জীবনধারা ডেস্ক
সম্প্রতি রোমে অনুষ্ঠিত হলো বিখ্যাত ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারির ১৪০ বছর পূর্তির বিশেষ আয়োজন। ২০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। সাদা-কালো রঙের অফশোল্ডার গাউনের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন ২০০ ক্যারেট হীরার বুলগারি সারপেন্টি চোকার। মূলবান রত্নখচিত এই চোকারের দাম ছিল ৪৩ মিলিয়ন ইউএস ডলার।
বুলাগারির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে এই ছবি।
ভোগ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুসারে, ২০ মে বুলগারির ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সারপেন্টি ক্যাটাগরির এই চোকারটি পরেন। এতে ১৪০ ক্যারেটের সাতটি নাশপাতি কাটের হীরা বসানো রয়েছে। এ ছাড়া পুরো চোকারে আরও ছিল ৬৯৮টি বাগেত্তি কাট হীরা।
বুলগারির সর্পিল ঘরাণার চোকারটি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টা। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যানি হাথাওয়েসহ চীন, জাপান, তাইওয়ান ও ইতালি থেকে আসা আরও অনেক তারকা।
তবে এখানেই শেষ নয়, বুলগারির জুয়েলারি যে পিসির খুব পছন্দের, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইনস্টাগ্রামে আরও একটি ছবিতে দেখা গেছে, বোল্ড ডিপ ভি নেক ড্রেসের সঙ্গে তিনি পরেছেন এই ব্র্যান্ডেরই নীলকান্তমণির গলার হার ও আংটি।
২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাবপ্রাপ্ত প্রিয়ঙ্কা চোপড়া মাত্র ৪২ বছর বয়সের মধ্য়েই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হিসেবে ভূষিত হন। টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ছাড়া ২০১৭ সালে ফোর্বসের ১০০ জন্য শক্তিশালী নারীর তালিকায় তাঁর নাম ওঠে।
সূত্র : এমএসএন ডট কম
সম্প্রতি রোমে অনুষ্ঠিত হলো বিখ্যাত ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারির ১৪০ বছর পূর্তির বিশেষ আয়োজন। ২০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। সাদা-কালো রঙের অফশোল্ডার গাউনের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন ২০০ ক্যারেট হীরার বুলগারি সারপেন্টি চোকার। মূলবান রত্নখচিত এই চোকারের দাম ছিল ৪৩ মিলিয়ন ইউএস ডলার।
বুলাগারির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে এই ছবি।
ভোগ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুসারে, ২০ মে বুলগারির ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সারপেন্টি ক্যাটাগরির এই চোকারটি পরেন। এতে ১৪০ ক্যারেটের সাতটি নাশপাতি কাটের হীরা বসানো রয়েছে। এ ছাড়া পুরো চোকারে আরও ছিল ৬৯৮টি বাগেত্তি কাট হীরা।
বুলগারির সর্পিল ঘরাণার চোকারটি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টা। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যানি হাথাওয়েসহ চীন, জাপান, তাইওয়ান ও ইতালি থেকে আসা আরও অনেক তারকা।
তবে এখানেই শেষ নয়, বুলগারির জুয়েলারি যে পিসির খুব পছন্দের, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইনস্টাগ্রামে আরও একটি ছবিতে দেখা গেছে, বোল্ড ডিপ ভি নেক ড্রেসের সঙ্গে তিনি পরেছেন এই ব্র্যান্ডেরই নীলকান্তমণির গলার হার ও আংটি।
২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাবপ্রাপ্ত প্রিয়ঙ্কা চোপড়া মাত্র ৪২ বছর বয়সের মধ্য়েই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হিসেবে ভূষিত হন। টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ছাড়া ২০১৭ সালে ফোর্বসের ১০০ জন্য শক্তিশালী নারীর তালিকায় তাঁর নাম ওঠে।
সূত্র : এমএসএন ডট কম
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে