নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ক্ষেত্রবিশেষে যাঁরা সাশ্রয়ী বাহন খুঁজছেন বা চালক হিসেবে নতুন, তাঁরা স্কুটারকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবহারের ক্ষেত্রে। পরিবেশবান্ধব, দাম ও জ্বালানিসাশ্রয়ী, চালানো সহজ ইত্যাদি কারণে অনেকেই স্কুটার কিনছেন। যাঁরা স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল দাম ও পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে।
হোন্ডা অ্যাকটিভা
২০০১ সালে প্রথম বাজারে আসা হোন্ডা অ্যাকটিভা একটি জনপ্রিয় স্কুটার। ২০ বছর আগে বাজারে আসা এই স্কুটার আজ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার চলে। বাংলাদেশে এই স্কুটারের দাম প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
সুজুকি অ্যাকসেস
সেরা ৫ স্কুটারের তালিকায় থাকা দ্বিতীয় স্কুটার হলো সুজুকি অ্যাকসেস। ৪ স্ট্রোকবিশিষ্ট ১২৪ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫২ কিলোমিটার চলে। সুজুকি অ্যাকসেসের দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
টিভিএস জুপিটার
ভারতের টিভিএস কোম্পানির টিভিএস জুপিটার জনপ্রিয়তার তালিকায় তিন নম্বরে রয়েছে। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪০ কিলোমিটার চলে। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
রানার কাইট প্লাস
বাংলাদেশি প্রতিষ্ঠান রানার নির্মিত রানার কাইট প্লাস পাওয়া যাবে ৮৫ হাজার টাকায়। এর ইঞ্জিন ১১০ সিসি।
টিভিএস উইগো
জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস উইগো স্কুটার। এর দাম ১ লাখ ৪৪ হাজার টাকা। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫০ কিলোমিটার চলে।
বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ক্ষেত্রবিশেষে যাঁরা সাশ্রয়ী বাহন খুঁজছেন বা চালক হিসেবে নতুন, তাঁরা স্কুটারকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবহারের ক্ষেত্রে। পরিবেশবান্ধব, দাম ও জ্বালানিসাশ্রয়ী, চালানো সহজ ইত্যাদি কারণে অনেকেই স্কুটার কিনছেন। যাঁরা স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল দাম ও পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে।
হোন্ডা অ্যাকটিভা
২০০১ সালে প্রথম বাজারে আসা হোন্ডা অ্যাকটিভা একটি জনপ্রিয় স্কুটার। ২০ বছর আগে বাজারে আসা এই স্কুটার আজ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার চলে। বাংলাদেশে এই স্কুটারের দাম প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
সুজুকি অ্যাকসেস
সেরা ৫ স্কুটারের তালিকায় থাকা দ্বিতীয় স্কুটার হলো সুজুকি অ্যাকসেস। ৪ স্ট্রোকবিশিষ্ট ১২৪ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫২ কিলোমিটার চলে। সুজুকি অ্যাকসেসের দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
টিভিএস জুপিটার
ভারতের টিভিএস কোম্পানির টিভিএস জুপিটার জনপ্রিয়তার তালিকায় তিন নম্বরে রয়েছে। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪০ কিলোমিটার চলে। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
রানার কাইট প্লাস
বাংলাদেশি প্রতিষ্ঠান রানার নির্মিত রানার কাইট প্লাস পাওয়া যাবে ৮৫ হাজার টাকায়। এর ইঞ্জিন ১১০ সিসি।
টিভিএস উইগো
জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস উইগো স্কুটার। এর দাম ১ লাখ ৪৪ হাজার টাকা। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫০ কিলোমিটার চলে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে