শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতির সাবেক শিক্ষার্থী নাঈম আহম্মেদ রাজু। তিনি ৪১তম বিসিএসে কৃষি বিপণন ক্যাডার হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন।
ভাইভা বোর্ডে ১০-১২ মিনিটের মতো ছিলাম। প্রবেশের অনুমতি চেয়ে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে সালাম দিলাম। বসতে বললেন। আস্তে করে বসে পড়লাম।
চেয়ারম্যান স্যার: You have completed Master’s in Development and Poverty Studies. What is poverty rate in Bangladesh?
আমি: Sir, poverty rate 18.7%, extreme poverty 5.6%.
চেয়ারম্যান স্যার: এটা কীভাবে পাওয়া গেল?
আমি: খানা জরিপে স্যার।
চেয়ারম্যান স্যার: আপনার প্রথম পছন্দ অ্যাডমিন?
আমি: জি স্যার।
চেয়ারম্যান স্যার: সংবিধানের মূলনীতি বলেন।
আমি: ১. জাতীয়তাবাদ ২. সমাজতন্ত্র ৩. গণতন্ত্র ৪. ধর্মনিরপেক্ষতা
চেয়ারম্যান স্যার: আপনি ধর্মনিরপেক্ষতা মানেন?
আমি: বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে সংবিধান মেনে চলা আমার দায়িত্ব; তাই আমি অবশ্যই এটা মেনে চলার চেষ্টা করি।
চেয়ারম্যান স্যার: আচ্ছা, প্রশাসন ক্যাডার হয়ে কী করবেন?
আমি: ১. আমার ওপর ন্যস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করব।
২. একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলব। ৩. জনগণের কাছে গিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব।
চেয়ারম্যান স্যার: প্রশাসন ক্যাডারের লোকজন কি জনসেবা করেন?
আমি: জি স্যার, প্রশাসন ক্যাডার থেকে সবচেয়ে বেশি জনসেবা করা যায়। তা ছাড়া আমি দেখেছি, অনেক জেলার জেলা প্রশাসক প্রতি সপ্তাহে এক দিন গণশুনানি করে জনগণের বিভিন্ন সমস্যার সমাধান দেন।
এক্সটার্নাল-১: (AI) Artificial Intelligence-এর কিছু নেগেটিভ সাইড বলেন।
আমি: ১. মানুষ অলস হয়ে যাচ্ছে।
২. মানুষের সৃজনশীলতা কমে যাচ্ছে।
৩. শিক্ষা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।
এক্সটার্নাল-১: কৃষিতে 4IR-এর প্রভাব কী?
আমি: ১. কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও ২. খামারে না গিয়ে মনিটর করা।
এক্সটার্নাল-২: কৃষিতে তো জিডিপি কমে যাচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখেন?
আমি: এটা খুবই ইতিবাচক। কারণ, কৃষিতে জিডিপি কমার অর্থ আমাদের দেশ ধীরে ধীরে শিল্পোন্নত হচ্ছে। তা ছাড়া বিশ্বের অনেক উন্নত দেশ, যেমন USA, UK-তে কৃষি সেক্টরে জিডিপি ২ শতাংশের কম কমছে মানে এই নয়, কৃষির অবদান কমে যাচ্ছে। কৃষির উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। কিছু শিল্প ও সেবা সে তুলনায় অনেক বেশি বেড়েছে; তাই সামগ্রিক তুলনায় কৃষির জিডিপি কম মনে হচ্ছে।
এক্সটার্নাল-২: বাংলাদেশের কৃষিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব কী?
আমি: মূলত তিনটি ক্ষেত্রে প্রভাব পড়েছে। তা হলো ফুড, ফার্টিলাইজার ও ফুয়েল। গম রপ্তানি কমে গিয়ে সমগ্র বিশ্বে প্রভাব পড়েছে। জ্বালানি তেলের বাজার আর আমদানিতে প্রভাব পড়েছে।
এক্সটার্নাল-১: রাশিয়া কেন ইউক্রেন আক্রমণ করল?
আমি: নিরাপত্তা ইস্যুতে। যেহেতু ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চায়। তা ছাড়া কৃষ্ণসাগর এলাকায় আধিপত্য বজায় রাখার জন্য।
এক্সটার্নাল-২: আপনি তো প্রাইমারিতে আছেন। কী পড়ান প্রাইমারিতে?
আমি: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ইংরেজি।
এক্সটার্নাল-২: প্রাইমারি শিক্ষায় সমস্যা কী?
আমি: ১. প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য।
২. সরকারি বরাদ্দ তুলনামূলক কম।
৩. পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাব।
চেয়ারম্যান স্যার: বাংলাদেশের দারিদ্র্যের হার কমার কারণ কী?
আমি: বিগত ১৫ বছর বাংলাদেশ একটি ধারাবাহিক পরিকল্পনার মাধ্যমে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী পরিকল্পনা ২০৩০ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
চেয়ারম্যান স্যার: আপনি আসতে পারেন।
আমি: ধন্যবাদ স্যার।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতির সাবেক শিক্ষার্থী নাঈম আহম্মেদ রাজু। তিনি ৪১তম বিসিএসে কৃষি বিপণন ক্যাডার হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন।
ভাইভা বোর্ডে ১০-১২ মিনিটের মতো ছিলাম। প্রবেশের অনুমতি চেয়ে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে সালাম দিলাম। বসতে বললেন। আস্তে করে বসে পড়লাম।
চেয়ারম্যান স্যার: You have completed Master’s in Development and Poverty Studies. What is poverty rate in Bangladesh?
আমি: Sir, poverty rate 18.7%, extreme poverty 5.6%.
চেয়ারম্যান স্যার: এটা কীভাবে পাওয়া গেল?
আমি: খানা জরিপে স্যার।
চেয়ারম্যান স্যার: আপনার প্রথম পছন্দ অ্যাডমিন?
আমি: জি স্যার।
চেয়ারম্যান স্যার: সংবিধানের মূলনীতি বলেন।
আমি: ১. জাতীয়তাবাদ ২. সমাজতন্ত্র ৩. গণতন্ত্র ৪. ধর্মনিরপেক্ষতা
চেয়ারম্যান স্যার: আপনি ধর্মনিরপেক্ষতা মানেন?
আমি: বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে সংবিধান মেনে চলা আমার দায়িত্ব; তাই আমি অবশ্যই এটা মেনে চলার চেষ্টা করি।
চেয়ারম্যান স্যার: আচ্ছা, প্রশাসন ক্যাডার হয়ে কী করবেন?
আমি: ১. আমার ওপর ন্যস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করব।
২. একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলব। ৩. জনগণের কাছে গিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব।
চেয়ারম্যান স্যার: প্রশাসন ক্যাডারের লোকজন কি জনসেবা করেন?
আমি: জি স্যার, প্রশাসন ক্যাডার থেকে সবচেয়ে বেশি জনসেবা করা যায়। তা ছাড়া আমি দেখেছি, অনেক জেলার জেলা প্রশাসক প্রতি সপ্তাহে এক দিন গণশুনানি করে জনগণের বিভিন্ন সমস্যার সমাধান দেন।
এক্সটার্নাল-১: (AI) Artificial Intelligence-এর কিছু নেগেটিভ সাইড বলেন।
আমি: ১. মানুষ অলস হয়ে যাচ্ছে।
২. মানুষের সৃজনশীলতা কমে যাচ্ছে।
৩. শিক্ষা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।
এক্সটার্নাল-১: কৃষিতে 4IR-এর প্রভাব কী?
আমি: ১. কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও ২. খামারে না গিয়ে মনিটর করা।
এক্সটার্নাল-২: কৃষিতে তো জিডিপি কমে যাচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখেন?
আমি: এটা খুবই ইতিবাচক। কারণ, কৃষিতে জিডিপি কমার অর্থ আমাদের দেশ ধীরে ধীরে শিল্পোন্নত হচ্ছে। তা ছাড়া বিশ্বের অনেক উন্নত দেশ, যেমন USA, UK-তে কৃষি সেক্টরে জিডিপি ২ শতাংশের কম কমছে মানে এই নয়, কৃষির অবদান কমে যাচ্ছে। কৃষির উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। কিছু শিল্প ও সেবা সে তুলনায় অনেক বেশি বেড়েছে; তাই সামগ্রিক তুলনায় কৃষির জিডিপি কম মনে হচ্ছে।
এক্সটার্নাল-২: বাংলাদেশের কৃষিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব কী?
আমি: মূলত তিনটি ক্ষেত্রে প্রভাব পড়েছে। তা হলো ফুড, ফার্টিলাইজার ও ফুয়েল। গম রপ্তানি কমে গিয়ে সমগ্র বিশ্বে প্রভাব পড়েছে। জ্বালানি তেলের বাজার আর আমদানিতে প্রভাব পড়েছে।
এক্সটার্নাল-১: রাশিয়া কেন ইউক্রেন আক্রমণ করল?
আমি: নিরাপত্তা ইস্যুতে। যেহেতু ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চায়। তা ছাড়া কৃষ্ণসাগর এলাকায় আধিপত্য বজায় রাখার জন্য।
এক্সটার্নাল-২: আপনি তো প্রাইমারিতে আছেন। কী পড়ান প্রাইমারিতে?
আমি: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ইংরেজি।
এক্সটার্নাল-২: প্রাইমারি শিক্ষায় সমস্যা কী?
আমি: ১. প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য।
২. সরকারি বরাদ্দ তুলনামূলক কম।
৩. পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাব।
চেয়ারম্যান স্যার: বাংলাদেশের দারিদ্র্যের হার কমার কারণ কী?
আমি: বিগত ১৫ বছর বাংলাদেশ একটি ধারাবাহিক পরিকল্পনার মাধ্যমে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী পরিকল্পনা ২০৩০ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
চেয়ারম্যান স্যার: আপনি আসতে পারেন।
আমি: ধন্যবাদ স্যার।
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার্যালয়ে আট পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির বাছাই কমিটির চেয়ারম্যান সরকার হাসান শাহরিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেজনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দুই ধরনের শূন্য পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগেসিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৫২ জন প্রার্থী। বুধবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে