অনলাইন ডেস্ক
পাকিস্তানের সেনাবাহিনীর আবারও সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা এখন প্রকাশ্যে তাঁর রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে।
গতকাল শনিবার রাতে তাঁর লাহোরের বাড়িতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এর আগেও ইমরান খান তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে দমন অভিযানে সেনাবাহিনীর হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবারের মন্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট অভিযোগ।
পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পেছনে কে জড়িত—এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে ইমরান বলেন, এটি সম্পূর্ণ সামরিক বাহিনীর এস্টাবলিস্টমেন্টের মনোভাব। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাঁকে সামরিক আদালতে বিচার করা হবে এবং কারাগারে নিক্ষেপ করা হবে।
ইমরান খানের এ অভিযোগের বিষয়ে সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে রয়টার্স জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান ইমরান খান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআই সমর্থকেরা দেশটির সরকারি, বিশেষ করে সামরিক স্থাপনার ওপর ব্যাপক তাণ্ডব চালায়। এর পর থেকে ইমরান খানের সমর্থকদের ধরপাকড় চলছে।
গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটের মাধ্যমে গদি হারাতে হয়েছে। গদিচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন ইমরান।
পাকিস্তানের সেনাবাহিনীর আবারও সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা এখন প্রকাশ্যে তাঁর রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে।
গতকাল শনিবার রাতে তাঁর লাহোরের বাড়িতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এর আগেও ইমরান খান তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে দমন অভিযানে সেনাবাহিনীর হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবারের মন্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট অভিযোগ।
পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পেছনে কে জড়িত—এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে ইমরান বলেন, এটি সম্পূর্ণ সামরিক বাহিনীর এস্টাবলিস্টমেন্টের মনোভাব। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাঁকে সামরিক আদালতে বিচার করা হবে এবং কারাগারে নিক্ষেপ করা হবে।
ইমরান খানের এ অভিযোগের বিষয়ে সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে রয়টার্স জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান ইমরান খান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআই সমর্থকেরা দেশটির সরকারি, বিশেষ করে সামরিক স্থাপনার ওপর ব্যাপক তাণ্ডব চালায়। এর পর থেকে ইমরান খানের সমর্থকদের ধরপাকড় চলছে।
গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটের মাধ্যমে গদি হারাতে হয়েছে। গদিচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন ইমরান।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৩৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৩ ঘণ্টা আগে