জীবনধারা ডেস্ক
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে