সানজিদা সামরিন
ঢাকা: ফ্যাশন জগতে মোটিফ খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই কিছু কিছু মোটিফ ট্রেন্ড সেট করে ফেলে। দীর্ঘ সময় ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গে থাকে তার প্রভাব। পাখি ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ মোটিফ। দীর্ঘদিন থেকে পাখির মোটিফ ব্যবহার হয়ে আসছে টি শার্ট, শার্ট, স্কার্ট, বেল্টের বাকেলে, কানের দুলে, আংটিতে কিংবা ট্যাটুতে। খুব সম্ভবত পরিবেশ রক্ষায় প্যাঁচার ভূমিকা এবং প্যাঁচাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে গড়ে ওঠা সংস্কারের ফলে খুব সহজে শিকারি এ পাখিটি ফ্যাশন আইকনে পরিণত হয়েছে।
ফ্যাশনে প্যাঁচার মোটিফ
আমাদের দেশের ফ্যাশন জগতে প্যাঁচার মোটিফ এখন বেশ জনপ্রিয়। বৈশাখকেন্দ্রিক ফ্যাশনে প্যাঁচার মোটিফের উপস্থিতি দেখা যায় গুরুত্বের সঙ্গে। বৈশাখের শাড়ি ও পাঞ্জাবিতে প্যাঁচার মোটিফ ব্যবহার করা হয়।
তারুণ্যের পোশাক টি–শার্টে প্যাঁচার মোটিফ বেশ জনপ্রিয়। যেকোনো রঙের টি–শার্টেই দেখা যায় প্যাঁচার নকশা।
একরঙা কুর্তির বুকজুড়ে প্যাঁচার মোটিফ দেখা যায় আজকাল। সঙ্গে ম্যাচ বা কনট্রাস্ট করে পাজামা, লেগিংস, পালাজো, চুড়িদার, পাতিয়ালা যা খুশি পরে নিতে পারেন।
প্যাঁচা মোটিফের ফ্যাশন অ্যাক্সেসরিজও পাওয়া যায় এখন। অক্সিডাইজের বড় প্যাঁচা পেন্ডেন্ট, প্যাঁচা দুল, প্যাঁচার মোটিফে আংটি এখন ফ্যাশন অনুষঙ্গ।
চাবির রিং হিসেবেও পাওয়া যায় প্যাঁচা।
আইকনিক ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বারবেরি ২০১২ সালে প্যাঁচার প্রিন্ট ফ্যাশনে অগ্রণী হয়েছিল। তারা প্যাঁচার আদলে হ্যান্ডব্যাগ এনেছিল। এখন ফ্যাশন আনুষঙ্গিক গয়না, টি-শার্ট এবং অন্তর্বাস প্যাঁচার প্রতীক দিয়ে সজ্জিত।
ঢাকা: ফ্যাশন জগতে মোটিফ খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই কিছু কিছু মোটিফ ট্রেন্ড সেট করে ফেলে। দীর্ঘ সময় ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গে থাকে তার প্রভাব। পাখি ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ মোটিফ। দীর্ঘদিন থেকে পাখির মোটিফ ব্যবহার হয়ে আসছে টি শার্ট, শার্ট, স্কার্ট, বেল্টের বাকেলে, কানের দুলে, আংটিতে কিংবা ট্যাটুতে। খুব সম্ভবত পরিবেশ রক্ষায় প্যাঁচার ভূমিকা এবং প্যাঁচাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে গড়ে ওঠা সংস্কারের ফলে খুব সহজে শিকারি এ পাখিটি ফ্যাশন আইকনে পরিণত হয়েছে।
ফ্যাশনে প্যাঁচার মোটিফ
আমাদের দেশের ফ্যাশন জগতে প্যাঁচার মোটিফ এখন বেশ জনপ্রিয়। বৈশাখকেন্দ্রিক ফ্যাশনে প্যাঁচার মোটিফের উপস্থিতি দেখা যায় গুরুত্বের সঙ্গে। বৈশাখের শাড়ি ও পাঞ্জাবিতে প্যাঁচার মোটিফ ব্যবহার করা হয়।
তারুণ্যের পোশাক টি–শার্টে প্যাঁচার মোটিফ বেশ জনপ্রিয়। যেকোনো রঙের টি–শার্টেই দেখা যায় প্যাঁচার নকশা।
একরঙা কুর্তির বুকজুড়ে প্যাঁচার মোটিফ দেখা যায় আজকাল। সঙ্গে ম্যাচ বা কনট্রাস্ট করে পাজামা, লেগিংস, পালাজো, চুড়িদার, পাতিয়ালা যা খুশি পরে নিতে পারেন।
প্যাঁচা মোটিফের ফ্যাশন অ্যাক্সেসরিজও পাওয়া যায় এখন। অক্সিডাইজের বড় প্যাঁচা পেন্ডেন্ট, প্যাঁচা দুল, প্যাঁচার মোটিফে আংটি এখন ফ্যাশন অনুষঙ্গ।
চাবির রিং হিসেবেও পাওয়া যায় প্যাঁচা।
আইকনিক ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বারবেরি ২০১২ সালে প্যাঁচার প্রিন্ট ফ্যাশনে অগ্রণী হয়েছিল। তারা প্যাঁচার আদলে হ্যান্ডব্যাগ এনেছিল। এখন ফ্যাশন আনুষঙ্গিক গয়না, টি-শার্ট এবং অন্তর্বাস প্যাঁচার প্রতীক দিয়ে সজ্জিত।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে