অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান। স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে এটি আঘাত হেনেছে। বর্তমানে এটি হারিকেন-৪ ক্যাটাগরিতে রূপ নিয়ে প্রবল ঝড় ও বৃষ্টিপাত ঘটাচ্ছে। এর ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে দেশটিতে ২০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, অত্যন্ত বিপজ্জনক হারিকেনটি ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তা দ্বীপে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আছড়ে পড়েছে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ফোর্ট মায়ার্সের দক্ষিণ উপকূলীয় শহর নেপলসের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। প্রবল ঝড় গাড়িগুলোকে দূরে ঠেলে নিয়ে যাচ্ছে।
এনএইচসি বলেছে, ঘণ্টায় ১৫০ মাইল বেগে হারিকেন ইয়ান প্রবাহিত হয়েছে। এর ফলে ইতিমধ্যে ফ্লোরিডায় বন্যার সৃষ্টি হয়েছে।
হতাহতের খবর এখনো জানা যায়নি বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে ফ্লোরিডা, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনার রাজ্যগুলোর কয়েক লাখ মানুষ বিপদে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বর্ডার টহল জানিয়েছে, একটি অভিবাসী বহনকারী নৌকা ডুবে ২০ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। কিউবার চার নাগরিক সাঁতার কেটে ফ্লোরিডার তীরে এসে উঠেছে। এ ছাড়া কোস্ট গার্ড তিনজনকে সমুদ্র থেকে উদ্ধার করেছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস ডিরেক্টর কেন গ্রাহাম বলেছেন, ‘এমন একটি প্রলয়ংকরী ঝড় হতে পারে বলে কয়েক বছর ধরে আমরা বলে আসছিলাম। এটি একটি ঐতিহাসিক ঘটনা।’
ফ্লোরিডা থেকে প্রায় ২৫ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অঞ্চলে কয়েক শ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এএফপি জানিয়েছে, টাম্পা ও অরল্যান্ডোর বিমানবন্দরগুলোতে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব এলাকায় সাড়ে ৮ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেছেন, এটি একটি অত্যন্ত বাজে দিন। দুই দিন ধরে আমরা এমন বাজে অবস্থায় আছি।
এর আগে আটলান্টিক মহাসাগরে হারিকেন ইয়ানের উৎপত্তি হয় এবং কিউবার দিকে অগ্রসর হয়। গত মঙ্গলবার হারিকেন ইয়ানের আঘাতে কিউবার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। বৈদ্যুতিক গ্রিড বিপর্যয়ে অন্ধকারে ডুবে যায় সারা দেশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কিউবায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান। স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে এটি আঘাত হেনেছে। বর্তমানে এটি হারিকেন-৪ ক্যাটাগরিতে রূপ নিয়ে প্রবল ঝড় ও বৃষ্টিপাত ঘটাচ্ছে। এর ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে দেশটিতে ২০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, অত্যন্ত বিপজ্জনক হারিকেনটি ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তা দ্বীপে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আছড়ে পড়েছে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ফোর্ট মায়ার্সের দক্ষিণ উপকূলীয় শহর নেপলসের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। প্রবল ঝড় গাড়িগুলোকে দূরে ঠেলে নিয়ে যাচ্ছে।
এনএইচসি বলেছে, ঘণ্টায় ১৫০ মাইল বেগে হারিকেন ইয়ান প্রবাহিত হয়েছে। এর ফলে ইতিমধ্যে ফ্লোরিডায় বন্যার সৃষ্টি হয়েছে।
হতাহতের খবর এখনো জানা যায়নি বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে ফ্লোরিডা, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনার রাজ্যগুলোর কয়েক লাখ মানুষ বিপদে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বর্ডার টহল জানিয়েছে, একটি অভিবাসী বহনকারী নৌকা ডুবে ২০ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। কিউবার চার নাগরিক সাঁতার কেটে ফ্লোরিডার তীরে এসে উঠেছে। এ ছাড়া কোস্ট গার্ড তিনজনকে সমুদ্র থেকে উদ্ধার করেছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস ডিরেক্টর কেন গ্রাহাম বলেছেন, ‘এমন একটি প্রলয়ংকরী ঝড় হতে পারে বলে কয়েক বছর ধরে আমরা বলে আসছিলাম। এটি একটি ঐতিহাসিক ঘটনা।’
ফ্লোরিডা থেকে প্রায় ২৫ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অঞ্চলে কয়েক শ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এএফপি জানিয়েছে, টাম্পা ও অরল্যান্ডোর বিমানবন্দরগুলোতে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব এলাকায় সাড়ে ৮ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেছেন, এটি একটি অত্যন্ত বাজে দিন। দুই দিন ধরে আমরা এমন বাজে অবস্থায় আছি।
এর আগে আটলান্টিক মহাসাগরে হারিকেন ইয়ানের উৎপত্তি হয় এবং কিউবার দিকে অগ্রসর হয়। গত মঙ্গলবার হারিকেন ইয়ানের আঘাতে কিউবার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। বৈদ্যুতিক গ্রিড বিপর্যয়ে অন্ধকারে ডুবে যায় সারা দেশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কিউবায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৩ ঘণ্টা আগে