় না বলে ক্যালরি বার্ন হয় না। হোম অফিসের খাওয়াদাওয়া কেমন হবে, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ইতি খন্দকার।
ঘরে বসে অফিসের কাজ করছেন মানে আপনি বাসাতেই আছেন। আপনার নড়াচড়া কমে গেছে। তাই ক্যালরি আপনার শরীরে জমা হতে থাকবে। এমন খাবার খেতে হবে যাতে ক্যালরি খুব বেশি জমা না হয় এবং ক্যালরি বার্ন করার চেষ্টা করতে হবে।
আরও পড়ুন:
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে