রিদা মুনাম হক
ঈদের আগের দিন হাতে মেহেদি পরার চল বেশ পুরোনো। মেহেদির পাতা তুলে তা বেটে হাতে লাগানো হতো। পরে টিউব মেহেদি হাত রঙিন করার প্রক্রিয়া বেশ সহজ করে তোলে। এর ফলে হাতে আঁকা নকশার ধরন পাল্টে যায় ধীরে ধীরে। এখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করলে বোহো স্টাইলে হাতে-পায়ে ‘হোয়াইট হেনা’ দিয়ে আঁকা নকশা চোখে পড়ে।
বোহিমিয়ান বা হিপ্পি নারীদের কাছে হোয়াইট হেনা দারুণ জনপ্রিয়। এটি মূলত একধরনের সাদা রং, যা মিকা পাউডার ও আঠালো রং দিয়ে তৈরি হয়।মেহেদিপাতা থেকে তৈরি রং যেমন ত্বকে কিছুদিনের জন্য স্থায়ী হয়, হোয়াইট হেনা তেমনটা নয়। তবে বোহো প্যাটার্নের হোয়াইট হেনা থেকে অনুপ্রেরণা নিয়ে এখন আমাদের দেশেও কোণ বা টিউব মেহেদি দিয়ে হাতে মেহেদির নকশা করছেন অনেকে; বিশেষ করে যাঁরা ট্রেন্ডি লুকে স্বচ্ছন্দবোধ করেন।
বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদির নকশা সাধারণত মিনিমাল হয়। সমসাময়িক ও প্রাচীন—দুই ধরনের মোটিফই থাকে তাতে। অর্নামেন্টাল, জ্যামিতিক, পদ্ম, ম্যান্ডেলা, লতা, বিন্দু, লেইস ইত্যাদি নজরে পড়ে বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদিতে।
বোহিমিয়ান নকশার মেহেদি পশ্চিমা বা দেশীয়—উভয় পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। এক হাতে বা দুই হাতেই করা যায় এসব নকশা। তবে এই নকশাগুলো হাতের ওপরের দিকেই ভালো লাগে। শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হাতের তালুতে বৃত্ত
এককথায় জঞ্জালমুক্ত মেহেদির নকশা এটি। একই সঙ্গে দেখতেও ভালো লাগে। হাতের তালুতে আঁকা বৃত্তের মাঝখানে ফুলের মোটিফ এবং বাইরে চারধারে পাতার নকশা। কবজিতে লাইনিং থাকতে পারে। সঙ্গে আঙুলে হালকা নকশা থাকে।
গয়নায় অনুপ্রেরণা
হাতে গয়না পরতে যাঁরা ভালোবাসেন, তাঁরা হাত পাঞ্জার আদলে হাতের ওপরের পিঠে মেহেদির নকশা করতে পারেন। অনেকে ব্রেসলেট, বাজু ও আংটির নকশাও করেন। মিনিমাল নকশার মধ্য়ে এগুলো একধরনের অভিজাত রুচিরও সন্নিবেশ ঘটায়।
ত্রিভুজাকৃতির নকশা
যাঁরা ডিসস্ট্রেসড জিনস ও ট্রেন্ডি টপস পরে ঘুরে বেড়াবেন ঈদের দিন, তাঁরা অনায়াসে হাতের ওপর পিঠে ত্রিভুজাকৃতির নকশা এঁকে নিতে পারেন। এ ধরনের নকশা আঁকাও সহজ, একই সঙ্গে ট্রেন্ডিও।
অন্যান্য
এখন লেইসের নকশায় অনেকে হাতে মেহেদি পরেন। সাধারণত হোয়াইট মেহেদি বা সাদা মেহেদিতে এ ধরনের নকশা প্রচলিত বহির্বিশ্বে। একটু তামাটে রঙা ত্বকে সাদা রঙের মেহেদিতে আঁকা লেইস নকশা বেশ জনপ্রিয়। হাতে ছাড়াও পায়ে এই নকশা করেন অনেকে। তবে মেহেদিপাতা থেকে তৈরি মেহেদি দিয়েও এই নকশা হাতে করলে ভালো লাগে দেখতে। হাতে ছাড়াও অনেকে ঘাড়ে, পায়ের গোড়ালির ওপরে, কোমরে, কাঁধে মেহেদি দিয়ে ট্যাটুর মতো নকশা আঁকেন। ইদানীং ট্রেন্ড সেটাররা এ ধরনের মেহেদি দিয়ে আঁকা ট্য়াটুর দিকেই ঝুঁকছেন।
মেকআপ ও মেহেদি: শোভন মেকওভার
ঈদের আগের দিন হাতে মেহেদি পরার চল বেশ পুরোনো। মেহেদির পাতা তুলে তা বেটে হাতে লাগানো হতো। পরে টিউব মেহেদি হাত রঙিন করার প্রক্রিয়া বেশ সহজ করে তোলে। এর ফলে হাতে আঁকা নকশার ধরন পাল্টে যায় ধীরে ধীরে। এখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করলে বোহো স্টাইলে হাতে-পায়ে ‘হোয়াইট হেনা’ দিয়ে আঁকা নকশা চোখে পড়ে।
বোহিমিয়ান বা হিপ্পি নারীদের কাছে হোয়াইট হেনা দারুণ জনপ্রিয়। এটি মূলত একধরনের সাদা রং, যা মিকা পাউডার ও আঠালো রং দিয়ে তৈরি হয়।মেহেদিপাতা থেকে তৈরি রং যেমন ত্বকে কিছুদিনের জন্য স্থায়ী হয়, হোয়াইট হেনা তেমনটা নয়। তবে বোহো প্যাটার্নের হোয়াইট হেনা থেকে অনুপ্রেরণা নিয়ে এখন আমাদের দেশেও কোণ বা টিউব মেহেদি দিয়ে হাতে মেহেদির নকশা করছেন অনেকে; বিশেষ করে যাঁরা ট্রেন্ডি লুকে স্বচ্ছন্দবোধ করেন।
বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদির নকশা সাধারণত মিনিমাল হয়। সমসাময়িক ও প্রাচীন—দুই ধরনের মোটিফই থাকে তাতে। অর্নামেন্টাল, জ্যামিতিক, পদ্ম, ম্যান্ডেলা, লতা, বিন্দু, লেইস ইত্যাদি নজরে পড়ে বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদিতে।
বোহিমিয়ান নকশার মেহেদি পশ্চিমা বা দেশীয়—উভয় পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। এক হাতে বা দুই হাতেই করা যায় এসব নকশা। তবে এই নকশাগুলো হাতের ওপরের দিকেই ভালো লাগে। শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হাতের তালুতে বৃত্ত
এককথায় জঞ্জালমুক্ত মেহেদির নকশা এটি। একই সঙ্গে দেখতেও ভালো লাগে। হাতের তালুতে আঁকা বৃত্তের মাঝখানে ফুলের মোটিফ এবং বাইরে চারধারে পাতার নকশা। কবজিতে লাইনিং থাকতে পারে। সঙ্গে আঙুলে হালকা নকশা থাকে।
গয়নায় অনুপ্রেরণা
হাতে গয়না পরতে যাঁরা ভালোবাসেন, তাঁরা হাত পাঞ্জার আদলে হাতের ওপরের পিঠে মেহেদির নকশা করতে পারেন। অনেকে ব্রেসলেট, বাজু ও আংটির নকশাও করেন। মিনিমাল নকশার মধ্য়ে এগুলো একধরনের অভিজাত রুচিরও সন্নিবেশ ঘটায়।
ত্রিভুজাকৃতির নকশা
যাঁরা ডিসস্ট্রেসড জিনস ও ট্রেন্ডি টপস পরে ঘুরে বেড়াবেন ঈদের দিন, তাঁরা অনায়াসে হাতের ওপর পিঠে ত্রিভুজাকৃতির নকশা এঁকে নিতে পারেন। এ ধরনের নকশা আঁকাও সহজ, একই সঙ্গে ট্রেন্ডিও।
অন্যান্য
এখন লেইসের নকশায় অনেকে হাতে মেহেদি পরেন। সাধারণত হোয়াইট মেহেদি বা সাদা মেহেদিতে এ ধরনের নকশা প্রচলিত বহির্বিশ্বে। একটু তামাটে রঙা ত্বকে সাদা রঙের মেহেদিতে আঁকা লেইস নকশা বেশ জনপ্রিয়। হাতে ছাড়াও পায়ে এই নকশা করেন অনেকে। তবে মেহেদিপাতা থেকে তৈরি মেহেদি দিয়েও এই নকশা হাতে করলে ভালো লাগে দেখতে। হাতে ছাড়াও অনেকে ঘাড়ে, পায়ের গোড়ালির ওপরে, কোমরে, কাঁধে মেহেদি দিয়ে ট্যাটুর মতো নকশা আঁকেন। ইদানীং ট্রেন্ড সেটাররা এ ধরনের মেহেদি দিয়ে আঁকা ট্য়াটুর দিকেই ঝুঁকছেন।
মেকআপ ও মেহেদি: শোভন মেকওভার
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে