জুবায়ের আহম্মেদ
আমার ভাইভা বোর্ডের চেয়ারম্যান ছিলেন মো. শামীম আহসান স্যার। ভাইভায় আমার সিরিয়াল ছিল চতুর্থ। আমার ভাইভার সময় ছিল আনুমানিক ২০ মিনিট।
প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। এরপর সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। বসলাম।
চেয়ারম্যান: নাম কী?
আমি: স্যার মো. সোহেল রানা।
চেয়ারম্যান: কততম বিসিএস?
আমি: তৃতীয় বিসিএস।
চেয়ারম্যান: আগেরগুলোর কী অবস্থা?
আমি: স্যার ৪০তম বিসিএস নন-ক্যাডার, আর ৪১তম ভাইভা দিচ্ছি। আর সামনের ৪৩ ও ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছি।
চেয়ারম্যান: কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন?
আমি: স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে।
চেয়ারম্যান: মাস্টার্স শেষ হয়েছে কত সালে?
আমি: স্যার ২০১৮ সালে।
এক্সটার্নাল ১: আইপিএম কী? বুঝিয়ে বলেন?
আমি: স্যার Integrated Pest Management (IPM) refers to the combination of several practices to reduce pest population below Economic Injury level. Sir, প্রধানত IPM-এর মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে ক্ষতিকারক পোকা দমন করা হয় এবং উপকারী পোকাগুলো সংরক্ষণ করা হয়। স্যার Mainly four method practice করা হয় আইপিএমে। এগুলো হলো ১. Cultural method ২. Mechanical method ৩. Biological method এবং ৪. যদি ওপরের পদ্ধতিগুলো ব্যর্থ হয় তাহলে শেষে recommended pesticide 4R প্রয়োগ করা হয়। প্রত্যেক পদ্ধতির কিছু কিছু অনুশীলনের কথাও বললাম।
এক্সটার্নাল ১: আচ্ছা কিছু উপকারী পোকার নাম বলেন?
আমি: স্যার, Lady bird beetle, Dragon fly, Damsel fly etc.
চেয়ারম্যান: বলেন তো, Residual effect কী?
আমি: স্যার, insecticide apply করার পর এর অবশিষ্টাংশ মাটি, plant-এর পাতা, ফল ও গায়ে লেগে থাকে। এগুলোই পরবর্তী সময়ে মাটি, পানি ও পরিবেশ দূষণ করে। সবশেষে মানবদেহে চলে আসে। এটিই residual effect sir.
চেয়ারম্যান: Residual effect ভালো না খারাপ? আর কত দিন থাকলে সেটা ভালো?
আমি: sir খারাপ। স্যার যত কম দিন থাকবে তত ভালো। যত বেশি দিন থাকবে তত খারাপ। সাধারণত ৭ থেকে ১০ দিন থাকলে ভালো।
এক্সটার্নাল-১: সবচেয়ে বেশি insecticide ব্যবহার হয় কোন সবজি/ফসলে?
আমি: স্যার সবজি বললে বেগুন। আর ফসল বললে ধান।
এক্সটার্নাল-১: Insecticide কত প্রকার?
আমি: চার প্রকার। টাইপগুলো বললাম।
এক্সটার্নাল-১: আচ্ছা cypermethrin group-এর দুটি insecticide-এর নাম বলেন? আমি: Cypermen 10 EC, Ripcord 10 EC.
এক্সটার্নাল-১: মশা কোন order-এর insect?
আমি: sir Diptera order-এর।
এক্সটার্নাল-১: মশার Antennae type কী?
আমি: স্যার Female mosquito-এর ক্ষেত্রে pilose type, আর mosquito-এর plumose type.
এক্সটার্নাল-১: আচ্ছা, বাংলা গ্যাপ ও গ্লোবাল গ্যাপ সম্পর্কে জানেন কি?
আমি: সরি স্যার। জানা নেই।
এক্সটার্নাল-২: একটি বাড়ি, একটি খামারের উদ্দেশ্য কী?
আমি: স্যার, এটার নাম এখন ‘আমার বাড়ি আমার খামার’। স্যার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং সেই সঙ্গে অর্থের জোগান দেওয়া।
এক্সটার্নাল-২: করোনাকালে কৃষিতে সরকারের ভূমিকা কী?
আমি: বর্তমান কৃষিবান্ধব সরকার করোনাকালে কৃষিতে অনেক ভূমিকা রেখেছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে—পারিবারিক পুষ্টিবাগান করতে উৎসাহিত করা, নগদ অর্থসহায়তা প্রদান, কম্বাইন্ড হারভেস্টর বিতরণ ইত্যাদি।
এক্সটার্নাল-২: কত টাকা ভর্তুকি দিয়েছিল?
আমি: সরি স্যার, exactly মনে পড়ছে না।
এক্সটার্নাল-২: GAP কী?
আমি: স্যার, Good Agricultural Practices. সংজ্ঞাও বললাম।
এক্সটার্নাল-২: গত বছর সরকারের কৃষিতে প্রণোদনা কত?
আমি: Sorry sir.
এক্সটার্নাল-২: 4 IR কী? কৃষিতে কীভাবে?
আমি: স্যার Fourth Industrial Revolution. স্যার এটি প্রধানত টেকনোলজির ব্যবহারকে বোঝায়। আর কৃষি ক্ষেত্রে Artificial intelligence, sensor, Robotics এবং Dron-এর মাধ্যমে বালাইনাশক spray—ইত্যাদির ব্যবহারকে বোঝায় স্যার।
চেয়ারম্যান: কৃষিতে 4 IR সবচেয়ে বড় challenge কী?
আমি: স্যার বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আর বিশাল জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। স্যার কর্মসংস্থানে বিরাট সমস্যা হবে। তবে আমরা যদি তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে পারি, তবে এ সমস্যার সমাধান হবে। তা হলে টেকনোলজি বেসজড উন্নত কৃষিব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে স্যার।
চেয়ারম্যান: OK... আসতে পারেন।
আমি: Thank you স্যার।
তারপর কাগজপত্র নিয়ে ‘আস সালামু আলাইকুম’ বলে চলে এলাম।
মো. সোহেল রানা, ৪১তম বিসিএস (কৃষি ক্যাডার) সুপারিশপ্রাপ্ত
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
আমার ভাইভা বোর্ডের চেয়ারম্যান ছিলেন মো. শামীম আহসান স্যার। ভাইভায় আমার সিরিয়াল ছিল চতুর্থ। আমার ভাইভার সময় ছিল আনুমানিক ২০ মিনিট।
প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। এরপর সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। বসলাম।
চেয়ারম্যান: নাম কী?
আমি: স্যার মো. সোহেল রানা।
চেয়ারম্যান: কততম বিসিএস?
আমি: তৃতীয় বিসিএস।
চেয়ারম্যান: আগেরগুলোর কী অবস্থা?
আমি: স্যার ৪০তম বিসিএস নন-ক্যাডার, আর ৪১তম ভাইভা দিচ্ছি। আর সামনের ৪৩ ও ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছি।
চেয়ারম্যান: কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন?
আমি: স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে।
চেয়ারম্যান: মাস্টার্স শেষ হয়েছে কত সালে?
আমি: স্যার ২০১৮ সালে।
এক্সটার্নাল ১: আইপিএম কী? বুঝিয়ে বলেন?
আমি: স্যার Integrated Pest Management (IPM) refers to the combination of several practices to reduce pest population below Economic Injury level. Sir, প্রধানত IPM-এর মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে ক্ষতিকারক পোকা দমন করা হয় এবং উপকারী পোকাগুলো সংরক্ষণ করা হয়। স্যার Mainly four method practice করা হয় আইপিএমে। এগুলো হলো ১. Cultural method ২. Mechanical method ৩. Biological method এবং ৪. যদি ওপরের পদ্ধতিগুলো ব্যর্থ হয় তাহলে শেষে recommended pesticide 4R প্রয়োগ করা হয়। প্রত্যেক পদ্ধতির কিছু কিছু অনুশীলনের কথাও বললাম।
এক্সটার্নাল ১: আচ্ছা কিছু উপকারী পোকার নাম বলেন?
আমি: স্যার, Lady bird beetle, Dragon fly, Damsel fly etc.
চেয়ারম্যান: বলেন তো, Residual effect কী?
আমি: স্যার, insecticide apply করার পর এর অবশিষ্টাংশ মাটি, plant-এর পাতা, ফল ও গায়ে লেগে থাকে। এগুলোই পরবর্তী সময়ে মাটি, পানি ও পরিবেশ দূষণ করে। সবশেষে মানবদেহে চলে আসে। এটিই residual effect sir.
চেয়ারম্যান: Residual effect ভালো না খারাপ? আর কত দিন থাকলে সেটা ভালো?
আমি: sir খারাপ। স্যার যত কম দিন থাকবে তত ভালো। যত বেশি দিন থাকবে তত খারাপ। সাধারণত ৭ থেকে ১০ দিন থাকলে ভালো।
এক্সটার্নাল-১: সবচেয়ে বেশি insecticide ব্যবহার হয় কোন সবজি/ফসলে?
আমি: স্যার সবজি বললে বেগুন। আর ফসল বললে ধান।
এক্সটার্নাল-১: Insecticide কত প্রকার?
আমি: চার প্রকার। টাইপগুলো বললাম।
এক্সটার্নাল-১: আচ্ছা cypermethrin group-এর দুটি insecticide-এর নাম বলেন? আমি: Cypermen 10 EC, Ripcord 10 EC.
এক্সটার্নাল-১: মশা কোন order-এর insect?
আমি: sir Diptera order-এর।
এক্সটার্নাল-১: মশার Antennae type কী?
আমি: স্যার Female mosquito-এর ক্ষেত্রে pilose type, আর mosquito-এর plumose type.
এক্সটার্নাল-১: আচ্ছা, বাংলা গ্যাপ ও গ্লোবাল গ্যাপ সম্পর্কে জানেন কি?
আমি: সরি স্যার। জানা নেই।
এক্সটার্নাল-২: একটি বাড়ি, একটি খামারের উদ্দেশ্য কী?
আমি: স্যার, এটার নাম এখন ‘আমার বাড়ি আমার খামার’। স্যার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং সেই সঙ্গে অর্থের জোগান দেওয়া।
এক্সটার্নাল-২: করোনাকালে কৃষিতে সরকারের ভূমিকা কী?
আমি: বর্তমান কৃষিবান্ধব সরকার করোনাকালে কৃষিতে অনেক ভূমিকা রেখেছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে—পারিবারিক পুষ্টিবাগান করতে উৎসাহিত করা, নগদ অর্থসহায়তা প্রদান, কম্বাইন্ড হারভেস্টর বিতরণ ইত্যাদি।
এক্সটার্নাল-২: কত টাকা ভর্তুকি দিয়েছিল?
আমি: সরি স্যার, exactly মনে পড়ছে না।
এক্সটার্নাল-২: GAP কী?
আমি: স্যার, Good Agricultural Practices. সংজ্ঞাও বললাম।
এক্সটার্নাল-২: গত বছর সরকারের কৃষিতে প্রণোদনা কত?
আমি: Sorry sir.
এক্সটার্নাল-২: 4 IR কী? কৃষিতে কীভাবে?
আমি: স্যার Fourth Industrial Revolution. স্যার এটি প্রধানত টেকনোলজির ব্যবহারকে বোঝায়। আর কৃষি ক্ষেত্রে Artificial intelligence, sensor, Robotics এবং Dron-এর মাধ্যমে বালাইনাশক spray—ইত্যাদির ব্যবহারকে বোঝায় স্যার।
চেয়ারম্যান: কৃষিতে 4 IR সবচেয়ে বড় challenge কী?
আমি: স্যার বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আর বিশাল জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। স্যার কর্মসংস্থানে বিরাট সমস্যা হবে। তবে আমরা যদি তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে পারি, তবে এ সমস্যার সমাধান হবে। তা হলে টেকনোলজি বেসজড উন্নত কৃষিব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে স্যার।
চেয়ারম্যান: OK... আসতে পারেন।
আমি: Thank you স্যার।
তারপর কাগজপত্র নিয়ে ‘আস সালামু আলাইকুম’ বলে চলে এলাম।
মো. সোহেল রানা, ৪১তম বিসিএস (কৃষি ক্যাডার) সুপারিশপ্রাপ্ত
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগেজনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দুই ধরনের শূন্য পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগেসিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৫২ জন প্রার্থী। বুধবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ দিন আগেজনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটিতে অ্যাড অপারেশন পদে জনবল নেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ই-মেইলে অথবা সরাসরি প্রতিষ্ঠানের ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।
২ দিন আগে