নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূজা শুরু হয়ে গেছে। শপিং মল, অনলাইন আর গিফট শপে ঘুরে বেড়ানো শুরু হয়েছে আরও ঢের আগে থেকেই। উৎসব মানে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য উপহার কেনা। শুধু উপহার কিনলেই হবে? উপহার পেয়ে যেন প্রিয়জনের মুখে হাসি ফোটে, তা-ও ভাবতে হবে।
এমন উপহার কিনুন যা প্রয়োজনও মেটাবে আবার যুগোপযোগীও হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, যেমন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, চাচা-চাচিদের জন্য পোশাক, বেডশিট, পিতলের পানদানি, থালাবাটি কিনতে পারেন। আবার চাকরিজীবী ও দীর্ঘদিন ঘুরতে বের হন না এমন ভ্রমণপ্রিয় দম্পতি আত্মীয়ের মন ভালো করতে বেড়াতে যাওয়ার টিকিট কেটে দিতে পারেন। দেওয়া যেতে পারে নতুন ঘর সাজানোর আসবাব ও উপকরণও।
টিনএজ ভাইবোন বা ছেলেমেয়ে থাকলে উপহার দেওয়া যেতে পারে গিফট কুপন, বই, মেকআপ কিট, শেভিং কিট, টি-শার্ট, হালকা ব্যায়ামের কিট ইত্যাদি।
পরিবারের পুরুষ সদস্যদের নতুন পোশাক উপহারের পাশাপাশি দেওয়া যেতে পারে ঘড়ি, টাই, বেল্ট, ব্রেসলেট, ওয়ালেট ইত্যাদি। অন্যদিকে নারী সদস্যদের জন্য বরাদ্দ থাকতে পারে স্বর্ণের ছোট্ট কোনো অলংকার। গৎবাঁধা এসব উপহারের বাইরে গিয়ে দিতে পারেন কুকিং অ্যাপ্লায়েন্সও।
যাঁরা লেখালেখি করতে পছন্দ করেন, তাঁদের জন্য নোটবুকও ভাবা যেতে পারে। অনেক বয়োজ্যেষ্ঠ সদস্য এখনো হাতে লিখতে পছন্দ করেন। নোটবুকের সঙ্গে ভালো কলমও উপহার দেওয়া যেতে পারে।
উপহারগুলো সুন্দর করে গিফট পেপারে মুড়িয়ে রঙিন ফিতায় বেঁধে তুলে দিন প্রিয়জনের হাতে।
পূজা শুরু হয়ে গেছে। শপিং মল, অনলাইন আর গিফট শপে ঘুরে বেড়ানো শুরু হয়েছে আরও ঢের আগে থেকেই। উৎসব মানে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য উপহার কেনা। শুধু উপহার কিনলেই হবে? উপহার পেয়ে যেন প্রিয়জনের মুখে হাসি ফোটে, তা-ও ভাবতে হবে।
এমন উপহার কিনুন যা প্রয়োজনও মেটাবে আবার যুগোপযোগীও হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, যেমন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, চাচা-চাচিদের জন্য পোশাক, বেডশিট, পিতলের পানদানি, থালাবাটি কিনতে পারেন। আবার চাকরিজীবী ও দীর্ঘদিন ঘুরতে বের হন না এমন ভ্রমণপ্রিয় দম্পতি আত্মীয়ের মন ভালো করতে বেড়াতে যাওয়ার টিকিট কেটে দিতে পারেন। দেওয়া যেতে পারে নতুন ঘর সাজানোর আসবাব ও উপকরণও।
টিনএজ ভাইবোন বা ছেলেমেয়ে থাকলে উপহার দেওয়া যেতে পারে গিফট কুপন, বই, মেকআপ কিট, শেভিং কিট, টি-শার্ট, হালকা ব্যায়ামের কিট ইত্যাদি।
পরিবারের পুরুষ সদস্যদের নতুন পোশাক উপহারের পাশাপাশি দেওয়া যেতে পারে ঘড়ি, টাই, বেল্ট, ব্রেসলেট, ওয়ালেট ইত্যাদি। অন্যদিকে নারী সদস্যদের জন্য বরাদ্দ থাকতে পারে স্বর্ণের ছোট্ট কোনো অলংকার। গৎবাঁধা এসব উপহারের বাইরে গিয়ে দিতে পারেন কুকিং অ্যাপ্লায়েন্সও।
যাঁরা লেখালেখি করতে পছন্দ করেন, তাঁদের জন্য নোটবুকও ভাবা যেতে পারে। অনেক বয়োজ্যেষ্ঠ সদস্য এখনো হাতে লিখতে পছন্দ করেন। নোটবুকের সঙ্গে ভালো কলমও উপহার দেওয়া যেতে পারে।
উপহারগুলো সুন্দর করে গিফট পেপারে মুড়িয়ে রঙিন ফিতায় বেঁধে তুলে দিন প্রিয়জনের হাতে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে