গণেশ দাস, বগুড়া
পাখির চোখে পরিচিত জিনিস দেখার আলাদা এক মজা আছে। চাইলে এখন চেনা জগৎ পাখির চোখেই দেখা যাবে!
হেলিকপ্টারে পরিচিত জায়গা ওপর থেকে দেখার সুযোগ করে দিচ্ছে বগুড়ার প্রতিষ্ঠান বিসিএল অ্যাভিয়েশন। টিএমএসএসের সহযোগী এ প্রতিষ্ঠানটি দুটি হেলিকপ্টার দিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২০১৭ সাল থেকে। ১০ ও ৮ মিনিটের প্যাকেজে নেওয়া যাবে এই সুযোগ। এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইন থেকে।
১০ মিনিটের প্যাকেজ
১০ মিনিটের প্যাকেজে দেখা যাবে মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসরঘর এবং বগুড়া শহর। এক সঙ্গে চারজন ওঠা যাবে একবারে।
ব্যয়
১০ মিনিট আকাশে হেলিকপ্টারে
ঘুরতে ব্যয় করতে হবে জনপ্রতি ৪
হাজার ৪০০ টাকা। চারজনের এই প্যাকেজ হেলিকপ্টার রাইডে ব্যয় করতে হবে ১৭ হাজার ৬০০ টাকা।
৮ মিনিটের প্যাকেজ
৮ মিনিটের প্যাকেজটিও চারজনের। এই রাইডে আকাশ থেকে বগুড়া শহর ছাড়া অন্য জায়গাগুলো
দেখা যাবে।
ব্যয়
চারজনের এই প্যাকেজে ব্যয় হবে ১৪ হাজার ৪০০ টাকা।
এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার।
অতি জরুরি পরিবহন বা পারিবারিক অনুষ্ঠানেও ভাড়া নেওয়া যায় এ হেলিকপ্টারগুলো। এ ছাড়া রয়েছে প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে বগুড়া এবং শনিবার বগুড়া থেকে ঢাকা যাতায়াতের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা। চার আসনের হেলিকপ্টারের সিট অনুযায়ী রয়েছে ভাড়ার কম-বেশি।
ভাড়া
সামনের সিটের ভাড়া ১৪ হাজার, পেছনের সিট ১২ হাজার এবং মাঝখানের সিটের ভাড়া ১১ হাজার টাকা। সপ্তাহের এই দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যে কেউ হেলিকপ্টারে চড়ে ঢাকা-বগুড়া যাতায়াত করতে পারবেন।
বিসিএল সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, এই সুবিধাগুলো ছাড়াও জরুরি প্রয়োজনে যে কেউ হেলিকপ্টার নিয়ে ঢাকায় যেতে চাইলে গুনতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা। যদি শুক্রবার কিংবা যেকোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে আরও ১৫ হাজার টাকা যোগ হবে।
পাখির চোখে পরিচিত জিনিস দেখার আলাদা এক মজা আছে। চাইলে এখন চেনা জগৎ পাখির চোখেই দেখা যাবে!
হেলিকপ্টারে পরিচিত জায়গা ওপর থেকে দেখার সুযোগ করে দিচ্ছে বগুড়ার প্রতিষ্ঠান বিসিএল অ্যাভিয়েশন। টিএমএসএসের সহযোগী এ প্রতিষ্ঠানটি দুটি হেলিকপ্টার দিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২০১৭ সাল থেকে। ১০ ও ৮ মিনিটের প্যাকেজে নেওয়া যাবে এই সুযোগ। এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইন থেকে।
১০ মিনিটের প্যাকেজ
১০ মিনিটের প্যাকেজে দেখা যাবে মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসরঘর এবং বগুড়া শহর। এক সঙ্গে চারজন ওঠা যাবে একবারে।
ব্যয়
১০ মিনিট আকাশে হেলিকপ্টারে
ঘুরতে ব্যয় করতে হবে জনপ্রতি ৪
হাজার ৪০০ টাকা। চারজনের এই প্যাকেজ হেলিকপ্টার রাইডে ব্যয় করতে হবে ১৭ হাজার ৬০০ টাকা।
৮ মিনিটের প্যাকেজ
৮ মিনিটের প্যাকেজটিও চারজনের। এই রাইডে আকাশ থেকে বগুড়া শহর ছাড়া অন্য জায়গাগুলো
দেখা যাবে।
ব্যয়
চারজনের এই প্যাকেজে ব্যয় হবে ১৪ হাজার ৪০০ টাকা।
এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার।
অতি জরুরি পরিবহন বা পারিবারিক অনুষ্ঠানেও ভাড়া নেওয়া যায় এ হেলিকপ্টারগুলো। এ ছাড়া রয়েছে প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে বগুড়া এবং শনিবার বগুড়া থেকে ঢাকা যাতায়াতের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা। চার আসনের হেলিকপ্টারের সিট অনুযায়ী রয়েছে ভাড়ার কম-বেশি।
ভাড়া
সামনের সিটের ভাড়া ১৪ হাজার, পেছনের সিট ১২ হাজার এবং মাঝখানের সিটের ভাড়া ১১ হাজার টাকা। সপ্তাহের এই দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যে কেউ হেলিকপ্টারে চড়ে ঢাকা-বগুড়া যাতায়াত করতে পারবেন।
বিসিএল সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, এই সুবিধাগুলো ছাড়াও জরুরি প্রয়োজনে যে কেউ হেলিকপ্টার নিয়ে ঢাকায় যেতে চাইলে গুনতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা। যদি শুক্রবার কিংবা যেকোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে আরও ১৫ হাজার টাকা যোগ হবে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে