অনলাইন ডেস্ক
পাকিস্তানের জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করবেন ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের (পিটিআই) সদস্যরা। পিটিআইয়ে জ্যেষ্ঠ নেতা, প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি জানিয়ে বলেছেন, তাঁর দল সোমবার জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ করবেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে অপসারণের একদিন পর এই ঘোষণা এল।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরীফের মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট। প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরীফের মনোনয়ন জমা দেওয়া নিয়ে পিটিআইয়ের আপত্তি ছিল। কিন্তু জাতীয় পরিষদ সচিবালয় পিটিআইয়ের আপত্তি প্রত্যাখ্যান করে শেহবাজের মনোনয়ন গ্রহণ করে।’
পিটিআইয়ের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘ইমরান খানের সঙ্গে বানি গালায় পিটিআইয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ফাওয়াদ খান আরও বলেন, ‘দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইমরান খানকে সুপারিশ করেছেন—পিটিআইকে জাতীয় পরিষদ থেকে শুরু করে সকল প্রতিনিধিত্বের জায়গা থেকে পদত্যাগ করা উচিত।’
এ সময় ফাওয়াদ চৌধুরী আরও যোগ করেন, ‘যদি শেহবাজ শরীফের মনোনয়নের বিষয়ে আমাদের আপত্তির কোনো সুরাহা না হয় তবে আমরা আগামীকালই পদত্যাগ করব।’
এদিকে, বিরোধী দলগুলোর পক্ষ থেকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা শেহবাজ শরীফের নাম প্রস্তাব করা হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে দেশটির সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির নাম।
শনিবার দিবাগত রাতে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে এখন প্রধানমন্ত্রীর পদ ফাঁকা হয়ে গেছে। ফলে দেশটির সংবিধান অনুসারে আগামী ১১ এপ্রিলের মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে।
পাকিস্তানের জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করবেন ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের (পিটিআই) সদস্যরা। পিটিআইয়ে জ্যেষ্ঠ নেতা, প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি জানিয়ে বলেছেন, তাঁর দল সোমবার জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ করবেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে অপসারণের একদিন পর এই ঘোষণা এল।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরীফের মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট। প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরীফের মনোনয়ন জমা দেওয়া নিয়ে পিটিআইয়ের আপত্তি ছিল। কিন্তু জাতীয় পরিষদ সচিবালয় পিটিআইয়ের আপত্তি প্রত্যাখ্যান করে শেহবাজের মনোনয়ন গ্রহণ করে।’
পিটিআইয়ের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘ইমরান খানের সঙ্গে বানি গালায় পিটিআইয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ফাওয়াদ খান আরও বলেন, ‘দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইমরান খানকে সুপারিশ করেছেন—পিটিআইকে জাতীয় পরিষদ থেকে শুরু করে সকল প্রতিনিধিত্বের জায়গা থেকে পদত্যাগ করা উচিত।’
এ সময় ফাওয়াদ চৌধুরী আরও যোগ করেন, ‘যদি শেহবাজ শরীফের মনোনয়নের বিষয়ে আমাদের আপত্তির কোনো সুরাহা না হয় তবে আমরা আগামীকালই পদত্যাগ করব।’
এদিকে, বিরোধী দলগুলোর পক্ষ থেকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা শেহবাজ শরীফের নাম প্রস্তাব করা হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে দেশটির সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির নাম।
শনিবার দিবাগত রাতে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে এখন প্রধানমন্ত্রীর পদ ফাঁকা হয়ে গেছে। ফলে দেশটির সংবিধান অনুসারে আগামী ১১ এপ্রিলের মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে।
গত আগস্টে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির অবস্থায় রয়েছে। যার প্রেক্ষিতে সব কর্মীদের দেশে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন। সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়া। এর প্রভাবে ভারতের চিকিৎসা পর্যটন খাতে নেমেছে
১০ মিনিট আগেওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।
২ ঘণ্টা আগেশনিবার রাত ১০টা নাগাদ অন্তত ১০-১২ জন প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পাঠানো হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর পরিচয় দিতে বলা হয়। অনিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
৬ ঘণ্টা আগে