শোভন সাহা
প্রশ্ন: আন্ডারআর্মের র্যাশ থেকে মুক্তির উপায় কী?
স্নিগ্ধা সাদিক, ঢাকা
আন্ডারআর্মে ময়লা জমে গেলে র্যাশ হতে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতার রুটিন মেনে চলতে হবে। আন্ডারআর্মে যদি অনেক বেশি লোম থাকে, তাহলে তা ভালোভাবে পরিষ্কার এবং আফটার শেভ লোশন ব্যবহার করতে হবে। আন্ডারআর্মে কখনোই ডিওডোরেন্ট স্প্রে ব্যবহার করা উচিত নয়। এর পরিবর্তে রোল অন পারফিউম ব্যবহার করা উত্তম।
প্রশ্ন: আমার ত্বক সংবেদনশীল। ইদানীং মুখে টোনার বা ক্রিম ব্যবহারের সময় ত্বক জ্বালা করে। কিন্তু ত্বকে ক্লিনজার, টোনার ও ময়শ্চারাইজার ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। মেকআপও করি না কোনো অনুষ্ঠান না থাকলে।
বীণা গোমেজ, নাটোর
আপনি সম্ভবত দীর্ঘদিন কোনো ক্রিম ব্যবহার করেছেন মুখে, যার কারণে ত্বক এমন সংবেদনশীল হয়ে জ্বালা করছে। কিছুদিন ত্বককে একটু বিশ্রাম দিন। মুখে পেট্রোলিয়াম জেলি ছাড়া আর কিছুই ব্যবহার করবেন না আপাতত। এভাবে এক-দেড় মাস বিশ্রাম দিলে ত্বক পুরু ও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। এরপর একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে কোন ধরনের ক্লিনজার, টোনার, সেরাম ও ক্রিম ব্যবহার করবেন, তা নির্বাচন করে নিতে পারেন।
প্রশ্ন: রং করা চুল মসৃণ করার জন্য কীভাবে যত্ন নিতে পারি?
রামিসা রহমান, চাঁদপুর
রং করার পর চুলে অবশ্যই কালার প্রোটেক্টিং শ্যাম্পু, কন্ডিশনার ও সেরাম ব্যবহার করতে হবে। এ ছাড়া পারলারে বিভিন্ন কালার প্রোটেক্টিং ট্রিটমেন্ট দেওয়া হয় চুলের জন্য। সেগুলো নিলেও উপকার পাবেন।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: আন্ডারআর্মের র্যাশ থেকে মুক্তির উপায় কী?
স্নিগ্ধা সাদিক, ঢাকা
আন্ডারআর্মে ময়লা জমে গেলে র্যাশ হতে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতার রুটিন মেনে চলতে হবে। আন্ডারআর্মে যদি অনেক বেশি লোম থাকে, তাহলে তা ভালোভাবে পরিষ্কার এবং আফটার শেভ লোশন ব্যবহার করতে হবে। আন্ডারআর্মে কখনোই ডিওডোরেন্ট স্প্রে ব্যবহার করা উচিত নয়। এর পরিবর্তে রোল অন পারফিউম ব্যবহার করা উত্তম।
প্রশ্ন: আমার ত্বক সংবেদনশীল। ইদানীং মুখে টোনার বা ক্রিম ব্যবহারের সময় ত্বক জ্বালা করে। কিন্তু ত্বকে ক্লিনজার, টোনার ও ময়শ্চারাইজার ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। মেকআপও করি না কোনো অনুষ্ঠান না থাকলে।
বীণা গোমেজ, নাটোর
আপনি সম্ভবত দীর্ঘদিন কোনো ক্রিম ব্যবহার করেছেন মুখে, যার কারণে ত্বক এমন সংবেদনশীল হয়ে জ্বালা করছে। কিছুদিন ত্বককে একটু বিশ্রাম দিন। মুখে পেট্রোলিয়াম জেলি ছাড়া আর কিছুই ব্যবহার করবেন না আপাতত। এভাবে এক-দেড় মাস বিশ্রাম দিলে ত্বক পুরু ও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। এরপর একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে কোন ধরনের ক্লিনজার, টোনার, সেরাম ও ক্রিম ব্যবহার করবেন, তা নির্বাচন করে নিতে পারেন।
প্রশ্ন: রং করা চুল মসৃণ করার জন্য কীভাবে যত্ন নিতে পারি?
রামিসা রহমান, চাঁদপুর
রং করার পর চুলে অবশ্যই কালার প্রোটেক্টিং শ্যাম্পু, কন্ডিশনার ও সেরাম ব্যবহার করতে হবে। এ ছাড়া পারলারে বিভিন্ন কালার প্রোটেক্টিং ট্রিটমেন্ট দেওয়া হয় চুলের জন্য। সেগুলো নিলেও উপকার পাবেন।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে