নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যত দিন যাচ্ছে, মানুষ তত প্রকৃতির দিকে ঝুঁকছে। অর্গানিক খাবারের দাম এখন সবচেয়ে বেশি। প্রসাধনীর মধ্যেও ক্রেতার পছন্দের শীর্ষে আছে প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য। অনেকের ধারণা, ত্বকের যত্নে ব্যবহৃত পণ্য প্রাকৃতিক উপাদানে তৈরি হলেই তা নিরাপদ।
তাই অনেক ব্র্যান্ডই এখন অর্গানিক ত্বক পরিষ্কারক বাজারে আনছে। তবে এসব পণ্য যে শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি, তা নয়।
ভারতীয় কোম্পানি লাস ন্যাচারালসের সিইও দীপক জৈন জানিয়েছেন, স্বাস্থ্যের জন্য অর্গানিক খাবার বেশ উপকারী। কিন্তু ত্বকের যত্নে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্যের বেলায় এ কথা খাটে না।
গাছের নির্যাস বা তেল বের করার জন্যও কেমিক্যালের প্রয়োজন হয়। সরাসরি ব্যবহার করা যায় না বলে প্রক্রিয়াজাত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রক্রিয়াজাত শেষে এর সঙ্গে আরও কেমিক্যাল যোগ করা হয়। তাই কোনো ব্র্যান্ড অর্গানিক পণ্যের বিজ্ঞাপন দেখালেই তা চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই।
অর্গানিক ট্যাগ থাকলেই তা ত্বকের জন্য উপকারী—এমন ধারণা ভুল। অবশ্য সব প্রসাধনীই যে ক্ষতিকর, তা নয়। কিছু কিছু ব্র্যান্ড প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পণ্য তৈরি করে। প্রিজারভেটিভও কম মাত্রায় ব্যবহার করে।
কিন্তু সব ব্র্যান্ড নিখুঁতভাবে প্রাকৃতিক পণ্য তৈরি করতে পারছে না। তাই বোতলের গায়ে কী লেখা আছে, তা পড়ে ক্রেতাকেই বুঝে নিতে হবে। ইন্টারনেটে তথ্য জেনে তারপর পণ্য কেনার সিদ্ধান্ত নিতে হবে।
যত দিন যাচ্ছে, মানুষ তত প্রকৃতির দিকে ঝুঁকছে। অর্গানিক খাবারের দাম এখন সবচেয়ে বেশি। প্রসাধনীর মধ্যেও ক্রেতার পছন্দের শীর্ষে আছে প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য। অনেকের ধারণা, ত্বকের যত্নে ব্যবহৃত পণ্য প্রাকৃতিক উপাদানে তৈরি হলেই তা নিরাপদ।
তাই অনেক ব্র্যান্ডই এখন অর্গানিক ত্বক পরিষ্কারক বাজারে আনছে। তবে এসব পণ্য যে শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি, তা নয়।
ভারতীয় কোম্পানি লাস ন্যাচারালসের সিইও দীপক জৈন জানিয়েছেন, স্বাস্থ্যের জন্য অর্গানিক খাবার বেশ উপকারী। কিন্তু ত্বকের যত্নে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্যের বেলায় এ কথা খাটে না।
গাছের নির্যাস বা তেল বের করার জন্যও কেমিক্যালের প্রয়োজন হয়। সরাসরি ব্যবহার করা যায় না বলে প্রক্রিয়াজাত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রক্রিয়াজাত শেষে এর সঙ্গে আরও কেমিক্যাল যোগ করা হয়। তাই কোনো ব্র্যান্ড অর্গানিক পণ্যের বিজ্ঞাপন দেখালেই তা চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই।
অর্গানিক ট্যাগ থাকলেই তা ত্বকের জন্য উপকারী—এমন ধারণা ভুল। অবশ্য সব প্রসাধনীই যে ক্ষতিকর, তা নয়। কিছু কিছু ব্র্যান্ড প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পণ্য তৈরি করে। প্রিজারভেটিভও কম মাত্রায় ব্যবহার করে।
কিন্তু সব ব্র্যান্ড নিখুঁতভাবে প্রাকৃতিক পণ্য তৈরি করতে পারছে না। তাই বোতলের গায়ে কী লেখা আছে, তা পড়ে ক্রেতাকেই বুঝে নিতে হবে। ইন্টারনেটে তথ্য জেনে তারপর পণ্য কেনার সিদ্ধান্ত নিতে হবে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে