অনলাইন ডেস্ক
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্দেশে একটি চিঠি লিখবেন বলে জানিয়েছে তাঁর দল পিটিআই।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে দেখা করার পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানসহ দলের নেতা আলী জাফর। তাঁরা আইএমএফের কাছে চিঠি পাঠাতে ইমরানের পরিকল্পনার কথা জানান।
আলী জাফর বলেন, ‘আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ম্যান্ডেট রয়েছে এবং আইএমএফ চায় সুশাসন।’
আন্তর্জাতিক সংস্থাগুলো গণতান্ত্রিক অনুশীলনের অভাব থাকা দেশগুলোর সঙ্গে জড়িত হয় না দাবি করে জাফর আরও বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে, পাকিস্তানে জনগণের ভোট চুরি করা হয়েছে। চোরের আদেশে গণতন্ত্র চলতে পারে না। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যখন দেখে গণতন্ত্র নেই, তখন তারা ঋণ দেয় না।’
জাফর আরও বলেন, ‘আমরা পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইএমএফকে অনুরোধ করেছি।’
এর আগে গত সোমবার আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ‘ফিচ’ সতর্ক করেছিল—৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এবং এর ফলে যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা পাকিস্তানে আইএমএফের অর্থায়ন চুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে। এক দিন পর গত মঙ্গলবার পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খানও সতর্ক করেছিলেন—নির্বাচনের ফলাফল ফরম-৪৫ অনুযায়ী প্রকাশ করা না হলে বিষয়টি পাকিস্তানের আইএমএফের কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে।
সে সময় গহর বলেছিলেন, ‘আমদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। সঠিক ফলাফল অবশ্যই পাবলিক ম্যান্ডেটের অধীনে প্রকাশ করতে হবে।’
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্দেশে একটি চিঠি লিখবেন বলে জানিয়েছে তাঁর দল পিটিআই।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে দেখা করার পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানসহ দলের নেতা আলী জাফর। তাঁরা আইএমএফের কাছে চিঠি পাঠাতে ইমরানের পরিকল্পনার কথা জানান।
আলী জাফর বলেন, ‘আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ম্যান্ডেট রয়েছে এবং আইএমএফ চায় সুশাসন।’
আন্তর্জাতিক সংস্থাগুলো গণতান্ত্রিক অনুশীলনের অভাব থাকা দেশগুলোর সঙ্গে জড়িত হয় না দাবি করে জাফর আরও বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে, পাকিস্তানে জনগণের ভোট চুরি করা হয়েছে। চোরের আদেশে গণতন্ত্র চলতে পারে না। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যখন দেখে গণতন্ত্র নেই, তখন তারা ঋণ দেয় না।’
জাফর আরও বলেন, ‘আমরা পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইএমএফকে অনুরোধ করেছি।’
এর আগে গত সোমবার আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ‘ফিচ’ সতর্ক করেছিল—৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এবং এর ফলে যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা পাকিস্তানে আইএমএফের অর্থায়ন চুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে। এক দিন পর গত মঙ্গলবার পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খানও সতর্ক করেছিলেন—নির্বাচনের ফলাফল ফরম-৪৫ অনুযায়ী প্রকাশ করা না হলে বিষয়টি পাকিস্তানের আইএমএফের কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে।
সে সময় গহর বলেছিলেন, ‘আমদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। সঠিক ফলাফল অবশ্যই পাবলিক ম্যান্ডেটের অধীনে প্রকাশ করতে হবে।’
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৪ ঘণ্টা আগে