অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে নির্বাচনী প্রচারণায় নিজের সংগীত ব্যবহার না করতে বলেছে এমিনেম। সোমবার প্রকাশিত একটি চিঠিতে মার্কিন র্যাপারের এই প্রতিক্রিয়া জানায় বলে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে।
এমিনেমের গানের স্বত্বাধিকারী বিএমআই ২৩ অগাস্ট প্রকাশিত চিঠিতে র্যাপারের অনুরোধের ভিত্তিতে রামস্বামীর প্রচারাভিযানের জন্য এমিনেমের সংগীত ব্যবহারের অনুমোদন দেবে না বলে জানিয়ে দেয়।
ডেইলি মেইলে প্রথম প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, এমিনেম নামে সংগীত জগতে পরিচিত মার্শাল বি. ম্যাথার্স স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বিএমআইকে বিবেক রামাস্বামীর প্রচারাভিযানের সংগীত ব্যবহারে আপত্তির কথা জানায়। ওই চিঠিতে বিএমআইয়ের সঙ্গে চুক্তি থেকে এমিনেমের সব সংগীত সরিয়ে দেওয়ার অনুরোধ জানায় এমিনেম।
রামাস্বামীর প্রচারণা শিবির সিএনএনকে বলেছে, তারা এমিনেমের আপত্তি মেনে র্যাপারের সংগীত আর ব্যবহার করবে না।
ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী একটি বায়োটেক কোম্পানির প্রধান নির্বাহী। প্রার্থিতার দৌড়ে নামার আগে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে তাঁর সমর্থন বাড়ছে।
৩৮ বছর বয়সী রামাস্বামী গত সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের প্রাথমিক বিতর্কের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর কেন্দ্রে ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমর্থক রামাস্বামী তাঁর অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। ট্রাম্পের পর দ্বিতীয় অবস্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসের জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তাঁকে।
প্রাথমিক দৌড়ে অপ্রতিরোধ্য ট্রাম্প গত সপ্তাহে প্রথম বিতর্ক এড়িয়ে গেছেন। তবে পরে তিনি ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে নির্বাচনী প্রচারণায় নিজের সংগীত ব্যবহার না করতে বলেছে এমিনেম। সোমবার প্রকাশিত একটি চিঠিতে মার্কিন র্যাপারের এই প্রতিক্রিয়া জানায় বলে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে।
এমিনেমের গানের স্বত্বাধিকারী বিএমআই ২৩ অগাস্ট প্রকাশিত চিঠিতে র্যাপারের অনুরোধের ভিত্তিতে রামস্বামীর প্রচারাভিযানের জন্য এমিনেমের সংগীত ব্যবহারের অনুমোদন দেবে না বলে জানিয়ে দেয়।
ডেইলি মেইলে প্রথম প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, এমিনেম নামে সংগীত জগতে পরিচিত মার্শাল বি. ম্যাথার্স স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বিএমআইকে বিবেক রামাস্বামীর প্রচারাভিযানের সংগীত ব্যবহারে আপত্তির কথা জানায়। ওই চিঠিতে বিএমআইয়ের সঙ্গে চুক্তি থেকে এমিনেমের সব সংগীত সরিয়ে দেওয়ার অনুরোধ জানায় এমিনেম।
রামাস্বামীর প্রচারণা শিবির সিএনএনকে বলেছে, তারা এমিনেমের আপত্তি মেনে র্যাপারের সংগীত আর ব্যবহার করবে না।
ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী একটি বায়োটেক কোম্পানির প্রধান নির্বাহী। প্রার্থিতার দৌড়ে নামার আগে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে তাঁর সমর্থন বাড়ছে।
৩৮ বছর বয়সী রামাস্বামী গত সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের প্রাথমিক বিতর্কের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর কেন্দ্রে ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমর্থক রামাস্বামী তাঁর অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। ট্রাম্পের পর দ্বিতীয় অবস্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসের জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তাঁকে।
প্রাথমিক দৌড়ে অপ্রতিরোধ্য ট্রাম্প গত সপ্তাহে প্রথম বিতর্ক এড়িয়ে গেছেন। তবে পরে তিনি ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন।
শিশুরা অসংখ্য সংকটের সম্মুখীন হচ্ছে। জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে অনলাইনের ঝুঁকি বাড়ছে। এগুলো ভবিষ্যতে আরও তীব্র হবে। বছরের পর বছর ধরে অর্জিত সাফল্য, বিশেষ করে কমবয়সী মেয়েরা, এখন হুমকির মুখে।
১৬ মিনিট আগেগাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।
২৭ মিনিট আগেমার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্সের পরবর্তী প্রজন্মের রকেট স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে সশরীরে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪২ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি
২ ঘণ্টা আগে