অনলাইন ডেস্ক
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্তেজনা টান টান রূপ নিয়েছে। এবার ভিন দেশে গুপ্তচরবৃত্তি নিয়ে দুই পরাশক্তির মধ্যে দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র বলছে, প্রতিবেশী কিউবায় ঘাঁটি গেড়ে চীন তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। এবিষয়ে চীনের কাছে উদ্বেগ তুলে ধরা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।
এই সপ্তাহেই আরো পরের দিকে বেইজিং সফরের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। তার আগে গতকাল সোমবার তিনি বলেন, বিশ্বজুড়ে সামরিক শক্তি প্রদর্শনের একটি চীনা প্রচেষ্টার গতি থামাতে বাইডেন প্রশাসন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে।
কিউবায় গুপ্তচরবৃত্তির চেষ্টা চলছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদ সম্মেলনে এই কথা বলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক।
গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, চীন কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করতে চাইছে। তবে কিউবা এবং চীন এই দাবি অস্বীকার করেছে।
ব্লিংকেন সাংবাদিকদের বলেন, ‘চীন এখন গোটা বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। কিউবায় তাদের গুপ্তচর ঘাঁটির বিষয়টি এই পরিপ্রেক্ষিতে দেখতে হবে। তবে বাইডেন ২০২১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। ফলে চীন যে দ্রুত প্রভাব বিস্তার করতে চাইছিল, তা আর এখন সম্ভব হচ্ছে না।’
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ক এখন বেশ উত্তেজনাকর। তবে চীনের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করতে চান না প্রেসিডেন্ট বাইডেন। তাই কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি তৈরির খবরের পরেও পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের চীন সফর বাতিল হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ক খারাপ। অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তারপরও প্রেসিডেন্ট চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চান।’
তবে যুক্তরাষ্ট্র কূটকৌশলের আশ্রয় নিয়ে আলোচনায় আগ্রহ দেখানোর ‘মোহ’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে চীন। ব্লিংকেনের সফরের কয়েকদিন আগে চীনের রাষ্ট্রায়ত্ত সামাজিক যোগাযোগের মাধ্যমের ভাষ্যকার এই অভিযোগ তুললেন।
চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ও পাল্টায় যুক্তরাষ্ট্রের আলোচনার আগ্রহে আন্তরিকতা নিয়ে চীনের সংশয় এই সফরের ওপর কালো ছায়া ফেলেছে।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্তেজনা টান টান রূপ নিয়েছে। এবার ভিন দেশে গুপ্তচরবৃত্তি নিয়ে দুই পরাশক্তির মধ্যে দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র বলছে, প্রতিবেশী কিউবায় ঘাঁটি গেড়ে চীন তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। এবিষয়ে চীনের কাছে উদ্বেগ তুলে ধরা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।
এই সপ্তাহেই আরো পরের দিকে বেইজিং সফরের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। তার আগে গতকাল সোমবার তিনি বলেন, বিশ্বজুড়ে সামরিক শক্তি প্রদর্শনের একটি চীনা প্রচেষ্টার গতি থামাতে বাইডেন প্রশাসন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে।
কিউবায় গুপ্তচরবৃত্তির চেষ্টা চলছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদ সম্মেলনে এই কথা বলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক।
গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, চীন কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করতে চাইছে। তবে কিউবা এবং চীন এই দাবি অস্বীকার করেছে।
ব্লিংকেন সাংবাদিকদের বলেন, ‘চীন এখন গোটা বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। কিউবায় তাদের গুপ্তচর ঘাঁটির বিষয়টি এই পরিপ্রেক্ষিতে দেখতে হবে। তবে বাইডেন ২০২১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। ফলে চীন যে দ্রুত প্রভাব বিস্তার করতে চাইছিল, তা আর এখন সম্ভব হচ্ছে না।’
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ক এখন বেশ উত্তেজনাকর। তবে চীনের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করতে চান না প্রেসিডেন্ট বাইডেন। তাই কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি তৈরির খবরের পরেও পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের চীন সফর বাতিল হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ক খারাপ। অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তারপরও প্রেসিডেন্ট চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চান।’
তবে যুক্তরাষ্ট্র কূটকৌশলের আশ্রয় নিয়ে আলোচনায় আগ্রহ দেখানোর ‘মোহ’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে চীন। ব্লিংকেনের সফরের কয়েকদিন আগে চীনের রাষ্ট্রায়ত্ত সামাজিক যোগাযোগের মাধ্যমের ভাষ্যকার এই অভিযোগ তুললেন।
চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ও পাল্টায় যুক্তরাষ্ট্রের আলোচনার আগ্রহে আন্তরিকতা নিয়ে চীনের সংশয় এই সফরের ওপর কালো ছায়া ফেলেছে।
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১৩ ঘণ্টা আগে