অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে স্ত্রীকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি প্যারোলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেননি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ডেভিড প্যাগনিয়ানো নিজের স্ত্রীকে বাড়ির পাশে জীবন্ত মাটিচাপা দেন। হত্যাকাণ্ডের সাত বছর পর তিনি বিচার শুরু হওয়ার আগেই নিজের দোষ স্বীকার করে আপিলের সুযোগ ছাড়াই বিচারককে শাস্তি দিতে বলেন।
ইয়াভাপাই কাউন্টি অ্যাটর্নির অফিস অনুসারে, ৬২ বছর বয়সী প্যাগনিয়ানোকে গত ৯ মে অপহরণ এবং জালিয়াতির দায়ে আরও সাড়ে ১৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
কাউন্টি অ্যাটর্নি ডেনিস ম্যাকগ্রেন এক বিবৃতিতে বলেছেন, ‘এক তরুণী মাকে অপহরণ এবং হত্যার কারণে এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমার অফিস এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৯ বছর বয়সী সান্দ্রা প্যাগনিয়ানো ২০১৭ সালের মে মাসে স্বামীকে তালাক দেওয়ার প্রক্রিয়ায় ছিলেন। ঠিক ওই সময়ই তিনি নিখোঁজ হয়ে যান। সান্দ্রা এবং ডেভিড সম্পর্ক ছিন্ন করলেও তাঁদের দুই তরুণী কন্যাকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।
সান্দ্রা প্যাগনিয়ানোর মরদেহ প্রিসকটের উত্তরে একটি গ্রামীণ এলাকায় হাত-পা বাধা অবস্থায় একটি হাতে খোঁড়া কবর থেকে উদ্ধার করা হয়। পরে কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিস তাঁকে জীবিত কবর দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
কাউন্টি শেরিফের কর্মকর্তারা বলেছেন, আলামত মোতাবেক মাটিচাপা দেওয়ার পরেও সান্দ্রা প্যাগনিয়ানো বাঁচার জন্য চেষ্টা করেছেন এবং পাঁচ মিনিট পর্যন্ত সজ্ঞান ছিলেন।
ডেভিড প্যাগনিয়ানোর মোবাইল ফোনের লোকেশনে দেখা গেছে, তিনি স্ত্রীর নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে এবং অপহরণের রাতে ওই মাটিচাপা দেওয়ার স্থানে ছিলেন।
স্যান্ড্রা প্যাগনিয়ানোর নিখোঁজ হওয়ার পরে গোয়েন্দারা বিবাহ বিচ্ছেদের মামলায় দায়ের করা দুটি নোট উদ্ধার করে। ওই নোটগুলোতে সান্দ্রা লিখেন, তিনি ডেভিড প্যাগনিয়ানোকে ছেড়ে চলে যাচ্ছেন এবং তাঁকে বাড়ি, গাড়ি এবং সন্তানদের হেফাজত দিচ্ছেন।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নোটগুলোর ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে সেগুলো সান্দ্রা নয় ডেভিড প্যাগনিয়ানো লিখেছিলেন।
স্ত্রীর মরদেহ পাওয়ার পরে একটি বিচারকমণ্ডলী তাঁকে হত্যায় জড়িত বলে অভিযুক্ত করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে স্ত্রীকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি প্যারোলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেননি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ডেভিড প্যাগনিয়ানো নিজের স্ত্রীকে বাড়ির পাশে জীবন্ত মাটিচাপা দেন। হত্যাকাণ্ডের সাত বছর পর তিনি বিচার শুরু হওয়ার আগেই নিজের দোষ স্বীকার করে আপিলের সুযোগ ছাড়াই বিচারককে শাস্তি দিতে বলেন।
ইয়াভাপাই কাউন্টি অ্যাটর্নির অফিস অনুসারে, ৬২ বছর বয়সী প্যাগনিয়ানোকে গত ৯ মে অপহরণ এবং জালিয়াতির দায়ে আরও সাড়ে ১৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
কাউন্টি অ্যাটর্নি ডেনিস ম্যাকগ্রেন এক বিবৃতিতে বলেছেন, ‘এক তরুণী মাকে অপহরণ এবং হত্যার কারণে এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমার অফিস এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৯ বছর বয়সী সান্দ্রা প্যাগনিয়ানো ২০১৭ সালের মে মাসে স্বামীকে তালাক দেওয়ার প্রক্রিয়ায় ছিলেন। ঠিক ওই সময়ই তিনি নিখোঁজ হয়ে যান। সান্দ্রা এবং ডেভিড সম্পর্ক ছিন্ন করলেও তাঁদের দুই তরুণী কন্যাকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।
সান্দ্রা প্যাগনিয়ানোর মরদেহ প্রিসকটের উত্তরে একটি গ্রামীণ এলাকায় হাত-পা বাধা অবস্থায় একটি হাতে খোঁড়া কবর থেকে উদ্ধার করা হয়। পরে কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিস তাঁকে জীবিত কবর দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
কাউন্টি শেরিফের কর্মকর্তারা বলেছেন, আলামত মোতাবেক মাটিচাপা দেওয়ার পরেও সান্দ্রা প্যাগনিয়ানো বাঁচার জন্য চেষ্টা করেছেন এবং পাঁচ মিনিট পর্যন্ত সজ্ঞান ছিলেন।
ডেভিড প্যাগনিয়ানোর মোবাইল ফোনের লোকেশনে দেখা গেছে, তিনি স্ত্রীর নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে এবং অপহরণের রাতে ওই মাটিচাপা দেওয়ার স্থানে ছিলেন।
স্যান্ড্রা প্যাগনিয়ানোর নিখোঁজ হওয়ার পরে গোয়েন্দারা বিবাহ বিচ্ছেদের মামলায় দায়ের করা দুটি নোট উদ্ধার করে। ওই নোটগুলোতে সান্দ্রা লিখেন, তিনি ডেভিড প্যাগনিয়ানোকে ছেড়ে চলে যাচ্ছেন এবং তাঁকে বাড়ি, গাড়ি এবং সন্তানদের হেফাজত দিচ্ছেন।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নোটগুলোর ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে সেগুলো সান্দ্রা নয় ডেভিড প্যাগনিয়ানো লিখেছিলেন।
স্ত্রীর মরদেহ পাওয়ার পরে একটি বিচারকমণ্ডলী তাঁকে হত্যায় জড়িত বলে অভিযুক্ত করেছিলেন।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৪ ঘণ্টা আগে