অনলাইন ডেস্ক
গর্ভপাত করাতে ইচ্ছুক নারীদের গোপনীয়তা রক্ষা জোরদার করতে নতুন বিধিমালা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। গতকাল সোমবার জারি করা এই আইনে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত গোপন স্বাস্থ্য তথ্য প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের নাগরিক অধিকার কার্যালয়ের মাধ্যমে জারি করা নতুন আইনটি ১৯৯৬ সালের হেলথ ইনস্যুরেন্স পোর্টেবিলিটি অ্যাক্টের (এইচআইপিএএ) গোপনীয়তা বিধির আওতায় বিদ্যমান বিধানগুলোকে আরও দৃঢ় করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, যেসব অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ সেসব রাজ্যের নারীদের সুরক্ষার লক্ষ্যে এ আইন জারি করা হয়েছে। আইনত গর্ভপাত করানোর জন্য তাঁদের অঙ্গরাজ্যের বাইরে যেতে হয়। অঙ্গরাজ্যগুলোতে গর্ভপাতের অধিকার সীমাবদ্ধ করার পর থেকে এই সংখ্যা বেড়েছে।
গর্ভপাতের অধিকার সমর্থনকারী গবেষণা দল গাটম্যাচার ইনস্টিটিউট বলছে, ২০২৩ সালের প্রথম অর্ধেকে প্রায় ৯২ হাজার ১০০ নারী গর্ভপাত করানোর জন্য অঙ্গরাজ্যের বাইরে যান। ২০২০ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি।
অ্যালাবামা, ওকলাহোমা ও আইডাহোর মতো অঙ্গরাজ্যগুলোতে এজাতীয় ভ্রমণে সহায়তা করা বা অর্থ প্রদান করাকে অপরাধ হিসেবে বন্ধ করার চেষ্টা চলছে। আলাবামা ও আইডাহোতে এ ধরনের পদক্ষেপ নিয়ে মামলা চলছে। এই নিয়ম গর্ভপাত করে বা এর জন্য অর্থ দেয় এমন স্বাস্থ্যসেবা সরবরাহকারী, বিমাকারী বা অন্যান্য সংস্থাকেও সুরক্ষা দেয়।
বাইডেন বলেন, ‘বৈধ প্রজনন স্বাস্থ্যসেবা চাওয়া বা পাওয়ার কারণে কারও মেডিকেল রেকর্ড তাদের, চিকিৎসক বা প্রিয়জনের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়।’
এ আইনের ঘোষণা করে স্বাস্থ্য ও মানবসেবা সচিব জেভিয়ার বেসেরা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রত্যেক আমেরিকানের গোপনীয়তা রক্ষার অধিকার রয়েছে, বিশেষ করে এটি যখন তাদের খুব গোপন, খুব ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য হয়।
এ আইনে বিশেষ করে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত গোপন স্বাস্থ্য তথ্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গর্ভপাতের মতো প্রজনন স্বাস্থ্যসেবা পেতে, সরবরাহ বা সহজতর করতে চাওয়া ব্যক্তি, সরবরাহকারী বা অন্যদের শনাক্তকরণ, তদন্ত বা শাস্তি দেওয়ার চেষ্টা করার সময় এসব তথ্য ব্যবহার করা যাবে না।
তবে এ আইন শুধু তখনই কার্যকর হবে, যখন সেবাটি বৈধ প্রক্রিয়ায় নেওয়া হবে। অর্থাৎ ওই সব অঙ্গরাজ্যে এ আইন কার্যকর হবে না, যেখানে গর্ভপাত অবৈধ। যারা অঙ্গরাজ্যের বাইরে গিয়ে গর্ভপাত করায়, তাদের ক্ষেত্রেও এ আইন কার্যকর হবে।
গর্ভপাত করাতে ইচ্ছুক নারীদের গোপনীয়তা রক্ষা জোরদার করতে নতুন বিধিমালা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। গতকাল সোমবার জারি করা এই আইনে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত গোপন স্বাস্থ্য তথ্য প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের নাগরিক অধিকার কার্যালয়ের মাধ্যমে জারি করা নতুন আইনটি ১৯৯৬ সালের হেলথ ইনস্যুরেন্স পোর্টেবিলিটি অ্যাক্টের (এইচআইপিএএ) গোপনীয়তা বিধির আওতায় বিদ্যমান বিধানগুলোকে আরও দৃঢ় করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, যেসব অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ সেসব রাজ্যের নারীদের সুরক্ষার লক্ষ্যে এ আইন জারি করা হয়েছে। আইনত গর্ভপাত করানোর জন্য তাঁদের অঙ্গরাজ্যের বাইরে যেতে হয়। অঙ্গরাজ্যগুলোতে গর্ভপাতের অধিকার সীমাবদ্ধ করার পর থেকে এই সংখ্যা বেড়েছে।
গর্ভপাতের অধিকার সমর্থনকারী গবেষণা দল গাটম্যাচার ইনস্টিটিউট বলছে, ২০২৩ সালের প্রথম অর্ধেকে প্রায় ৯২ হাজার ১০০ নারী গর্ভপাত করানোর জন্য অঙ্গরাজ্যের বাইরে যান। ২০২০ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি।
অ্যালাবামা, ওকলাহোমা ও আইডাহোর মতো অঙ্গরাজ্যগুলোতে এজাতীয় ভ্রমণে সহায়তা করা বা অর্থ প্রদান করাকে অপরাধ হিসেবে বন্ধ করার চেষ্টা চলছে। আলাবামা ও আইডাহোতে এ ধরনের পদক্ষেপ নিয়ে মামলা চলছে। এই নিয়ম গর্ভপাত করে বা এর জন্য অর্থ দেয় এমন স্বাস্থ্যসেবা সরবরাহকারী, বিমাকারী বা অন্যান্য সংস্থাকেও সুরক্ষা দেয়।
বাইডেন বলেন, ‘বৈধ প্রজনন স্বাস্থ্যসেবা চাওয়া বা পাওয়ার কারণে কারও মেডিকেল রেকর্ড তাদের, চিকিৎসক বা প্রিয়জনের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়।’
এ আইনের ঘোষণা করে স্বাস্থ্য ও মানবসেবা সচিব জেভিয়ার বেসেরা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রত্যেক আমেরিকানের গোপনীয়তা রক্ষার অধিকার রয়েছে, বিশেষ করে এটি যখন তাদের খুব গোপন, খুব ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য হয়।
এ আইনে বিশেষ করে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত গোপন স্বাস্থ্য তথ্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গর্ভপাতের মতো প্রজনন স্বাস্থ্যসেবা পেতে, সরবরাহ বা সহজতর করতে চাওয়া ব্যক্তি, সরবরাহকারী বা অন্যদের শনাক্তকরণ, তদন্ত বা শাস্তি দেওয়ার চেষ্টা করার সময় এসব তথ্য ব্যবহার করা যাবে না।
তবে এ আইন শুধু তখনই কার্যকর হবে, যখন সেবাটি বৈধ প্রক্রিয়ায় নেওয়া হবে। অর্থাৎ ওই সব অঙ্গরাজ্যে এ আইন কার্যকর হবে না, যেখানে গর্ভপাত অবৈধ। যারা অঙ্গরাজ্যের বাইরে গিয়ে গর্ভপাত করায়, তাদের ক্ষেত্রেও এ আইন কার্যকর হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২১ মিনিট আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
১ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
১০ ঘণ্টা আগে