অনলাইন ডেস্ক
সেতুর নিচে একটি ট্রাকের ভেতরে আটকা ছিলেন এটির চলক। দুই-চার ঘণ্টা এমনকি এক-দুই দিন নয়, ছয় দিন ধরে। তার পরই দুজন জেলে খালের পাড়ে যান মাছ ধরতে। এ সময়ই তাঁর সন্ধান পান। আশ্চর্য এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে।
পুলিশ জানায়, মারিয়ো গার্সিয়া ও তাঁর মেয়ের জামাই নিভার্দো দে লা অবসরটা কাটানোর জন্য মাছ ধরতে যান খালের পাড়ে। তাঁরা আশা করেছিলেন মাছ আশ্রয় নিয়েছে এমন কোনো জলে ভরপুর গর্ত পেয়ে যাবেন। তবে মাছের বদলে তাঁরা পেলেন ২৭ বছর বয়স্ক ম্যাথু রেমকে।
২০ ডিসেম্বর ইন্টারস্টেট ৯৪ নামে পরিচিত রাস্তায় দুর্ঘটনায় পড়া ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়। আর বিধ্বস্ত ট্রাকের মধ্যে আটকা পড়েন এর চালক। ২৬ ডিসেম্বর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়ার পর পুলিশকে খবর দেন জেলেরা। সেতুটির অবস্থান পোর্টেজ শহরের কাছে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
এদিকে ম্যাথু রেমের একটি পা কেটে ফেলতে হয়েছে হাসপাতালে নেওয়ার পর। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
গার্সিয়া ও তাঁর মেয়েজামাই খোঁজ পাওয়ার পর রেম জানান, তিনি বিধ্বস্ত ট্রাকটিতে নিজের সিট বা আসনে এভাবে আটকা পড়েছেন যে কোনোভাবেই বের হতে পারেননি। তিনি পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতও পেয়েছিলেন।
‘তিনি চিৎকার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ তাঁর কথা শোনেনি’ বলে গার্সিয়া জানান।
রেম ট্রাকটি চালালেও মূলত একটি কোম্পানিতে উয়েল্ডিংয়ের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কোনো খাবার ছিল না। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি পান করে বেঁচে ছিলেন।
ইন্ডিয়ানা স্টেট পুলিশের সার্জেন্ট গ্লেন ফিফিল্ডের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, উদ্ধার করা চালককে সাউথ ব্লেন্ডের মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি যদি সৌভাগ্যবশত খালের কাছে না আসতেন, তবে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। কারণ জেলেরা ওই ট্রাক খুঁজে পাওয়ার আগে এ ধরনের কোনো সড়ক দুর্ঘটনার খবর তাঁরা জানতেন না।
জেলেরা জানান, তাঁরা লোকটিকে এভাবে আবিষ্কার করতে পেরে এবং তাঁকে উদ্ধারে ভূমিকা রাখতে পেরে খুবই খুশি হয়েছেন।
‘তাঁরা প্রথমে ভেবেছিলেন একজন মৃত ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। তার পরই তাঁদের একজন তাঁকে স্পর্শ করলে তিনি মাথা ঘুরিয়ে কথা বলতে শুরু করেন।’ ফিফিল্ড এক সংবাদ সম্মেলনে বলেন।
‘অনেক শীতল একটি রাত আজ এবং এটি পার করা মুশকিল হতো তাঁর জন্য’ ঘটনার রাতে সার্জেন্ট ফিফিল্ড বলেন, ‘অবশ্য এটি আমার ব্যক্তিগত মতামত।’
পোর্টেজ ও বার্নস হারবার ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারীদের লোকটিকে মুক্ত করতে কয়েক ঘণ্টা সময় লাগে বলে জানায় পুলিশ। কারণ গড়িটি রীতিমতো ধ্বংসাবশেষে পরিণত হয় এবং এর ভেতর থেকে চালককে উদ্ধার করা বেশ কঠিন একটি কাজ ছিল।
গার্সিয়া বলেন, ‘তিনি (ট্রাকচালক) আমাকে বলেছিলেন যে অনেক সময় ধরে এখানে আছেন। অপেক্ষা করতে করতে আশাহত হয়ে পড়েছিলেন। এই জায়গায় মানুষের আনাগোনা ছিল না।’
এদিকে স্থানীয় সময় বুধবার সকালে ওই ট্রাকচালকের বাঁ পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়।
দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষের ধারণা, ইন্টারস্টেট ৯৪ ধরে পশ্চিমে যাচ্ছিলেন ম্যাথু রেম। ১৯ মাইল চিহ্নিত ফলকের কাছে গাড়িটি কোনো কারণে ছিটকে সেতুর নিচে আছড়ে পড়ে।
সূত্র: বিবিসি, সিএনবিসি নিউজ
সেতুর নিচে একটি ট্রাকের ভেতরে আটকা ছিলেন এটির চলক। দুই-চার ঘণ্টা এমনকি এক-দুই দিন নয়, ছয় দিন ধরে। তার পরই দুজন জেলে খালের পাড়ে যান মাছ ধরতে। এ সময়ই তাঁর সন্ধান পান। আশ্চর্য এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে।
পুলিশ জানায়, মারিয়ো গার্সিয়া ও তাঁর মেয়ের জামাই নিভার্দো দে লা অবসরটা কাটানোর জন্য মাছ ধরতে যান খালের পাড়ে। তাঁরা আশা করেছিলেন মাছ আশ্রয় নিয়েছে এমন কোনো জলে ভরপুর গর্ত পেয়ে যাবেন। তবে মাছের বদলে তাঁরা পেলেন ২৭ বছর বয়স্ক ম্যাথু রেমকে।
২০ ডিসেম্বর ইন্টারস্টেট ৯৪ নামে পরিচিত রাস্তায় দুর্ঘটনায় পড়া ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়। আর বিধ্বস্ত ট্রাকের মধ্যে আটকা পড়েন এর চালক। ২৬ ডিসেম্বর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়ার পর পুলিশকে খবর দেন জেলেরা। সেতুটির অবস্থান পোর্টেজ শহরের কাছে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
এদিকে ম্যাথু রেমের একটি পা কেটে ফেলতে হয়েছে হাসপাতালে নেওয়ার পর। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
গার্সিয়া ও তাঁর মেয়েজামাই খোঁজ পাওয়ার পর রেম জানান, তিনি বিধ্বস্ত ট্রাকটিতে নিজের সিট বা আসনে এভাবে আটকা পড়েছেন যে কোনোভাবেই বের হতে পারেননি। তিনি পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতও পেয়েছিলেন।
‘তিনি চিৎকার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ তাঁর কথা শোনেনি’ বলে গার্সিয়া জানান।
রেম ট্রাকটি চালালেও মূলত একটি কোম্পানিতে উয়েল্ডিংয়ের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কোনো খাবার ছিল না। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি পান করে বেঁচে ছিলেন।
ইন্ডিয়ানা স্টেট পুলিশের সার্জেন্ট গ্লেন ফিফিল্ডের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, উদ্ধার করা চালককে সাউথ ব্লেন্ডের মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি যদি সৌভাগ্যবশত খালের কাছে না আসতেন, তবে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। কারণ জেলেরা ওই ট্রাক খুঁজে পাওয়ার আগে এ ধরনের কোনো সড়ক দুর্ঘটনার খবর তাঁরা জানতেন না।
জেলেরা জানান, তাঁরা লোকটিকে এভাবে আবিষ্কার করতে পেরে এবং তাঁকে উদ্ধারে ভূমিকা রাখতে পেরে খুবই খুশি হয়েছেন।
‘তাঁরা প্রথমে ভেবেছিলেন একজন মৃত ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। তার পরই তাঁদের একজন তাঁকে স্পর্শ করলে তিনি মাথা ঘুরিয়ে কথা বলতে শুরু করেন।’ ফিফিল্ড এক সংবাদ সম্মেলনে বলেন।
‘অনেক শীতল একটি রাত আজ এবং এটি পার করা মুশকিল হতো তাঁর জন্য’ ঘটনার রাতে সার্জেন্ট ফিফিল্ড বলেন, ‘অবশ্য এটি আমার ব্যক্তিগত মতামত।’
পোর্টেজ ও বার্নস হারবার ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারীদের লোকটিকে মুক্ত করতে কয়েক ঘণ্টা সময় লাগে বলে জানায় পুলিশ। কারণ গড়িটি রীতিমতো ধ্বংসাবশেষে পরিণত হয় এবং এর ভেতর থেকে চালককে উদ্ধার করা বেশ কঠিন একটি কাজ ছিল।
গার্সিয়া বলেন, ‘তিনি (ট্রাকচালক) আমাকে বলেছিলেন যে অনেক সময় ধরে এখানে আছেন। অপেক্ষা করতে করতে আশাহত হয়ে পড়েছিলেন। এই জায়গায় মানুষের আনাগোনা ছিল না।’
এদিকে স্থানীয় সময় বুধবার সকালে ওই ট্রাকচালকের বাঁ পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়।
দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষের ধারণা, ইন্টারস্টেট ৯৪ ধরে পশ্চিমে যাচ্ছিলেন ম্যাথু রেম। ১৯ মাইল চিহ্নিত ফলকের কাছে গাড়িটি কোনো কারণে ছিটকে সেতুর নিচে আছড়ে পড়ে।
সূত্র: বিবিসি, সিএনবিসি নিউজ
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৩০ মিনিট আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৩ ঘণ্টা আগে