অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি না কমতেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ। প্রায় ১৮ বছর পর দেশটিতে আবারও পাওয়া গেছে হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্স একটি ভাইরাসবাহিত রোগ। এটিও করোনার মতোই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাই যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীকে ডালাসের এক হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগেই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ এই রোগ দেখা গিয়েছিল ২০০৩ সালে। সেই সময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসের সংক্রমণে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাঙ্কিপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হওয়ায় এখনই চিন্তিত নন তাঁরা। মার্কিন সরকারের পক্ষ থেকে এ নিয়ে মানুষকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। তবে সেই সঙ্গে পরিস্থিতির দিকে কঠোর নজরও রাখা হচ্ছে।
জানা গেছে, গত ৮ জুলাই ও ৯ জুলাই বিমানে যাত্রা করেছিলেন আক্রান্ত ব্যক্তি। তখন তাঁর পাশে কারা ছিলেন তা খুঁজে বের করে তাঁদের আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সংক্রমণ যাতে কোনো ভাবেই ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।
এই ভাইরাস তুলনামূলক ভাবে বিরল হলেও এর সংক্রমণে গুরুতর ক্ষতি হতে পারে শরীরের। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকাতেই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত বাঁদর কিংবা ইঁদুর জাতীয় প্রাণীর শরীরেই এদের বাস। তবে কখনো কখনো সেখান থেকে মানবশরীরেও তা ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে শুরুতে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণ থাকলেও পরে সারা শরীরে ও মুখে র্যাশ দেখা যায়।
করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি না কমতেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ। প্রায় ১৮ বছর পর দেশটিতে আবারও পাওয়া গেছে হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্স একটি ভাইরাসবাহিত রোগ। এটিও করোনার মতোই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাই যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীকে ডালাসের এক হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগেই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ এই রোগ দেখা গিয়েছিল ২০০৩ সালে। সেই সময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসের সংক্রমণে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাঙ্কিপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হওয়ায় এখনই চিন্তিত নন তাঁরা। মার্কিন সরকারের পক্ষ থেকে এ নিয়ে মানুষকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। তবে সেই সঙ্গে পরিস্থিতির দিকে কঠোর নজরও রাখা হচ্ছে।
জানা গেছে, গত ৮ জুলাই ও ৯ জুলাই বিমানে যাত্রা করেছিলেন আক্রান্ত ব্যক্তি। তখন তাঁর পাশে কারা ছিলেন তা খুঁজে বের করে তাঁদের আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সংক্রমণ যাতে কোনো ভাবেই ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।
এই ভাইরাস তুলনামূলক ভাবে বিরল হলেও এর সংক্রমণে গুরুতর ক্ষতি হতে পারে শরীরের। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকাতেই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত বাঁদর কিংবা ইঁদুর জাতীয় প্রাণীর শরীরেই এদের বাস। তবে কখনো কখনো সেখান থেকে মানবশরীরেও তা ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে শুরুতে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণ থাকলেও পরে সারা শরীরে ও মুখে র্যাশ দেখা যায়।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরীফ যিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে