অনলাইন ডেস্ক
বেশির ভাগ দম্পতির ক্ষেত্রেই স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে। তবে স্ত্রীর বয়স স্বামীর চেয়ে বেশি এমন উদাহরণও আছে ভূরি ভূরি। ইংল্যান্ডের বার্নলিতে বসবাস করা মেল মুন তাঁদেরই একজন, যিনি নিজের চেয়ে বয়সে ছোট এক ব্যক্তিকে স্বামী হিসেবে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, দুজনের বয়সের ব্যবধানটাও উল্লেখ করা মতো। বর্তমানে ৪৩ বছর বয়সী মুন ২০২১ সালে ভালোবেসে নিজের চেয়ে ১৩ বছরের ছোট আলফিকে বিয়ে করেছিলেন। আলফি বর্তমানে ৩০ বছরের যুবক।
বয়সের বড় ব্যবধান থাকলেও আলফির সঙ্গে মুনের দাম্পত্য কোনো সমস্যা ছাড়াই চলছে। তবে সমস্যা বেঁধেছে ঘরের বাইরে। মুনের অভিযোগ, স্বামীর বয়স কম হওয়ায় অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন। আবার এমন অনেকেই আছেন যারা মনে করেন, মুনের অর্থ সম্পদের লোভেই আলফি তাঁর সঙ্গে সংসার করে যাচ্ছে।
তবে অর্থের লোভে আলফি সংসার করছে এই ধারণাটিকে উড়িয়ে দিয়েছেন মুন। তিনি জানান, স্বামীকে দেওয়ার মতো অর্থ আসলে তাঁর কাছে নেই।
দাম্পত্যের এমন খুঁটিনাটি বিষয় মূলত মুনের কারণেই প্রকাশ্যে এসেছে। তিনি তাঁর টিকটক চ্যানেলে কম বয়সী স্বামীর সঙ্গে সংসার করার বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেন।
সম্প্রতি বয়সের ব্যবধানের কারণে স্বামী-স্ত্রী হিসেবে মুখোমুখি হওয়া কিছু মজার বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন মুন ও আলফি। পরে এই ভিডিওটি টিকটকে পোস্ট করলে তাতে বিপুল সাড়া পাওয়া যায়। প্রায় আড়াই লাখ ভিউ হওয়া ওই ভিডিওতেই মুন জানান, বাইরে গেলে বয়সের ব্যবধানের কারণে অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন।
মজা করার ছলে ভিডিওতে মুনকে বলতে শোনা যায়—বয়স কম হওয়ায় স্বামী তাঁর মন নিয়ে খেলবে এমন দুশ্চিন্তা করেন না তিনি। এ বিষয়ে মুন বলেন, ‘যখন আমি তাঁকে খেলা থামানোর কথা বলি, আমি আসলে তাঁকে পিএস-৫ গেমটি থামানোর কথা বলি, আমার মন নিয়ে খেলার কথা নয়।’
একই ভিডিওতে আলফি জানান, তিনি স্বাভাবিক সময়েই প্রতিদিন বিছানায় যান কিন্তু মুনের বিছানায় যাওয়ার স্বভাবটি তাঁর নানির মতো। তবে নানি কখন বিছানায় যেতেন সে বিষয়টি খোলাসা করেননি আলফি।
মজার মাজার অভিজ্ঞতা নিয়ে দুজনের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের মধ্যে এক নারী লিখেছেন, ‘আমাদের বয়সের ব্যবধানও অনেক বেশি, প্রায় ৩৭ বছর। তাই ছুটির দিনগুলোতে আমরা বাইরে গেলে অনেকেই প্রশ্ন করে বসেন, তিনি আমার বাবা কি-না।’
স্বামী ১৬ বছরের বড় জানিয়ে আরেক নারী কমেন্টে দাবি করেছেন, তাঁকেও অনেকে স্বামীর কন্যা ভেবে বসেন।
আরেকজন দাবি করেছেন, সাড়ে ১২ বছরের ছোট স্বামীকে কোনো কাজের কথা বললেই তিনি তাঁকে মা ডাকতে শুরু করেন এবং কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।
বেশির ভাগ দম্পতির ক্ষেত্রেই স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে। তবে স্ত্রীর বয়স স্বামীর চেয়ে বেশি এমন উদাহরণও আছে ভূরি ভূরি। ইংল্যান্ডের বার্নলিতে বসবাস করা মেল মুন তাঁদেরই একজন, যিনি নিজের চেয়ে বয়সে ছোট এক ব্যক্তিকে স্বামী হিসেবে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, দুজনের বয়সের ব্যবধানটাও উল্লেখ করা মতো। বর্তমানে ৪৩ বছর বয়সী মুন ২০২১ সালে ভালোবেসে নিজের চেয়ে ১৩ বছরের ছোট আলফিকে বিয়ে করেছিলেন। আলফি বর্তমানে ৩০ বছরের যুবক।
বয়সের বড় ব্যবধান থাকলেও আলফির সঙ্গে মুনের দাম্পত্য কোনো সমস্যা ছাড়াই চলছে। তবে সমস্যা বেঁধেছে ঘরের বাইরে। মুনের অভিযোগ, স্বামীর বয়স কম হওয়ায় অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন। আবার এমন অনেকেই আছেন যারা মনে করেন, মুনের অর্থ সম্পদের লোভেই আলফি তাঁর সঙ্গে সংসার করে যাচ্ছে।
তবে অর্থের লোভে আলফি সংসার করছে এই ধারণাটিকে উড়িয়ে দিয়েছেন মুন। তিনি জানান, স্বামীকে দেওয়ার মতো অর্থ আসলে তাঁর কাছে নেই।
দাম্পত্যের এমন খুঁটিনাটি বিষয় মূলত মুনের কারণেই প্রকাশ্যে এসেছে। তিনি তাঁর টিকটক চ্যানেলে কম বয়সী স্বামীর সঙ্গে সংসার করার বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেন।
সম্প্রতি বয়সের ব্যবধানের কারণে স্বামী-স্ত্রী হিসেবে মুখোমুখি হওয়া কিছু মজার বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন মুন ও আলফি। পরে এই ভিডিওটি টিকটকে পোস্ট করলে তাতে বিপুল সাড়া পাওয়া যায়। প্রায় আড়াই লাখ ভিউ হওয়া ওই ভিডিওতেই মুন জানান, বাইরে গেলে বয়সের ব্যবধানের কারণে অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন।
মজা করার ছলে ভিডিওতে মুনকে বলতে শোনা যায়—বয়স কম হওয়ায় স্বামী তাঁর মন নিয়ে খেলবে এমন দুশ্চিন্তা করেন না তিনি। এ বিষয়ে মুন বলেন, ‘যখন আমি তাঁকে খেলা থামানোর কথা বলি, আমি আসলে তাঁকে পিএস-৫ গেমটি থামানোর কথা বলি, আমার মন নিয়ে খেলার কথা নয়।’
একই ভিডিওতে আলফি জানান, তিনি স্বাভাবিক সময়েই প্রতিদিন বিছানায় যান কিন্তু মুনের বিছানায় যাওয়ার স্বভাবটি তাঁর নানির মতো। তবে নানি কখন বিছানায় যেতেন সে বিষয়টি খোলাসা করেননি আলফি।
মজার মাজার অভিজ্ঞতা নিয়ে দুজনের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের মধ্যে এক নারী লিখেছেন, ‘আমাদের বয়সের ব্যবধানও অনেক বেশি, প্রায় ৩৭ বছর। তাই ছুটির দিনগুলোতে আমরা বাইরে গেলে অনেকেই প্রশ্ন করে বসেন, তিনি আমার বাবা কি-না।’
স্বামী ১৬ বছরের বড় জানিয়ে আরেক নারী কমেন্টে দাবি করেছেন, তাঁকেও অনেকে স্বামীর কন্যা ভেবে বসেন।
আরেকজন দাবি করেছেন, সাড়ে ১২ বছরের ছোট স্বামীকে কোনো কাজের কথা বললেই তিনি তাঁকে মা ডাকতে শুরু করেন এবং কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে