হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
রাজধানীর হোটেল হলিডে ইন এবার ভিন্ন স্বাদের শতাধিক মুখরোচক খাবার নিয়ে ইফতারির পসরা সাজিয়েছে। ইফতারে বুফে খাবারের ব্যবস্থা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার—সপ্তাহে এ দুই দিন থাকবে সাহ্রি খাওয়ার ব্যবস্থাও।
প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার জনপ্রতি সাত হাজার টাকায় বুফে ইফতারি পাওয়া যাবে হলিডে ইনে। আর বাকি দিনগুলোতে বুফে ইফতারি পাওয়া যাবে ৬ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া চার হাজার টাকায় পাওয়া যাবে ১২৫ আইটেমের সাহ্রি। খাসির হালিম, মুরগির হালিম, গরুর নেহারি, বিভিন্ন ধরনের কাবাব, আফগানি মুরগির টাংরি কাবাব, খাসির ওজি রাইস, খাসির মোগলাই আকবরি, বিভিন্ন মিষ্টিজাতীয় ডেজার্ট, স্যুপসহ অন্যান্য ফলের আইটেম থাকবে। যোগাযোগ: ০১৩২৪৭১৭০২৫২৬।
ঢাকা রিজেন্সি
অ্যারাবিয়ান এবং দেশীয় মজার সব ইফতারি পাওয়া যাচ্ছে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে। এগুলোর মধ্যে আছে হুমুস, শরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফের সঙ্গে বাঙালির নিয়মিত ইফতারির আইটেম। এই রেস্টুরেন্টে রমজানের আয়োজনে বুফে ইফতারির পাশাপাশি পাওয়া যাবে রাতের খাবার। এ ছাড়া করপোরেট ও পারিবারিক ইফতার পার্টির ব্যবস্থাও আছে এখানে। রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি ইফতার ও ডিনারের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। এবারও সেই ছাড় পাওয়া যাবে রমজান মাসজুড়ে। যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১।
শীলবাড়ির হেঁশেল
ঢাকা-মাওয়া হাইওয়ের শীলবাড়ির হেঁশেল ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। ইফতারিতে এখানে হালিম ও গরুর মাংস দিয়ে ছিটা রুটি, হাঁসের মাংস, পোলাও, চিকেন ফ্রাই, দই-চিড়া-কলা, বুট-মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, পাটিসাপটা পিঠাসহ বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। এই প্ল্যাটারে জনপ্রতি খরচ পড়বে ২ হাজার টাকা। ৫ বছর বয়সী শিশুদের ইফতারি ফ্রি। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের অর্ধেক এবং ১০ বছরের বেশি বয়সী শিশুদের পুরো খরচ দিতে হবে। সর্বনিম্ন ৮ জন ও সর্বোচ্চ ৫০ জনের দলের জন্য বুকিংয়ের ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭৭৮৬২১৩৩২।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
রাজধানীর হোটেল হলিডে ইন এবার ভিন্ন স্বাদের শতাধিক মুখরোচক খাবার নিয়ে ইফতারির পসরা সাজিয়েছে। ইফতারে বুফে খাবারের ব্যবস্থা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার—সপ্তাহে এ দুই দিন থাকবে সাহ্রি খাওয়ার ব্যবস্থাও।
প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার জনপ্রতি সাত হাজার টাকায় বুফে ইফতারি পাওয়া যাবে হলিডে ইনে। আর বাকি দিনগুলোতে বুফে ইফতারি পাওয়া যাবে ৬ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া চার হাজার টাকায় পাওয়া যাবে ১২৫ আইটেমের সাহ্রি। খাসির হালিম, মুরগির হালিম, গরুর নেহারি, বিভিন্ন ধরনের কাবাব, আফগানি মুরগির টাংরি কাবাব, খাসির ওজি রাইস, খাসির মোগলাই আকবরি, বিভিন্ন মিষ্টিজাতীয় ডেজার্ট, স্যুপসহ অন্যান্য ফলের আইটেম থাকবে। যোগাযোগ: ০১৩২৪৭১৭০২৫২৬।
ঢাকা রিজেন্সি
অ্যারাবিয়ান এবং দেশীয় মজার সব ইফতারি পাওয়া যাচ্ছে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে। এগুলোর মধ্যে আছে হুমুস, শরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফের সঙ্গে বাঙালির নিয়মিত ইফতারির আইটেম। এই রেস্টুরেন্টে রমজানের আয়োজনে বুফে ইফতারির পাশাপাশি পাওয়া যাবে রাতের খাবার। এ ছাড়া করপোরেট ও পারিবারিক ইফতার পার্টির ব্যবস্থাও আছে এখানে। রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি ইফতার ও ডিনারের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। এবারও সেই ছাড় পাওয়া যাবে রমজান মাসজুড়ে। যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১।
শীলবাড়ির হেঁশেল
ঢাকা-মাওয়া হাইওয়ের শীলবাড়ির হেঁশেল ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। ইফতারিতে এখানে হালিম ও গরুর মাংস দিয়ে ছিটা রুটি, হাঁসের মাংস, পোলাও, চিকেন ফ্রাই, দই-চিড়া-কলা, বুট-মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, পাটিসাপটা পিঠাসহ বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। এই প্ল্যাটারে জনপ্রতি খরচ পড়বে ২ হাজার টাকা। ৫ বছর বয়সী শিশুদের ইফতারি ফ্রি। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের অর্ধেক এবং ১০ বছরের বেশি বয়সী শিশুদের পুরো খরচ দিতে হবে। সর্বনিম্ন ৮ জন ও সর্বোচ্চ ৫০ জনের দলের জন্য বুকিংয়ের ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭৭৮৬২১৩৩২।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে