অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে আরও সাতজন।
বিবিসির খবরে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্ট স্কুলে বন্দুক হামলা হয়। স্কুলের গেট বন্ধ থাকার পরও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে তা জানা যায়নি।
হামলার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। সেন্ট লুইস পাবলিক স্কুল জানায়, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত আটকাতে’ পারায় হতাহতের সংখ্যা বাড়তে পারেনি।
পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং তিনি স্কুলটির সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় হামলাকারী। তবে স্কুলে কেন হামলা চালান তিনি তা জানা যায়নি।
সেন্ট লুইসের পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানান, হামলার খবরে শিক্ষার্থীরা ভয়ে ছুটতে থাকে। পরিস্থিতি দেখে স্কুল স্টাফরা দ্রুত পুলিশকে খবর দেন। ওই বন্দুকধারীর কাছে শতাধিক বুলেট এবং প্রায় এক ডজন উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন ছিল বলে জানান তিনি।
এই হামলাকে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেন মাইকেল স্যাক। এফবিআইয়ের প্রতিনিধিরা ঘটনাটি তদন্ত করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে আরও সাতজন।
বিবিসির খবরে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্ট স্কুলে বন্দুক হামলা হয়। স্কুলের গেট বন্ধ থাকার পরও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে তা জানা যায়নি।
হামলার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। সেন্ট লুইস পাবলিক স্কুল জানায়, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত আটকাতে’ পারায় হতাহতের সংখ্যা বাড়তে পারেনি।
পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং তিনি স্কুলটির সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় হামলাকারী। তবে স্কুলে কেন হামলা চালান তিনি তা জানা যায়নি।
সেন্ট লুইসের পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানান, হামলার খবরে শিক্ষার্থীরা ভয়ে ছুটতে থাকে। পরিস্থিতি দেখে স্কুল স্টাফরা দ্রুত পুলিশকে খবর দেন। ওই বন্দুকধারীর কাছে শতাধিক বুলেট এবং প্রায় এক ডজন উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন ছিল বলে জানান তিনি।
এই হামলাকে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেন মাইকেল স্যাক। এফবিআইয়ের প্রতিনিধিরা ঘটনাটি তদন্ত করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে