ফারুক মেহেদী
করোনায় কেমন চলছে ব্যবসা? ব্যাটারি খাতের স্থানীয় ও রপ্তানি বাজারে কী প্রভাব? আগোরা কি বন্ধ হয়ে যাচ্ছে? এসব নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন সুপারশপ আগোরার উদ্যোক্তা ও রহিমআফরোজ বাংলাদেশের গ্রুপ পরিচালক নিয়াজ রহিম। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: করোনায় কেমন চলছে আপনাদের ব্যবসা?
নিয়াজ রহিম: করোনায় প্রায় সব অচল। কেউ ভালো নেই। প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত। আমরা তো বিশ্বস্বাস্থ্য সংস্থা আর বিশ্বব্যাংকের পরামর্শে চলি। যারা ওদের পরামর্শ থেকে সরে আসতে পেরেছে, তারা মোটামুটি ভালো। আমরা হলাম গরিব দেশ। আমরা লকডাউন করে আরও শেষ হয়ে যাচ্ছি। যত উন্নয়নশীল দেশ আছে, সবাই লকডাউন করে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছে।
আজকের পত্রিকা: তাহলে কীভাবে করোনার মোকাবিলা করা হবে?
নিয়াজ রহিম: করোনা তো আর চলে যাচ্ছে না। এর সঙ্গে যুদ্ধও করতে পারবেন না। একে মোকাবিলা করেই টিকে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে ইত্যাদি করবেন। জীবন তো বন্ধ করতে পারবেন না। কানাডার মতো দেশে সরকার ভর্তুকি দেয়। জনগণের কাছে খাবার পাঠায়, নগদ টাকা দেয়। আমাদের তো সেই উপায় নেই। এখানে সাধারণ মানুষই গরিব মানুষকে খাওয়াচ্ছে। অর্থনীতি তো একটা চক্র। এক জায়গায় বাধা পড়লে আরেক জায়গায় টান পড়ে।
আজকের পত্রিকা: আপনাদের মূল ব্যবসা তো ব্যাটারি। এ খাতের কী খবর?
নিয়াজ রহিম: ব্যবসা তো খুবই ভালো। তবে এখন করোনার কারণে ভুগছে। বেচাবিক্রি না হওয়ায় আর্থিক একটা বিপর্যয়ে পড়ে যাচ্ছি। নগদ অর্থের প্রবাহ কমে গেছে। আমাদের মূল হলো বিক্রি। বিক্রি না হলে রাজস্ব আসবে না। নগদ টাকা না থাকলে উৎপাদন করতে পারব না। বর্তমানে ব্যবসা প্রায় ৬০ শতাংশ নেই। দেড় বছর ধরে বলা যায় পুরো বাংলাদেশই তো অচল। কোনো প্রয়োজন না হলে কেউ বাইরে যাচ্ছে না। পণ্য কিনছে না। আমরা বিনিয়োগের জন্য খুঁজছি। টাকা পাচ্ছি না।
আজকের পত্রিকা: ব্যাটারির রপ্তানি বাজারের কী অবস্থা?
নিয়াজ রহিম: আমাদের ব্যাটারির রপ্তানি বাজারও বিশাল। প্রায় ৭৩টা দেশে আমাদের ব্যাটারি রপ্তানি হয়। রপ্তানি অর্ডার অনেক। তবে চাহিদামতো পণ্য উৎপাদন করতে পারছি না। সরবরাহও দিতে পারছি না। তারল্য সংকট প্রকট। ব্যাংকঋণ পাওয়া যাচ্ছে না। তা ছাড়া আয় না থাকলে ঋণ নিয়ে কী হবে? তা তো সুদসহ ফেরত দিতে হবে। এটা নিয়ে কেউ কথা বলছে না। আমরা নীরবে শেষ হয়ে যাচ্ছি।
আজকের পত্রিকা: সুপারশপ আগোরা কি বন্ধ হয়ে যাচ্ছে?
নিয়াজ রহিম: বন্ধ হচ্ছে না। আমরা আগোরা ছেড়ে দিচ্ছি। এটা এখন মীনাবাজার কর্তৃপক্ষ চালাবে। আমরা আর সুপারশপে থাকছি না, এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমি অসুস্থ হওয়ার পর সময় দিতে পারিনি। আর এটা হলো সার্বক্ষণিক ব্যবসা। সময় না দিতে পারলে এটাকে টেকানো কঠিন। আগোরা তো একটা ডিসপ্লে। এর পেছনে আছে বিশাল সাপ্লাই চেইন। মাঠ পর্যায় থেকে এখানে পণ্য চলে আসে বাধাহীনভাবে।
করোনায় কেমন চলছে ব্যবসা? ব্যাটারি খাতের স্থানীয় ও রপ্তানি বাজারে কী প্রভাব? আগোরা কি বন্ধ হয়ে যাচ্ছে? এসব নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন সুপারশপ আগোরার উদ্যোক্তা ও রহিমআফরোজ বাংলাদেশের গ্রুপ পরিচালক নিয়াজ রহিম। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: করোনায় কেমন চলছে আপনাদের ব্যবসা?
নিয়াজ রহিম: করোনায় প্রায় সব অচল। কেউ ভালো নেই। প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত। আমরা তো বিশ্বস্বাস্থ্য সংস্থা আর বিশ্বব্যাংকের পরামর্শে চলি। যারা ওদের পরামর্শ থেকে সরে আসতে পেরেছে, তারা মোটামুটি ভালো। আমরা হলাম গরিব দেশ। আমরা লকডাউন করে আরও শেষ হয়ে যাচ্ছি। যত উন্নয়নশীল দেশ আছে, সবাই লকডাউন করে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছে।
আজকের পত্রিকা: তাহলে কীভাবে করোনার মোকাবিলা করা হবে?
নিয়াজ রহিম: করোনা তো আর চলে যাচ্ছে না। এর সঙ্গে যুদ্ধও করতে পারবেন না। একে মোকাবিলা করেই টিকে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে ইত্যাদি করবেন। জীবন তো বন্ধ করতে পারবেন না। কানাডার মতো দেশে সরকার ভর্তুকি দেয়। জনগণের কাছে খাবার পাঠায়, নগদ টাকা দেয়। আমাদের তো সেই উপায় নেই। এখানে সাধারণ মানুষই গরিব মানুষকে খাওয়াচ্ছে। অর্থনীতি তো একটা চক্র। এক জায়গায় বাধা পড়লে আরেক জায়গায় টান পড়ে।
আজকের পত্রিকা: আপনাদের মূল ব্যবসা তো ব্যাটারি। এ খাতের কী খবর?
নিয়াজ রহিম: ব্যবসা তো খুবই ভালো। তবে এখন করোনার কারণে ভুগছে। বেচাবিক্রি না হওয়ায় আর্থিক একটা বিপর্যয়ে পড়ে যাচ্ছি। নগদ অর্থের প্রবাহ কমে গেছে। আমাদের মূল হলো বিক্রি। বিক্রি না হলে রাজস্ব আসবে না। নগদ টাকা না থাকলে উৎপাদন করতে পারব না। বর্তমানে ব্যবসা প্রায় ৬০ শতাংশ নেই। দেড় বছর ধরে বলা যায় পুরো বাংলাদেশই তো অচল। কোনো প্রয়োজন না হলে কেউ বাইরে যাচ্ছে না। পণ্য কিনছে না। আমরা বিনিয়োগের জন্য খুঁজছি। টাকা পাচ্ছি না।
আজকের পত্রিকা: ব্যাটারির রপ্তানি বাজারের কী অবস্থা?
নিয়াজ রহিম: আমাদের ব্যাটারির রপ্তানি বাজারও বিশাল। প্রায় ৭৩টা দেশে আমাদের ব্যাটারি রপ্তানি হয়। রপ্তানি অর্ডার অনেক। তবে চাহিদামতো পণ্য উৎপাদন করতে পারছি না। সরবরাহও দিতে পারছি না। তারল্য সংকট প্রকট। ব্যাংকঋণ পাওয়া যাচ্ছে না। তা ছাড়া আয় না থাকলে ঋণ নিয়ে কী হবে? তা তো সুদসহ ফেরত দিতে হবে। এটা নিয়ে কেউ কথা বলছে না। আমরা নীরবে শেষ হয়ে যাচ্ছি।
আজকের পত্রিকা: সুপারশপ আগোরা কি বন্ধ হয়ে যাচ্ছে?
নিয়াজ রহিম: বন্ধ হচ্ছে না। আমরা আগোরা ছেড়ে দিচ্ছি। এটা এখন মীনাবাজার কর্তৃপক্ষ চালাবে। আমরা আর সুপারশপে থাকছি না, এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমি অসুস্থ হওয়ার পর সময় দিতে পারিনি। আর এটা হলো সার্বক্ষণিক ব্যবসা। সময় না দিতে পারলে এটাকে টেকানো কঠিন। আগোরা তো একটা ডিসপ্লে। এর পেছনে আছে বিশাল সাপ্লাই চেইন। মাঠ পর্যায় থেকে এখানে পণ্য চলে আসে বাধাহীনভাবে।
ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন। পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি মনজুরুল ইসলাম।
০৩ অক্টোবর ২০২৪বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, সুফি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো বিভাজনমূলক এজেন্ডায় রাজনীতির দাবার গুটি হিসেবে ব্যবহৃত না হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা দৃঢ়ভাবে কোনো সাম্প্রদায়িক ফাঁদে আটকা পড়তে দৃঢ়ভাবে অস্বীকার করি। কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না।
০৪ সেপ্টেম্বর ২০২৪‘আমি এটাকে ঠিক রাজনৈতিক ভাবাদর্শ বলব না। আমি এটাকে বলব, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সেটা আমার পারিবারিক শিক্ষা। আমাদের ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু করে যেকোনো ক্ষেত্রে প্রয়োজনে পরিবারের বড়দের সাথে আমরা দ্বিমত পোষণ করতে পেরেছি। ছোট থেকে বড়, কারও কোনো কথা বা কাজ ভুল মনে হলে সেটাকে আমরা তার প্রতি স
৩১ আগস্ট ২০২৪একেক মানুষ বেছে নেন একেক পেশা। তাঁদের মধ্যে কারও কারও পেশা একটু ভিন্ন ধরনের। যেমন—মো. মুনসুর আলী ওরফে মন্টু খলিফা। বাপ-দাদার পেশাকে ভালোবেসে শিশুদের খতনা করানো বা হাজামের কাজ বেছে নিয়েছেন পেশা হিসেবে। জীবনে পার করেছেন প্রায় ৮৫ বছর। জানিয়েছেন গত ৬০ বছরে ২ লাখের বেশি শিশুর মুসলমানি বা সুন্নতে খতনা দিয়
৩০ মার্চ ২০২৪