ইজাজুল হক
সুরা আন-নাসর পবিত্র কোরআনের ১১০তম সুরা। এটি মদিনায় অবতীর্ণ। এর আয়াতসংখ্যা ৩। এই সুরায় মহানবী (সা.)-এর নবুয়তি মিশনের সমাপ্তির দিকের অবস্থা চিত্রিত হয়েছে। ইবনে আব্বাস (রা.) ওবায়দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করলেন, ‘সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা কোনটি?’ তিনি বললেন, ‘সুরা নাসর।’ (মুসলিম)
এই সুরার শুরুতে আল্লাহর সাহায্য ও বিজয়ের সুখবর দেওয়া হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসলামের যে মহান বার্তা মহানবী (সা.) পৃথিবীবাসীকে দিতে এসেছিলেন, তা পূর্ণতা পাচ্ছে খুব শিগগিরই। হক-বাতিল স্পষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম ধর্মের অনুসারীরা বিজয়ী জাতি হিসেবে পৃথিবীতে আবির্ভুত হচ্ছে। ফলে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে।
এমন সুন্দর মুহূর্তে মহানবী (সা.)-এর তিনটি করণীয়ের কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এক. আল্লাহর প্রশংসা করা, দুই. তাঁর পবিত্রতা ঘোষণা করা এবং তিন. তাঁর কাছে ক্ষমাপ্রার্থনা করা। তাফসিরকারগণ বলেন, এই তিনটি করণীয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, মহানবী (সা.)-এর মিশন সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। ফলে তিনি আল্লাহর কাছে চলে যাবেন। তাই তাঁর পবিত্রতা ও ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে।
এবার পড়ে নিন সুরা আন-নাসরের অনুবাদ। এরশাদ হয়েছে, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।’
(সুরা আন-নাসর: ১-৩)
সুরা আন-নাসর পবিত্র কোরআনের ১১০তম সুরা। এটি মদিনায় অবতীর্ণ। এর আয়াতসংখ্যা ৩। এই সুরায় মহানবী (সা.)-এর নবুয়তি মিশনের সমাপ্তির দিকের অবস্থা চিত্রিত হয়েছে। ইবনে আব্বাস (রা.) ওবায়দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করলেন, ‘সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা কোনটি?’ তিনি বললেন, ‘সুরা নাসর।’ (মুসলিম)
এই সুরার শুরুতে আল্লাহর সাহায্য ও বিজয়ের সুখবর দেওয়া হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসলামের যে মহান বার্তা মহানবী (সা.) পৃথিবীবাসীকে দিতে এসেছিলেন, তা পূর্ণতা পাচ্ছে খুব শিগগিরই। হক-বাতিল স্পষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম ধর্মের অনুসারীরা বিজয়ী জাতি হিসেবে পৃথিবীতে আবির্ভুত হচ্ছে। ফলে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে।
এমন সুন্দর মুহূর্তে মহানবী (সা.)-এর তিনটি করণীয়ের কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এক. আল্লাহর প্রশংসা করা, দুই. তাঁর পবিত্রতা ঘোষণা করা এবং তিন. তাঁর কাছে ক্ষমাপ্রার্থনা করা। তাফসিরকারগণ বলেন, এই তিনটি করণীয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, মহানবী (সা.)-এর মিশন সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। ফলে তিনি আল্লাহর কাছে চলে যাবেন। তাই তাঁর পবিত্রতা ও ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে।
এবার পড়ে নিন সুরা আন-নাসরের অনুবাদ। এরশাদ হয়েছে, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।’
(সুরা আন-নাসর: ১-৩)
আল্লাহ মানুষকে দুভাবে পরীক্ষা করেন। বিপদ দিয়ে এবং নিয়ামত দিয়ে। নিয়ামতের পরীক্ষা বিপদের পরীক্ষার চেয়ে কঠিন। বিপদের সময় মানুষ আল্লাহর স্মরণ করে; তার সাহায্য প্রার্থনা করে।
৮ ঘণ্টা আগেসমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ও আন্তরিকতার সম্পর্ক থাকা চাই। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও মজবুত সম্পর্ক তৈরি করতে মহানবী (সা.) ৬টি কর্তব্যের কথা বলেছেন, যা পালন
১ দিন আগেএখানে কারণগুলো তুলে ধরা হলো—অন্যায় জুলুম থেকে বাঁচার জন্য মজলুম ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে জালিমের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এ ক্ষেত্রে তার যে দোষ রয়েছে, তা সবিস্তারে তুলে ধরার অনুমতি আছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একবার আমরা
২ দিন আগেওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
৩ দিন আগে