আমজাদ ইউনুস
প্রতিটি মুসলিমের জীবনে তাকওয়া এক অপরিহার্য অনুষঙ্গ। তাকওয়া পরকালীন সাফল্য ও মুক্তির চাবিকাঠি। তাকওয়া হলো মহান আল্লাহর ভয়, ভালোবাসা এবং অতিশয় শ্রদ্ধাসহকারে তাঁর আনুগত্য করা এবং তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা। পবিত্র কোরআন ও হাদিসের অনেক জায়গায় তাকওয়ার গুরুত্ব আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা এবং তাঁর রাসুল (সা.) মুমিনদের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন।
এরশাদ হয়েছে, ‘আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর। আর যদি কুফরি করো তাহলে আসমান ও জমিনে যা আছে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত।’ (সুরা নিসা: ১৩১)
আবু উমামা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বিদায় হাজের ভাষণে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় কর, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। রমজান মাসের রোজা রাখ, তোমাদের ধনদৌলতের জাকাত আদায় করো এবং তোমাদের আমিরের অনুসরণ করো, তবেই তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে।’ (তিরমিজি)
তাকওয়ার পার্থিব ও অপার্থিব উপকারিতা রয়েছে। তাকওয়ার ফলে আল্লাহ মানুষের কাজ সহজ করে দেন। তাকওয়া পার্থিব জগতে মানুষকে শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়।’ (সুরা আরাফ: ২০১)
তাকওয়া অর্জনকারী তার তাকওয়ার ফলে কষ্টের জীবন থেকে মুক্তি পায়। তাকওয়ার ফলে আমল বিশুদ্ধ হয় এবং গ্রহণযোগ্যতা লাভ করে। পাপ মোচন হয়। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন।’ (সুরা আহজাব: ৭০-৭১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
প্রতিটি মুসলিমের জীবনে তাকওয়া এক অপরিহার্য অনুষঙ্গ। তাকওয়া পরকালীন সাফল্য ও মুক্তির চাবিকাঠি। তাকওয়া হলো মহান আল্লাহর ভয়, ভালোবাসা এবং অতিশয় শ্রদ্ধাসহকারে তাঁর আনুগত্য করা এবং তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা। পবিত্র কোরআন ও হাদিসের অনেক জায়গায় তাকওয়ার গুরুত্ব আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা এবং তাঁর রাসুল (সা.) মুমিনদের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন।
এরশাদ হয়েছে, ‘আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর। আর যদি কুফরি করো তাহলে আসমান ও জমিনে যা আছে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত।’ (সুরা নিসা: ১৩১)
আবু উমামা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বিদায় হাজের ভাষণে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় কর, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। রমজান মাসের রোজা রাখ, তোমাদের ধনদৌলতের জাকাত আদায় করো এবং তোমাদের আমিরের অনুসরণ করো, তবেই তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে।’ (তিরমিজি)
তাকওয়ার পার্থিব ও অপার্থিব উপকারিতা রয়েছে। তাকওয়ার ফলে আল্লাহ মানুষের কাজ সহজ করে দেন। তাকওয়া পার্থিব জগতে মানুষকে শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়।’ (সুরা আরাফ: ২০১)
তাকওয়া অর্জনকারী তার তাকওয়ার ফলে কষ্টের জীবন থেকে মুক্তি পায়। তাকওয়ার ফলে আমল বিশুদ্ধ হয় এবং গ্রহণযোগ্যতা লাভ করে। পাপ মোচন হয়। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন।’ (সুরা আহজাব: ৭০-৭১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
৩ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
৩ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
৩ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
১ দিন আগে