অনলাইন ডেস্ক
গাজায় ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের উপর হামলার ঘটনা ‘ভুলবশত ঘটেছে’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার সাত ত্রাণ কর্মী নিহতের ঘটনায় ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। এক ভিডিও বার্তায় যুদ্ধের মধ্যে এধরনের ঘটনা স্বাভাবিক বলে মন্তব্য করেন নেতানিয়াহু।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ত্রাণ কর্মীদের হত্যার ব্যাপক নিন্দার মধ্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্ররা ইসরায়েলের কাছে এ ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে।
গাজায় ইসরায়েলের অবরোধ ও আগ্রাসনের প্রায় ছয়মাস হতে চলেছে। অঞ্চলটিতে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি কমিয়ে আনতে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর ক্রমেই আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ ঘটনার পর আরও বেশি চাপের মুখে পড়তে পারে ইসরায়েল।
গত সোমবার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণের গাড়িতে হামলায় নিহত সাত কর্মীরা হলেন— যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। তারকা শেফ হোসে আন্দ্রেসের প্রতিষ্ঠিত ডব্লিউসিকে এর কর্মীরা সংস্থার লোগোযুক্ত গাড়িতে করে একটি বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি এই হামলার শিকার হয়।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘দুর্ভাগ্যবশত, গতকাল (১ এপ্রিল) একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে আমাদের বাহিনী অনিচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় বেসামরিকদের ক্ষতি করেছে। যুদ্ধে এমনই হয়। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং সরকারের সঙ্গে যোগাযোগ করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা সবকিছু করব।’
ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনায় ‘একটি স্বাধীন, পেশাদার ও বিশেষজ্ঞ সংস্থার’ মাধ্যমে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
গত অক্টোবর থেকে গাজায় অন্তত ১৯৬ জন মানবাধিকার কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হামলা চালানোর অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক ফোনালাপে নেতানিয়াহুকে বলেন, ব্রিটেন এই মৃত্যুতে হতবাক হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ব্রিটিশ ছিলেন। ব্রিটেন এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ স্বাধীন তদন্তের দাবি করছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, পৃথক এক ফোনালাপে নেতানিয়াহুর প্রতি ‘ক্ষোভ ও উদ্বেগ’ প্রকাশ করেছেন তিনি।
ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণকর্মীদের ওপার হামলা চালিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। তবে যুক্তরাষ্ট্র এ মৃত্যুতে ক্ষুব্ধ এবং গাজায় ত্রাণ কর্মীদের নিরাপত্তা দাবি করে। এমনকি ডব্লিউসিকে এর প্রতিষ্ঠাতা আন্দ্রেসকে ফোন করে সমবেদনাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গাজায় ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের উপর হামলার ঘটনা ‘ভুলবশত ঘটেছে’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার সাত ত্রাণ কর্মী নিহতের ঘটনায় ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। এক ভিডিও বার্তায় যুদ্ধের মধ্যে এধরনের ঘটনা স্বাভাবিক বলে মন্তব্য করেন নেতানিয়াহু।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ত্রাণ কর্মীদের হত্যার ব্যাপক নিন্দার মধ্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্ররা ইসরায়েলের কাছে এ ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে।
গাজায় ইসরায়েলের অবরোধ ও আগ্রাসনের প্রায় ছয়মাস হতে চলেছে। অঞ্চলটিতে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি কমিয়ে আনতে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর ক্রমেই আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ ঘটনার পর আরও বেশি চাপের মুখে পড়তে পারে ইসরায়েল।
গত সোমবার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণের গাড়িতে হামলায় নিহত সাত কর্মীরা হলেন— যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। তারকা শেফ হোসে আন্দ্রেসের প্রতিষ্ঠিত ডব্লিউসিকে এর কর্মীরা সংস্থার লোগোযুক্ত গাড়িতে করে একটি বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি এই হামলার শিকার হয়।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘দুর্ভাগ্যবশত, গতকাল (১ এপ্রিল) একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে আমাদের বাহিনী অনিচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় বেসামরিকদের ক্ষতি করেছে। যুদ্ধে এমনই হয়। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং সরকারের সঙ্গে যোগাযোগ করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা সবকিছু করব।’
ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনায় ‘একটি স্বাধীন, পেশাদার ও বিশেষজ্ঞ সংস্থার’ মাধ্যমে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
গত অক্টোবর থেকে গাজায় অন্তত ১৯৬ জন মানবাধিকার কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হামলা চালানোর অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক ফোনালাপে নেতানিয়াহুকে বলেন, ব্রিটেন এই মৃত্যুতে হতবাক হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ব্রিটিশ ছিলেন। ব্রিটেন এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ স্বাধীন তদন্তের দাবি করছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, পৃথক এক ফোনালাপে নেতানিয়াহুর প্রতি ‘ক্ষোভ ও উদ্বেগ’ প্রকাশ করেছেন তিনি।
ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণকর্মীদের ওপার হামলা চালিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। তবে যুক্তরাষ্ট্র এ মৃত্যুতে ক্ষুব্ধ এবং গাজায় ত্রাণ কর্মীদের নিরাপত্তা দাবি করে। এমনকি ডব্লিউসিকে এর প্রতিষ্ঠাতা আন্দ্রেসকে ফোন করে সমবেদনাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরীফ যিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে