অনলাইন ডেস্ক
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজার হাসপাতালের জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। আজ মঙ্গলবার হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে হাজার হাজার রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে আমাদের হাসপাতালগুলোর বৈদ্যুতিক জ্বালানি শেষ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যে পদ্ধতি মেনে চলা হচ্ছে তা অত্যন্ত ধীর গতির এবং তা বাস্তবতা বদলাতে পারবে না। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় উপনীত হয়েছে।
এর আগে গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে বলা হয়, ইসরায়েলের যুদ্ধবিমানের হামলায় ও জ্বালানি সংকটের কারণে গাজার ৩২টি স্বাস্থ্যকেন্দ্র এখন অচল হয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা বণ্টনের ক্ষেত্রে হাসপাতালের জরুরি প্রয়োজনগুলোকে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাস্থ্য খাতকে সহায়তা করার জন্য জ্বালানি ও রক্ত ইউনিট সরবরাহের অনুমতি দেওয়ার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানানো হয়।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে গতকাল সোমবার গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো বিঘ্নিত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় গাজার ইন্দোনেশিয়ার হাসপাতালটি।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের মেডিকেল টিমগুলো পোর্টেবল ফ্ল্যাশলাইট ব্যবহার করে অ্যাম্বুলেন্স কর্মীদের বহন করা রোগীদের চিকিৎসা দিচ্ছে।
গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৪৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৮২টিই শিশু। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮৭ জন হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৫টিই শিশু। নারী ১ হাজার ১১৯ জন, প্রবীণ ২১৭ জন। আহত হয়েছে ১৫ হাজার ২৭৩ জন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজার হাসপাতালের জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। আজ মঙ্গলবার হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে হাজার হাজার রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে আমাদের হাসপাতালগুলোর বৈদ্যুতিক জ্বালানি শেষ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যে পদ্ধতি মেনে চলা হচ্ছে তা অত্যন্ত ধীর গতির এবং তা বাস্তবতা বদলাতে পারবে না। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় উপনীত হয়েছে।
এর আগে গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে বলা হয়, ইসরায়েলের যুদ্ধবিমানের হামলায় ও জ্বালানি সংকটের কারণে গাজার ৩২টি স্বাস্থ্যকেন্দ্র এখন অচল হয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা বণ্টনের ক্ষেত্রে হাসপাতালের জরুরি প্রয়োজনগুলোকে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাস্থ্য খাতকে সহায়তা করার জন্য জ্বালানি ও রক্ত ইউনিট সরবরাহের অনুমতি দেওয়ার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানানো হয়।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে গতকাল সোমবার গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো বিঘ্নিত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় গাজার ইন্দোনেশিয়ার হাসপাতালটি।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের মেডিকেল টিমগুলো পোর্টেবল ফ্ল্যাশলাইট ব্যবহার করে অ্যাম্বুলেন্স কর্মীদের বহন করা রোগীদের চিকিৎসা দিচ্ছে।
গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৪৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৮২টিই শিশু। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮৭ জন হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৫টিই শিশু। নারী ১ হাজার ১১৯ জন, প্রবীণ ২১৭ জন। আহত হয়েছে ১৫ হাজার ২৭৩ জন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৬ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে