অনলাইন ডেস্ক
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের মধ্যে গোপনে চিঠি বিনিময় করেছেন। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করছে হিন্দুস্তান টাইমস ও বার্তা সংস্থা এএনআই।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জনগণের আলোচনা এবং গণমাধ্যম থেকে দূরে থাকতেই দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা নীরবে চিঠি আদান-প্রদান করেছেন বলে ধারণা করা হচ্ছে। চিঠিতে উভয় দেশই তাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে।
পুতিন তাঁর চিঠিতে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন পুতিন। অন্যদিকে শাহবাজ তাঁর চিঠিতে আফগানিস্তানে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে পুতিনের কাছ থেকে আগের মতোই সহযোগিতা কামনা করেছেন। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে এ চিঠির ব্যাপারটি নিশ্চিত করেছেন।
এর আগে ভ্লাদিমির পুতিন রুশ দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছিলেন।
শাহবাজকে লেখা চিঠিতে পুতিন আরও বলেছেন, আফগান সংকট ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তান-রাশিয়া তাদের যৌথ অংশীদারত্ব আরও বিকশিত করবে বলে আশা করে রাশিয়া।
এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, পাকিস্তানের গণমাধ্যম বিশ্বাস করে, ইসলামাবাদের নতুন সরকার পশ্চিমের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে জোর দেবে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে, তা পুনরুদ্ধারের চেষ্টা করবে। শাহবাজ শরিফ পাকিস্তানের পররাষ্ট্রনীতির স্বার্থকে এগিয়ে নিতে নীরবে কাজ করবেন বলে আশা করে পাকিস্তানের জনগণ।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের মধ্যে গোপনে চিঠি বিনিময় করেছেন। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করছে হিন্দুস্তান টাইমস ও বার্তা সংস্থা এএনআই।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জনগণের আলোচনা এবং গণমাধ্যম থেকে দূরে থাকতেই দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা নীরবে চিঠি আদান-প্রদান করেছেন বলে ধারণা করা হচ্ছে। চিঠিতে উভয় দেশই তাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে।
পুতিন তাঁর চিঠিতে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন পুতিন। অন্যদিকে শাহবাজ তাঁর চিঠিতে আফগানিস্তানে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে পুতিনের কাছ থেকে আগের মতোই সহযোগিতা কামনা করেছেন। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে এ চিঠির ব্যাপারটি নিশ্চিত করেছেন।
এর আগে ভ্লাদিমির পুতিন রুশ দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছিলেন।
শাহবাজকে লেখা চিঠিতে পুতিন আরও বলেছেন, আফগান সংকট ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তান-রাশিয়া তাদের যৌথ অংশীদারত্ব আরও বিকশিত করবে বলে আশা করে রাশিয়া।
এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, পাকিস্তানের গণমাধ্যম বিশ্বাস করে, ইসলামাবাদের নতুন সরকার পশ্চিমের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে জোর দেবে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে, তা পুনরুদ্ধারের চেষ্টা করবে। শাহবাজ শরিফ পাকিস্তানের পররাষ্ট্রনীতির স্বার্থকে এগিয়ে নিতে নীরবে কাজ করবেন বলে আশা করে পাকিস্তানের জনগণ।
ওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।
২৫ মিনিট আগেশনিবার রাত ১০টা নাগাদ অন্তত ১০-১২ জন প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পাঠানো হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর পরিচয় দিতে বলা হয়। অনিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
৫ ঘণ্টা আগেসুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
১৫ ঘণ্টা আগে