অনলাইন ডেস্ক
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত তিনটি জিনিস আড়াই লাখ ডলার ভিত্তিমূল্য ধরে নিলামে তোলা হয়েছিল। তবে মাত্র পাঁচজন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার এই নিলাম শেষ হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে ছিল একটি হ্যাট, যেটি তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাতের সময় পরেছিলেন। এর সঙ্গে ছিল মেলানিয়ার ওই হ্যাট পরা একটি চিত্রকর্ম এবং ওই চিত্রকর্মের একটি এনএফটি টোকেন।
এই নিলামে অংশ নেওয়ার জন্য একজন ক্রেতার কাছে কমপক্ষে ১ হাজার ৮০০ সোলানা টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়। সোলানা টোকেন একটি ক্রিপ্টোকারেন্সি। এর মাধ্যমে পণ্যগুলোর দাম পরিশোধ করতে হবে বলে জানান মেলানিয়া ট্রাম্প।
তবে মেলানিয়া গত মাসে এই নিলামের বিষয়ে ঘোষণা দেওয়ার পরই ক্রিপ্টো বাজারে মন্দা দেখা দেয়। এর ফলে সোলানা টোকেনের দামও কমে যায়। আর এ কারণে কোনো ক্রেতার ডাকই আড়াই লাখ ডলারের ভিত্তিমূল্যে পৌঁছায়নি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির শুরুতে এক সোলানা ১৭০ ডলারে বিক্রি হতো। তবে গত বুধবার এক সোলানার দাম ছিল ৯৫ ডলার।
নিলামে ওঠা মেলানিয়া ট্রাম্পের হ্যাটটির ডিজাইন করেছিল মার্কিন বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক হার্ভে পিয়ের। বার্তা সংস্থা এএফপি বলছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় এটি পরেছিলেন মেলানিয়া।
মেলানিয়ার চিত্রকর্মটি এঁকেছিলেন ফরাসি শিল্পী মার্ক-আতোঁইন কুলন।
মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, নিলামের কিছু টাকা তিনি দাতব্য প্রতিষ্ঠানে দেবেন।
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত তিনটি জিনিস আড়াই লাখ ডলার ভিত্তিমূল্য ধরে নিলামে তোলা হয়েছিল। তবে মাত্র পাঁচজন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার এই নিলাম শেষ হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে ছিল একটি হ্যাট, যেটি তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাতের সময় পরেছিলেন। এর সঙ্গে ছিল মেলানিয়ার ওই হ্যাট পরা একটি চিত্রকর্ম এবং ওই চিত্রকর্মের একটি এনএফটি টোকেন।
এই নিলামে অংশ নেওয়ার জন্য একজন ক্রেতার কাছে কমপক্ষে ১ হাজার ৮০০ সোলানা টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়। সোলানা টোকেন একটি ক্রিপ্টোকারেন্সি। এর মাধ্যমে পণ্যগুলোর দাম পরিশোধ করতে হবে বলে জানান মেলানিয়া ট্রাম্প।
তবে মেলানিয়া গত মাসে এই নিলামের বিষয়ে ঘোষণা দেওয়ার পরই ক্রিপ্টো বাজারে মন্দা দেখা দেয়। এর ফলে সোলানা টোকেনের দামও কমে যায়। আর এ কারণে কোনো ক্রেতার ডাকই আড়াই লাখ ডলারের ভিত্তিমূল্যে পৌঁছায়নি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির শুরুতে এক সোলানা ১৭০ ডলারে বিক্রি হতো। তবে গত বুধবার এক সোলানার দাম ছিল ৯৫ ডলার।
নিলামে ওঠা মেলানিয়া ট্রাম্পের হ্যাটটির ডিজাইন করেছিল মার্কিন বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক হার্ভে পিয়ের। বার্তা সংস্থা এএফপি বলছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় এটি পরেছিলেন মেলানিয়া।
মেলানিয়ার চিত্রকর্মটি এঁকেছিলেন ফরাসি শিল্পী মার্ক-আতোঁইন কুলন।
মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, নিলামের কিছু টাকা তিনি দাতব্য প্রতিষ্ঠানে দেবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২৪ মিনিট আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৩ ঘণ্টা আগে