অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১০৯ জন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, উদ্ধারকারী বাহিনী আরও চারজনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়াল।
কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৭০ জন ধসে পড়ার সময় ভবনটির ভেতরে ছিলেন।
ক্রান্তীয় ঝড় এলসার প্রভাবে উদ্ধারকাজ কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। তিনি বলেন, ‘আমরা আবহাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ১১০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বুধবার ফ্লোরিডা উপকূল অতিক্রম করবে এলসার।
মায়ামি-ডাড কাউন্টির দমকল বাহিনীর প্রধান অ্যালান কমিনস্কি বলেন, দমকল বাহিনীর ২০০ কর্মী বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলের সঙ্গে মিলে উদ্ধারকাজ চালাচ্ছেন। এ পর্যন্ত ১২৪ টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। ধসেপড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১০৯ জন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, উদ্ধারকারী বাহিনী আরও চারজনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়াল।
কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৭০ জন ধসে পড়ার সময় ভবনটির ভেতরে ছিলেন।
ক্রান্তীয় ঝড় এলসার প্রভাবে উদ্ধারকাজ কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। তিনি বলেন, ‘আমরা আবহাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ১১০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বুধবার ফ্লোরিডা উপকূল অতিক্রম করবে এলসার।
মায়ামি-ডাড কাউন্টির দমকল বাহিনীর প্রধান অ্যালান কমিনস্কি বলেন, দমকল বাহিনীর ২০০ কর্মী বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলের সঙ্গে মিলে উদ্ধারকাজ চালাচ্ছেন। এ পর্যন্ত ১২৪ টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। ধসেপড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৪ ঘণ্টা আগে