অনলাইন ডেস্ক
রাষ্ট্রীয় গোপন নথির মামলা, যা সাইফার মামলা নামে পরিচিত, তাতে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। আজ মঙ্গলবার শুনানি শেষে এই মামলায় তাঁদের খালাস দেন ইসলামাবাদ হাইকোর্ট। এই মামলায় চলতি বছরের জানুয়ারিতে দেশটির এক বিশেষ আদালত তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন।
সাইফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশি মুক্তি পাবেন এমন সম্ভাবনা কম। কারণ, তাঁদের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও একাধিক মামলা আছে। যেগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খানের সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দায়ের করা হয়।
তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার পর এবং এরপর সাইফার, ইদ্দত তথা অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। মূলত, অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে সাবেক এই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মামলায় খালাস পেয়েও কারাগারে থাকবেন। একইভাবে, কুরেশিও ৯ মে রাষ্ট্রীয় ও সেনা স্থাপনায় ভাঙচুরসংক্রান্ত আটটি মামলার আসামি, যার মধ্যে কেবল দুটিতে তিনি খালাস পেয়েছেন। এ দুই নেতাই বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
এদিকে, এই রায়ের পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহার আলী খান বলেছেন, ‘ভিত্তিহীন মামলা অবশেষে পরিণতিতে এসেছে এবং পিটিআই প্রতিষ্ঠাতা শিগগির মুক্ত হয়ে বের হয়ে আসবেন। এই রায়ের পর ইমরান খানের আইনজীবী আলী জাফর এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ইমরান খান অন্য মামলাগুলোতেও খালাস পাবেন। আমরা এই বিজয় উদ্যাপন করব।’
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস রয়টার্সকে বলেন, ‘এটি একটি বিশাল রাজনৈতিক ও আইনি বিজয়।’ তবে তিনি সতর্ক করে বলেন যে, খান যে কোনো সময় মুক্তি পাবেন বিষয়টি এখনই বলা হলে তা হবে আগাম মন্তব্য। উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ আরও কয়েকটি মামলা আছে এখনো।
সূত্র: জিও নিউজ
রাষ্ট্রীয় গোপন নথির মামলা, যা সাইফার মামলা নামে পরিচিত, তাতে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। আজ মঙ্গলবার শুনানি শেষে এই মামলায় তাঁদের খালাস দেন ইসলামাবাদ হাইকোর্ট। এই মামলায় চলতি বছরের জানুয়ারিতে দেশটির এক বিশেষ আদালত তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন।
সাইফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশি মুক্তি পাবেন এমন সম্ভাবনা কম। কারণ, তাঁদের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও একাধিক মামলা আছে। যেগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খানের সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দায়ের করা হয়।
তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার পর এবং এরপর সাইফার, ইদ্দত তথা অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। মূলত, অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে সাবেক এই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মামলায় খালাস পেয়েও কারাগারে থাকবেন। একইভাবে, কুরেশিও ৯ মে রাষ্ট্রীয় ও সেনা স্থাপনায় ভাঙচুরসংক্রান্ত আটটি মামলার আসামি, যার মধ্যে কেবল দুটিতে তিনি খালাস পেয়েছেন। এ দুই নেতাই বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
এদিকে, এই রায়ের পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহার আলী খান বলেছেন, ‘ভিত্তিহীন মামলা অবশেষে পরিণতিতে এসেছে এবং পিটিআই প্রতিষ্ঠাতা শিগগির মুক্ত হয়ে বের হয়ে আসবেন। এই রায়ের পর ইমরান খানের আইনজীবী আলী জাফর এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ইমরান খান অন্য মামলাগুলোতেও খালাস পাবেন। আমরা এই বিজয় উদ্যাপন করব।’
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস রয়টার্সকে বলেন, ‘এটি একটি বিশাল রাজনৈতিক ও আইনি বিজয়।’ তবে তিনি সতর্ক করে বলেন যে, খান যে কোনো সময় মুক্তি পাবেন বিষয়টি এখনই বলা হলে তা হবে আগাম মন্তব্য। উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ আরও কয়েকটি মামলা আছে এখনো।
সূত্র: জিও নিউজ
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ মিনিট আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
২৮ মিনিট আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগে