অনলাইন ডেস্ক
গত আগস্টে পর্বতারোহণে গিয়ে মারা যান যুক্তরাষ্ট্রের কলোরাডোর বাসিন্দা রিচ মুর। তবে অলৌকিকভাবে বেঁচে যায় তাঁর পোষা কুকুরটি। শুধু তা-ই নয়, মৃত্যুর দুই মাস পর গত মাসে মুরের মরদেহটি উদ্ধারের সময় ওই কুকুরকেও ঘটনাস্থলে পাওয়া গেছে। টানা দুই মাস ধরে মালিকের মরদেহটি পাহারা দিয়েছে প্রাণীটি।
আজ মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী রিচ মুর গত আগস্টে রকি মাউন্টেন অঞ্চলে পর্বতারোহণে গিয়েছিলেন। গত ১৯ আগস্ট সাড়ে ১২ হাজার ফুট উঁচু একটি পর্বতে আরোহণ করছিলেন তিনি। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। যোগাযোগও করা সম্ভব হচ্ছিল না তাঁর সঙ্গে।
এই অবস্থায় উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে মুরকে খুঁজতে শুরু করেন। যে পাহাড়ের পাদদেশে মুরের গাড়িটি পাওয়া যায়, সেই পাহাড়ের আশপাশের জঙ্গলাকীর্ণ এলাকা তন্নতন্ন করে খুঁজে দেখেন তাঁরা। প্রায় ২ হাজার ঘণ্টার অনুসন্ধানেও মুরের কোনো হদিস পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত দুই মাসের বেশি সময় পর এক শিকারির নজরে পড়ে মুরের মরদেহ। এর পাশেই বসে থাকতে দেখা যায় মুরের পালিত ব্রিটিশ জ্যাক রাসেল প্রজাতির কুকুরকে। টানা দুই মাসের বেশি সময় বুনো পরিবেশের মধ্যেই বেঁচে ছিল ওই কুকুর। শুধু তা-ই নয়, এই সময়ের মধ্যে সে তাঁর মালিকের মরদেহ ফেলে কোথাও যায়নি।
ঘটনাটি অনেককেই নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মুরের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁর কুকুরটিকে নায়ক আখ্যা দিয়েছে।
ফেসবুকে একজন লিখেছেন, ‘খুবই দুঃখজনক। কিন্তু এখন পর্যন্ত এটাই সুন্দর ঘটনা যে ছোট্ট জ্যাক রাসেল সপ্তাহের পর সপ্তাহ ধরে মুরের পাশে ছিল। অনেক সময় ট্র্যাজেডি আমাদেরকে মানুষ এবং তাঁর সবচেয়ে ভালো বন্ধুর কথা স্মরণ করিয়ে দেয়।’
আরেকজন লিখেছেন, ‘লোকটি মারা গেছেন, এ জন্য অনেক দুঃখ হচ্ছে। কিন্তু আমি খুশি এই ভেবে যে তাঁর কুকুরটি সব সময় তাঁর পাশে থেকেছে।’
মুরের দেহাবশেষ দেখে নিশ্চিত হওয়া গেছে, মৃত্যুর সময় তাঁর পরনে ছিল একটি হুডিযুক্ত ফুলহাতা উলের শার্ট। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেননি অনুসন্ধানকারীরা।
গত আগস্টে পর্বতারোহণে গিয়ে মারা যান যুক্তরাষ্ট্রের কলোরাডোর বাসিন্দা রিচ মুর। তবে অলৌকিকভাবে বেঁচে যায় তাঁর পোষা কুকুরটি। শুধু তা-ই নয়, মৃত্যুর দুই মাস পর গত মাসে মুরের মরদেহটি উদ্ধারের সময় ওই কুকুরকেও ঘটনাস্থলে পাওয়া গেছে। টানা দুই মাস ধরে মালিকের মরদেহটি পাহারা দিয়েছে প্রাণীটি।
আজ মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী রিচ মুর গত আগস্টে রকি মাউন্টেন অঞ্চলে পর্বতারোহণে গিয়েছিলেন। গত ১৯ আগস্ট সাড়ে ১২ হাজার ফুট উঁচু একটি পর্বতে আরোহণ করছিলেন তিনি। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। যোগাযোগও করা সম্ভব হচ্ছিল না তাঁর সঙ্গে।
এই অবস্থায় উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে মুরকে খুঁজতে শুরু করেন। যে পাহাড়ের পাদদেশে মুরের গাড়িটি পাওয়া যায়, সেই পাহাড়ের আশপাশের জঙ্গলাকীর্ণ এলাকা তন্নতন্ন করে খুঁজে দেখেন তাঁরা। প্রায় ২ হাজার ঘণ্টার অনুসন্ধানেও মুরের কোনো হদিস পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত দুই মাসের বেশি সময় পর এক শিকারির নজরে পড়ে মুরের মরদেহ। এর পাশেই বসে থাকতে দেখা যায় মুরের পালিত ব্রিটিশ জ্যাক রাসেল প্রজাতির কুকুরকে। টানা দুই মাসের বেশি সময় বুনো পরিবেশের মধ্যেই বেঁচে ছিল ওই কুকুর। শুধু তা-ই নয়, এই সময়ের মধ্যে সে তাঁর মালিকের মরদেহ ফেলে কোথাও যায়নি।
ঘটনাটি অনেককেই নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মুরের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁর কুকুরটিকে নায়ক আখ্যা দিয়েছে।
ফেসবুকে একজন লিখেছেন, ‘খুবই দুঃখজনক। কিন্তু এখন পর্যন্ত এটাই সুন্দর ঘটনা যে ছোট্ট জ্যাক রাসেল সপ্তাহের পর সপ্তাহ ধরে মুরের পাশে ছিল। অনেক সময় ট্র্যাজেডি আমাদেরকে মানুষ এবং তাঁর সবচেয়ে ভালো বন্ধুর কথা স্মরণ করিয়ে দেয়।’
আরেকজন লিখেছেন, ‘লোকটি মারা গেছেন, এ জন্য অনেক দুঃখ হচ্ছে। কিন্তু আমি খুশি এই ভেবে যে তাঁর কুকুরটি সব সময় তাঁর পাশে থেকেছে।’
মুরের দেহাবশেষ দেখে নিশ্চিত হওয়া গেছে, মৃত্যুর সময় তাঁর পরনে ছিল একটি হুডিযুক্ত ফুলহাতা উলের শার্ট। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেননি অনুসন্ধানকারীরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
১ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
২ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
১১ ঘণ্টা আগে