অনলাইন ডেস্ক
অনাস্থা ভোট নিয়ে মধ্যরাতে আদালত বসানোর সমালোচনা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হওয়ার পর দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই অংশ হিসেবে গতকাল বুধবার দেশটির পেশোয়ার শহরে বিশাল একটি জনসমাবেশ আয়োজন করা হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
জনসমাবেশে ইমরান খান বলেন, ‘কী অপরাধ করেছি আমি যে আপনারা রাত ১২টায় আদালত বসালেন? অথচ আমি কখনো কোনো প্রতিষ্ঠান বা আদালতের বিরুদ্ধে মানুষকে উসকে দিইনি।’
ইমরান খান ক্ষমতা হারানোর পর গত রোববার থেকে তাঁর দল পিটিআই র্যালি শুরু করে। এসব র্যালির কথা উল্লেখ করে ইমরান বলেন, যতবারই একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, মানুষ তা উদ্যাপন করে। কিন্তু এখন জনগণ আন্দোলন করছে।
বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধী দলগুলোর সহায়তায় পিটিআই সরকারকে উৎখাত করা হয়েছে জানিয়ে ইমরান খান বলেন, ‘আমি যখন সরকারের অংশ ছিলাম তখন আমি বিপজ্জনক ছিলাম না, কিন্তু এখন আরও বিপজ্জনক হব। আমরা আমদানি করা সরকারকে মেনে নেব না।’
ইমরান খানই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, যিনি অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারালেন। পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। ইমরান খানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে এটি প্রমাণিত হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের পার্লামেন্টে শাহবাজ শরিফ বলেন, ‘যদি আমাদের বিরুদ্ধে একটি অণু পরিমাণ প্রমাণ সরবরাহ করা হয়, আমি অবিলম্বে পদত্যাগ করব।’
অনাস্থা ভোট নিয়ে মধ্যরাতে আদালত বসানোর সমালোচনা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হওয়ার পর দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই অংশ হিসেবে গতকাল বুধবার দেশটির পেশোয়ার শহরে বিশাল একটি জনসমাবেশ আয়োজন করা হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
জনসমাবেশে ইমরান খান বলেন, ‘কী অপরাধ করেছি আমি যে আপনারা রাত ১২টায় আদালত বসালেন? অথচ আমি কখনো কোনো প্রতিষ্ঠান বা আদালতের বিরুদ্ধে মানুষকে উসকে দিইনি।’
ইমরান খান ক্ষমতা হারানোর পর গত রোববার থেকে তাঁর দল পিটিআই র্যালি শুরু করে। এসব র্যালির কথা উল্লেখ করে ইমরান বলেন, যতবারই একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, মানুষ তা উদ্যাপন করে। কিন্তু এখন জনগণ আন্দোলন করছে।
বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধী দলগুলোর সহায়তায় পিটিআই সরকারকে উৎখাত করা হয়েছে জানিয়ে ইমরান খান বলেন, ‘আমি যখন সরকারের অংশ ছিলাম তখন আমি বিপজ্জনক ছিলাম না, কিন্তু এখন আরও বিপজ্জনক হব। আমরা আমদানি করা সরকারকে মেনে নেব না।’
ইমরান খানই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, যিনি অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারালেন। পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। ইমরান খানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে এটি প্রমাণিত হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের পার্লামেন্টে শাহবাজ শরিফ বলেন, ‘যদি আমাদের বিরুদ্ধে একটি অণু পরিমাণ প্রমাণ সরবরাহ করা হয়, আমি অবিলম্বে পদত্যাগ করব।’
ওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।
১৯ মিনিট আগেশনিবার রাত ১০টা নাগাদ অন্তত ১০-১২ জন প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পাঠানো হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর পরিচয় দিতে বলা হয়। অনিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
৪ ঘণ্টা আগেসুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
১৫ ঘণ্টা আগে