অনলাইন ডেস্ক
আগামী ছয় মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলার গোপন নথি প্রকাশের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার এই নির্বাহী আদেশ দেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
এই নথি প্রকাশের জন্য ওই ঘটনায় হতাহতদের পরিবারের পক্ষ থেকে মার্কিন সরকারকে চাপ দেওয়া হচ্ছিল। ৯/১১-এর ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।
এ বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, আজ আমি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি, যেখানে আমি ছয় মাসের মধ্যে বিচার বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগকে নির্দেশ করে ১১ সেপ্টেম্বরের হামলার বিষয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের গোপন নথি প্রকাশ করার নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ওই সন্ত্রাসী হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের পরিবার যে অবর্ণনীয় কষ্ট ও ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটা আমরা কখনোই ভুলে যাব না।
চলতি বছরই ৯/১১ হামলার ২০ বছর পূর্তি হবে। ওই হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানে যুদ্ধ শুরুর নির্দেশ দেন। অভিযোগ ছিল, আল-কায়দা নেতাদের সাহায্য করছে তালেবান। গত মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনাকে ফিরিয়ে আনা হয়েছে।
ধারণা করা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার চালানো বিমান হামলার সঙ্গে মার্কিন মিত্র সৌদি আরবের সম্পৃক্ততা রয়েছে। তবে ৯/১১ হামলার বিষয়ে গঠিত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি সরকার অথবা কোনো কর্মকর্তা এই হামলার জন্য অর্থায়ন করেনি।
আগামী ছয় মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলার গোপন নথি প্রকাশের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার এই নির্বাহী আদেশ দেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
এই নথি প্রকাশের জন্য ওই ঘটনায় হতাহতদের পরিবারের পক্ষ থেকে মার্কিন সরকারকে চাপ দেওয়া হচ্ছিল। ৯/১১-এর ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।
এ বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, আজ আমি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি, যেখানে আমি ছয় মাসের মধ্যে বিচার বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগকে নির্দেশ করে ১১ সেপ্টেম্বরের হামলার বিষয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের গোপন নথি প্রকাশ করার নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ওই সন্ত্রাসী হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের পরিবার যে অবর্ণনীয় কষ্ট ও ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটা আমরা কখনোই ভুলে যাব না।
চলতি বছরই ৯/১১ হামলার ২০ বছর পূর্তি হবে। ওই হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানে যুদ্ধ শুরুর নির্দেশ দেন। অভিযোগ ছিল, আল-কায়দা নেতাদের সাহায্য করছে তালেবান। গত মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনাকে ফিরিয়ে আনা হয়েছে।
ধারণা করা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার চালানো বিমান হামলার সঙ্গে মার্কিন মিত্র সৌদি আরবের সম্পৃক্ততা রয়েছে। তবে ৯/১১ হামলার বিষয়ে গঠিত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি সরকার অথবা কোনো কর্মকর্তা এই হামলার জন্য অর্থায়ন করেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
১৫ মিনিট আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৩ ঘণ্টা আগে